খবর : "WHO বলছে লকডাউনে মানুষ মরার হার কমে না। কেবল দারিদ্রতা বাড়ে। তাই সংক্রামন কমাতে লকডাউনে যাবেন না। লকডউনের কথা বলবেন না।"
তাই এতদিন,
লকডাউনের নামে মানুষ পিটিয়েছে খুশি মতো --> আফসোস নেই।
মানুষ ভুখা থেকেছে -- আফসোস নেই।
অর্থনীতি ধ্বংশ করেছে -- আফসোস নেই।
কিন্তু,
এই বুগিজুগি সাইন্স দিয়ে আলেমরা আমাদের দ্বিনের নতুন ব্যখ্যা শিখিয়েছে।
এগুলো দিয়ে মসজিদ বন্ধ করিয়েছে।
গত ১৪০০ বছরের মহামারিতে যে সব ফতোয়া দেয়া হয় নি সেগুলো এবার দেয়া হয়েছে।
আর এই মডার্ন শিক্ষাকে বলা হয়েছে "হক"। অন্যদের "নাহক" পাপি।
--> আফসোস আছে।
জীবনের বড় শিক্ষা : পন্ডিতদের কথা শুনবেন না। বিশেষ করে দ্বিনের নামে যে যত উচু গলায় জোর দিয়ে ভয় দেখিয়ে কথা বলে -- সে নিজে ততটাই পথভ্রষ্ট।
আল্লাহ তায়ালা আমাদের অযোগ্যতার জন্য ক্ষমা করুন।
.
https://www.news.com.au/world/coronavirus/global/coronavirus-who-backflips-on-virus-stance-by-condemning-lockdowns/news-story/f2188f2aebff1b7b291b297731c3da74