একটা লোকের শত কোটি টাকা।
আমার কেবল শত।
সে নিশ্চই আমার থেকে নিরাপদে, সুখে?
বুঝতে হবে সব ব্যবসায়ি তার সমস্ত টাকা খাটিয়ে ১০% লাভের চেষ্টা করে।
হয় সে পরের ধাপে লাভ করবে। নয়তো পরের ধাপে সে মূলধন হারিয়ে শুন্য।
যে শত কোটি টাকার মালিক - এ বছর লস করলে সে শুন্য।
আমিও শুন্য।
তাই টাকা আছে এ কারনে কেউ নিরাপদ না।
সবাই একটা সুতোর মাথায় ঝুলে। যে কোনো সময় পতন।
শত কোটি থাকুক। কিংবা কেবল শত।