সাদ বিন আবি উক্কাস রা:।
লোকালয় থেকে দূরে নিজের উটের পালের সংগে ছিলেন।
দেখেন উনার ছেলে উমর কিছুতে চড়ে উনার কাছে আসছেন।
তাকে দেখে পিতা সাদ রা: নিজে নিজে বললেন : আমি এই সওয়ারির ক্ষতি থেকে আল্লাহর কাছে রক্ষা চাই।
ছেলে নেমে পিতাকে বললেন : মানুষকে প্রশাসন নিয়ে মারামারির মাঝে ফেলে দিয়ে আপনি আছেন আপনার উট আর ভেড়া নিয়ে?
সাদ রাঃ তার বুকে ধাক্কা মেরে বললেন :
আমি রাসুলুল্লাহ ﷺ এর কাছে শুনেছি :
আল্লাহ তায়ালা ভালোবাসেন যে নিজেকে গোপন রাখে এমন ধনী এবং আল্লাহভীরু বান্দাকে।
- মুসলিম।
كَانَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ فِي إِبِلِهِ فَجَاءَهُ ابْنُهُ عُمَرُ فَلَمَّا رَآهُ سَعْدٌ قَالَ أَعُوذُ بِاللَّهِ مِنْ شَرِّ هَذَا الرَّاكِبِ فَنَزَلَ فَقَالَ لَهُ أَنَزَلْتَ فِي إِبِلِكَ وَغَنَمِكَ وَتَرَكْتَ النَّاسَ يَتَنَازَعُونَ الْمُلْكَ بَيْنَهُمْ فَضَرَبَ سَعْدٌ فِي صَدْرِهِ فَقَالَ اسْكُتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ اللَّهَ يُحِبُّ الْعَبْدَ التَّقِيَّ الْغَنِيَّ الْخَفِيَّ "
#আখলাক ২