Post# 1603796534

27-Oct-2020 5:02 pm


মধু কিনতে হবে।

এবং ১০০% খাটি মধুতে দেশ ভরা, যেটা একবার খেলেই বুঝতে পারবো। "কেমন? অনেক ভালো না?" আমাকেও ভালো বলতে হবে কারন সে যেহেতু পজিটিভ। এবং being positive যেহেতু contagious সে কারনে।

এখন এই সব মার্কেটিং কথা এড়িয়ে আমি সব সময় কিনি বিদেশি মধু। Blame "colonial mindset".

এলাকার সবগুলো দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম "ইন্ডিয়ান ছাড়া বিদেশি মধু আছে?" না নেই। সব ইন্ডিয়ান বা বাংলাদেশি।

আগে হলে যেতে হতো বড় মার্কেটে। মনে করলাম দেখি Daraz এ। প্রথম ৪-৫ পৃষ্ঠা কেবল দেশি মধুর এড। কনভিনসিং টোনে উপরে যেরকম লিখেছি।

বুঝলাম ব্রান্ড নাম দিয়ে সার্চ না দিলে হবে না। পুরানো কৌটা থেকে নাম বের করলাম AL-SHIFA. দারাজ মেইলে আছে ৮০০ টাকা।

Sort order "cheapest first" দিলাম। ৭০০ টাকায় কয়েকটটা দোকান সেল করছে।

প্লেইসড।

এখন এটা সৌদি ব্রান্ড আমি জানি। কিন্তু সৌদিরা খাবার দাবার সব ফ্রান্স থেকে আমদানি করে।

হুম। চিন্তা।

    Comments:
  • average
  • নিশ্চিৎ না।
  • নিশ্চিৎ না।
  • পোষ্টে করেছি তো?
  • না।
  • Right.

27-Oct-2020 5:02 pm

Published
27-Oct-2020