ব্লক নিয়ে মানুষের অনেক ক্ষোভ বুঝলাম।
এর উপর মহাকাব্য লিখা হয়ে গিয়েছে আমার অনেক আগে।
কারনটা যে বুঝে সে বুঝে। যে বুঝে না, সে বুঝবে না। আমি আরো কথা বললেও।
আগের অনেক পোষ্ট থেকে রেন্ডম একটা এখানে।
এখানে বলেছিলাম যে যার বুঝ নিয়ে চললে সমস্যা নেই। তর্ক করলে সমস্যা।
"সঠিক" জিনিসটা আপেক্ষিক। যার বুঝ যতটুকু তার দৃষ্টিতে ততটুকু।
আমি বলতে পারি "হোমিওপেথিক চিকিৎসা অর্থহীন।"
একজন হোমিওপ্যথিক ডাক্তার এসে বলবে "আপনি ভুল তথ্য দিচ্ছেন। মানুষকে বিভ্রান্ত করছেন। জেনে কথা বলবেন, না জানলে চুপ থাকবেন।"
সমাধান কি? তথ্য প্রমান নিয়ে দুজনে মিলে বসে "সঠিকটা" বের করে দুজনে এগ্রি করা? উহু।
সমাধান : ব্লক। সমস্যা শেষ।
সে তার বিশ্বাস নিয়ে থাকবে, আমি আমার।