Post# 1601775180

4-Oct-2020 7:33 am


ঠিক আছে মানলাম। মটিভেশনাল যে উপদেশ পোষ্টটা দিয়েছিলাম গ্রাম গঞ্জে চলে যান। সেখানে টেক পৌছে কিছু করা যায় কিনা দেখেন -- এটা দিয়ে সত্যি প্রফিট করতে পারবেন না। লস খাবেন।

কেউ কেউ প্রফিট করবে। হয়তো ১০%। বাকি ৯০% ধরা খাবে। "কোনো অপরচুনিটি নেই এই পথে" "খামাখা"।

এজন্য মটিভেশনাল স্পিচ দিতে হয় "এবসট্রাক্ট" লেভেলে। কিন্তু তখন সেটা কেউ বুঝে না। ব্লাহ ব্লাহ মনে হয়।

বেশি স্পেসিফিক করে ফেলবেন তো -- "স্পষ্টতই সেটা লস প্রজেক্ট" "সে দিকে যাবেন না" "বহু লোক ধরা খেয়েছে"।

কিন্তু এই সব রূঢ় বাস্তবতা তুলে ধরলেও সমস্যা। ডিমটিভেশনাল স্পিচ হয়ে যাবে সেটা। নেগেটিভিটির প্রচার।

মূল কথা হলো একেকজনকে একেকটা কাজের জন্য আল্লাহ তায়ালা দুনিয়াতে পাঠান। সবাইকে এক কাজের জন্য না। আপনার স্কিল কোন দিকে সেটা আপনাকে বুঝতে হবে। সে মতো আপনার পথ, সাকসেস।

নির্দিষ্ট কোনো উপদেশ নেই। আরেকজনের পথ আপনার কাজে লাগবে না।

"ট্রাস্ট ইন ইওরসেল্ফ?" -- এটারও একটা চেক এন্ড বেলেন্স আছে।

    Comments:
  • Update :
    https://www.facebook.com/habib.dhaka/posts/10157763662213176

4-Oct-2020 7:33 am

Published
4-Oct-2020