Pretty much balanced. বেশি নূর বিরোধিতা করবেন তো আপনার বক্তব্য হয়ে যাবে "রাসুলুল্লাহ ﷺ ছিলেন অন্ধকার"।
আর বেশি "আকিদা নূর আকিদা" করবেন তো দুনিয়ার বাকি মুসলিমদেরকে মনে হবে অন্ধকার যেহেতু তারা আপনার মতো নূর মানে না।
রাসুলুল্লাহ ﷺ নূর ছিলেন, নূর নিয়ে এসেছেন, নূর বিতরন করে গিয়েছেন।
সবগুলো কথা সত্যি। কিন্তু এগুলোকে "ফিজিক্স" দিয়ে ব্যখ্যা করা আরম্ভ করলে সমস্যা।