#বই : নন-ফিকশন
প্রথমে এই বইটা পড়ে নামাজের সময়সূচি হিসাবের নিয়ম বের করেছিলাম। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বই। এটা পড়ার আগে নামাজের সময় নিজে হিসাব করতে পারতাম না। যদিও আগ্রহ ছিলো।
ব্যসিক ফরমুলাগুলো এখান থেকে বুঝে নিতে হয়। মূল ফরমুলা Spherical trigonometry এর cosine রুল। বাকি সব general trigonometry. এখন উইকিপিডিয়াতে আছে ফরমুলাগুলো। এগুলো যদি কেউ জানতে চান।