Post# 1603350474

22-Oct-2020 1:07 pm


আপনার ছাদের ফ্যান নতুন অবস্থায় প্রচন্ড জোরে চলতো এখন পুরানো হয়ে দুর্বল হয়ে গিয়েছে -- এত আস্তে ঘুরে যে বাতাসই নেই।

নতুন ফেন কিনতে হবে?

না। বরং ফ্যানের ক্যপাসিটর দুর্বল হয়ে গিয়েছে। চার্জ রাখতে পারে না।

নতুন ক্যপাসিটর একটা বাজার থেকে কিনে আনেন। ক্যপাসিটর ফ্যানের বাইরে রডের ফাকে ঢুকানো থাকে। তার কেটে পুরানোটা ফেলে দিয়ে নতুনটা লাগান।

আবার প্রচন্ড স্পিডে চলবে ইনশাল্লাহ।

যদি দেখেন ফ্যান ঘুরে না। কিন্তু হাত দিয়ে বা লাঠি দিয়ে একটু ঘুরিয়ে দিলে চলা আরম্ভ করে তবেও ক্যপাসিটর বদলাতে হবে।

যদি দেখেন পুরানো ফ্যান উল্টো দিকে আস্তে আস্তে ঘুরে তবেও ক্যাপাসিটর সমস্যা। বদলাতে হবে।

ক্যাপাসিটর দেখতে এরকম। দাম ২০০ টাকার মতো। মান আড়াই বা সাড়ে তিন মাইক্রোফেরাড হয়। সাড়ে তিন যেটা সেটায় অনেক দ্রুত ঘুরবে। "মাইক্রোফেরাড" কথাটা দোকানে বলার দরকার নেই। বলবেন সাড়ে তিন বা আড়াই দেন। একটা লাগালেই হলো।

তিন চার বছর পর পর ফ্যানের ক্যাপাসিটর বদলাতে হবে। আমি যে রুমে আছি সেখানে দুটো ফ্যান প্রায় ১৪ বছর ধরে চলছে। চার বার ক্যাপাসিটর বদলাতে হয়েছে।

ফ্যানের ক্যপাসিটরের ছবি।

    Comments:
  • বিয়ারিং ভেঙ্গে গিয়েছে। নতুন ফ্যান কিনতে হবে।
  • সিগনিফিকেন্ট কিছু না নতুন অবস্থায় যা টানতো তার থেকে।
  • হয়তো তার শর্ট আছে। ফ্যান গরম হয়ে যায়। এ অবস্থায় আমি আর ইনভেষ্টিগেট না করে ফ্যান বদলিয়ে ফেলি।

22-Oct-2020 1:07 pm

Published
22-Oct-2020