সত্য বুঝার পরে ভিন্ন মতাবলম্বিদের থেকে নিজেকে গুটিয়ে নেই।
তারা আপনাকে তর্কে নামাতে চাবে।
তাদের ১০০টা কথার জবাব দিতে গিয়ে
আপনি একটা কথা ভুল বললে
আপনার সারা জীবনের আফসোস।
ঠিক বললেও আপনার সময় নষ্ট।
নিজের সমমনাদের মাঝে থাকি।
এর পর এর উপর সন্তুষ্ট থাকি।
বাকিরা ভুল না।
কিন্তু তাদের সাথে বেশি কথা বললে আমি পথভ্রষ্ট হবো।
এটা নেক আমলের জন্য।
দুনিয়ার জন্য সবার সাথেই মিশতে হবে।
- Comments:
- তারা ওয়ালমার্টের চাকরি করতো কিনা সেটা প্রথম প্রশ্ন।
- ভালো লাগলো দেখে যে কমপক্ষে একজন মূল পার্থক্যটা বুঝতে পারলো। দেশি আর বিদেশির।