"মহিলা মাদ্রাসা" নিষেধ করে একেবারে প্রথম দিকে দেওবন্দের একটা ফতোয়া ছিলো। কিন্তু এর পর পরবর্তিতে অন্যরা ফতোয়া দিয়েছেন জায়েজ।
"মাস্তুরাতের জামাত" বের করা নিষেধের উপর প্রথম দিকে দেওবন্দের ফতোয়া ছিলো। পরে অন্যরা ফতোয়া দিয়েছেন জায়েজ।
তাই এগুলো নাজায়েজ না। কিন্তু "তাকওয়া"। নিজের ভালো নিজে বুঝতে হয়।
- Comments:
- ^ সেটা শেয়ার করি নি। এমনি বেশি নেগেটিভিটি পোষ্ট করা হয়ে যাচ্ছে। আর সেটা বেশি নেগেটিভ। লিখতে গেলে আমি অতিরিক্ত বলে ফেলবো আশংকা।