Post# 1601824937

4-Oct-2020 9:22 pm


অক্সিজেন কিনতে হলে।

সিলিন্ডারের জন্য যেতে হবে তেজগাও। সেখানে আগে যেটা BOL Bangladesh Oxygen Limited ছিলো সেটার নাম বদলিয়ে Linde Bangladesh. এর পাশে একটা মার্কেট আছে সেখানে ১৬ হাজার টাকায় পূর্ন অক্সিজেন সিলিন্ডার বিক্রি করে।

পজিশন গুগুল মেপে মোটামুটি এই জায়গায়।
https://www.google.com/maps/search/linde+bangladesh/@23.7672976,90.4017483,18z

মাস্ক, পাইপ, রেগুলেটর কম দামে পাবেন সেখানে না। বরং ম্যডিক্যল স্টোরে। ঢাকায় BMA ভবন। প্রেস ক্লাবের পাশে। ম্যপে এখানে।

https://www.google.com/maps/place/National+Press+Club/@23.7302096,90.4074345,20z/data=!4m5!3m4!1s0x1406206fb92acad1:0xe0b9d5f1ad3411d!8m2!3d23.7293846!4d90.4068538

সব মিলে খরচ পড়বে ২৬ হাজার। এক্ষেত্রে আপনি ১ হাজার টাকার বদলে ৫ হাজার টাকার কোয়ালিফাইড রেগুলেটর কিনলেন।

অনলাইন থেকে অর্ডার দিলে ১৪ হাজারে আপনাকে অক্সিজেন সিলিন্ডার দিয়ে যাবে পাইপ টাইপ সহ। রিফিল তারা বলবে ১০০০ টাকা। কিন্তু রিফিল তাদের থেকে না করিয়ে অন্য জায়গা করালে শুনলাম ১০০+ টাকায় করা যায়। ডিটেলস জানতে হবে।

প্লাস অনলাইনগুলোর সিলিন্ডারে অক্সিজেন কম থাকে। প্রায় অর্ধেক। রিপোর্টেড।

নিজের জন্য লিখে রাখলাম। অন্য কারো উপকার হলে ভালো।

4-Oct-2020 9:22 pm

Published
4-Oct-2020