[ তবলিগের পোষ্ট। অন্যদের জন্য দরকার নেই। ]
তবলিগের কাজ শুরার উপর কি করে আসলো তার বর্ননা।
৯০ এর দিকে মাওলানা জাকারিয়া যিনি মাওলানা ইলিয়াস এর সাথে কাজ করেছিলেন এবং তখন থেকেই তবলিগের কাজের নিয়ম ঠিক করে দিতেন। উনি শেষ বয়সে মদিনা শরিফে চলে যান। সেখানে মারা যাবেন। ঐ সময়ে মাওলানা এনামুল হাসান উনাকে প্রশ্ন পাঠান "কাজ আমার পরে কি করে চলবে?"
উনি মসজিদে নববিতে বসে মোরাকাবা করে বলেন : তবলিগের কাজ এখন এত বড় হয়ে গিয়েছে যে একজনের হাতে নিয়ন্ত্রন ছেড়ে দিলে সামলাতে পারবে না। শুরা পদ্ধতি চালু করো।
কাকরাইলের রবিউল ইসলাম সাহেবের বয়ানের প্রাসংগিক অংশ। ৫ মিনিট। এখানে মাওলানা জাকারিয়ার পরিচয় থেকে আরম্ভ করে মোরাকাবার কথা পর্যন্ত আছে।
এটা এই কারনে লিখলাম যে ৯০ এর দিকে যখন আমাদের বলা হয়েছিলো শুরা পদ্ধতি চলবে তখন এই কথাগুলোই বলা হয়েছিলো। তখনকার কথা আর এই কথাগুলো মিলে।
ভিন্ন পক্ষের যুক্তি এখানে উল্লেখ করলাম না। তর্ক করে সত্য বাহির করা আমার উদ্দেশ্য না।