Post# 1603384865

22-Oct-2020 10:41 pm


"কনট্রাডিকশন"


বাচ্চার হাত থেকে কিছু পড়ে গিয়েছে। বাচ্চার মা বলছে "তারাতারি তুলে খেয়ে নে।"
বাচ্চা : "কিন্তু তুমি না আমাকে বলেছিলে নিচে কিছু পড়ে থাকলে সেটা না খেতে? একেক বার একেক জিনিস বলো। কোনটা করবো?"


এরকম অনেক অনেক অনেক উদাহরন যদি আপনার বাচ্চা থাকে সে স্পষ্টবাদি হয় আর বাচ্চার মা যদি খুব আদবপন্থি হয় তবে।

কোনটা ঠিক?
দুটোই। পরিস্থিতি ভিন্ন। বা একটা জেনারেল রুল, অন্যটা এক্সেপশন। এক্সেপশন কোনটা কখন এপ্লাই করতে হবে সেটারও অনেক নিয়ম আছে।

বাচ্চা এত কিছু বুঝে না। সে দেখে ব্লাক এন্ড হোয়াইট। একটা স্ট্রিকট রুল চায়। ঝামেলা কম। সবসময় সেটা এপ্লাই করবে। ঐ রুল যখন সে পায় না, তখন তার কাছে সেটা কনট্রাডিকশন। তাই সবই কনট্রাডিকশন। দুনিয়াটা তার বিশ্বাসের থেকে কঠিন।

কিন্তু এগুলো এখন বলে তাকে বুঝানো যাবে না। সে যখন বুঝবে নিজেই বুঝবে বড় হলে। না বললেও।


প্রশ্নটা ছিলো : হাদিসে এত কনট্রাডিকশন কেন? প্রথমটায় বলা হচ্ছে এটা করো না। ঠিক এর পরের হাদিসে উল্টো কথা। যে কোনো হাদিসের বই পড়লেই দেখা যায়।

বা নাস্তিকরা যখন কোরআনের কনট্রাডিকশন নিয়ে আসে।


শেষ বয়সে। আমার কাছে কোনোটাই এখন আর কনট্রাডিকশন লাগে না। বরং ঐ কনট্রাডিকশনগুলো লাগে কোরআনের সত্যতার প্রমান।

দুনিয়াটা রাফ। অনেক নিয়ম, অনেক ব্যতিক্রম। যে যখন বুঝবে বুঝবে। নয়তো ঐ বাচ্চার মতো -- না বুঝলেও দুটোই ঠিক বলে মেনে নিতে হবে।

অন্ধ বিশ্বাস।

22-Oct-2020 10:41 pm

Published
22-Oct-2020