সিএসও দেখলাম। বহু বেকার। কিন্তু এরা কাজ পারে না। এটা একমাত্র জব যেখানে স্কিল অর্থাৎ কাজ না পারলে জব নেই। সার্টিফিকেট, সুট আর স্পিচ দিয়ে টাকা কামানো যায় না। বুগিযুগি কাজ দিয়ে প্রোগ্রাম চালানো যায় না।
https://galibnotes.com/galib-notes/computer-science-ki/
সুবিন ভাইয়ের একটা লিখা পড়লাম পুরানো। উনি যেহেতু বই লিখেছেন তাই এই জাতিয় পাবলিকরা হয় প্রথমে খুব মটিভেশনাল। "সবাই পারে, বা পারবে" "চেষ্টা করলে আপনিও পারবেন"। এর পর এখন তিন বছর আগের লিখা। বলছেন : চেষ্টা কইরেন না। না পারলে চেষ্টা করেও পারবেন না। :V :V :V
http://subeen.com/dont-study-cse/
যাই হোক। বুঝলাম। সিএসে ডিগ্রিধারি প্রচুর আছে। কিন্তু কাজ জানা লোকের সাপ্লাই কম। আমাদের এক ভাই দেখেন ৪০ থেকে ৮০ হাজার বেতন দেবে বলেছেন যদি আপনি গেম ডেভালাপ করতে পারেন। সার্টিফিকেট লাগবে না।
https://www.facebook.com/habib.dhaka/posts/10157753588953176
- Comments:
- ^ But things changing. For AI, data analysis you need a good degree with your skills too.
- Maybe you can be unskilled data analyst but can't be an unskilled AI scientist.