আর তিন মাস দেখবো ইনশাল্লাহ।
এর মাঝে যদি উল্টো ঢেউ না উঠে তবে এই কওমি ফিতনা শেষ। এই ধাক্কাও কাটিয়ে উঠলো।
কয়টা ধাক্কা গেলো হিসাব করি : "৫ই মে" "স্বিকৃতি" "সাদ সাহেব" "শুকরিয়া মাহফিল" এখন "মৃত্যু"।
প্রতিবারই মনে করি এইবার কওমিরা শেষ। সে মতো স্টেটাসও দেই। প্রতিবারই তারা কাটিয়ে উঠে। আরো শক্তিশালি হয়।
আরেকটা পার্থক্য হলো তাদের বিরুদ্ধে কিছু লিখলে তারা এসে আমার স্টেটাস জ্বালিয়ে দেয় না কমেন্ট করে।
অন্য যে কোনো দলের নামে হালকা টাচ দিলেই সেই দলের মুজাহিদ বাহিনি চলে আসে আমাকে "সত্য" জানাতে।
বড় পার্থক্য। তাই দেখি কাকে বন্ধু করছি।
এর পরও বেশি খুশি না হই। কিছু শেষ না। সামনে বহু কিছু হতে পারে। সব উল্টে যেতে পারে।
দেখতে থাকি।