Post# 1603076851

19-Oct-2020 9:07 am


#বই

"বাংলা নামে দেশ"

একদম ছোটবেলায় ৭০ এর দশকে যখন নন-ফিকশন পড়া যাত্রা আরম্ভ করেছিলাম তার প্রথমগুলোর মাঝে একটা। স্বাধিনতার যুদ্ধ, আগের ঘটনা, নেতাদের ছবি, কোন দিক থেকে কোন দিকে কোন জেলায় বাহিনি ঢুকেছিলো এর সচিত্র প্রতিবেদন।

পরে বড় হয়ে বইটা আর পাইনি দ্বিতীয়বার পড়ার জন্য। বইমেলায় একবার দেখেছিলাম কিন্তু তখন ছিলো নট ফর সেল, শো অনলি। এখন দেখছি রিপ্রিন্ট আবার বাজারে।

বড় হয়ে বইটার কথা চিন্তা করে অবাক হতাম এত সুন্দর অফসেটে ছাপা, ভেতরে সব ছবি সহ, হার্ডকভারের গ্রাফিক বই বাংলাদেশে এতদ্রুত কি করে ছাপিয়েছিলো? হার্ড কভারের উপর একটা ফোল্ডেড মলাটও ছিলো। বাংলাদেশের মানচিত্রের ছবি কভারে থ্রিডি ইফেক্ট দেয়া। তখন কিন্তু কম্পিউটারও ছিলো না এসব কাজ করার জন্য।

এখন জানি এটা দেশে ছাপায় নি। কলকাতার। আনন্দবাজারের ছাপানো ছিলো।

বইয়ে লিখা কোনো এক পলিটিশিয়ানের উর্দুতে বলা একটা ডায়লগের কোটেশন এখনো মনে পড়ে।

19-Oct-2020 9:07 am

Published
19-Oct-2020