Post# 1601975744

6-Oct-2020 3:15 pm


এই ছবিতে আমার জন্য শেষের কেইসে হবে : "সবাইরে ব্লক মারছি। এখন মাইনষে কয় ভাব মারি।"

আরেকটা জিনিস। "মাইনসে কয়" সমস্যাটা আসে অতিরিক্ত ফ্রেন্ড ‌ফলোয়ার থেকে। একটা লোকের জীবনে ৩০০ জন আত্মিয়-বন্ধু থাকে গড়ে। এটা ফেসবুকের আগে। সংখ্যাটা ৩০০০ হয়ে গেলে আপনার জীবন চলবে না। সারা দিন তাদের একেকজনকে খুশি করতে চলে যাবে, এর পরও বেশির ভাগই অখুশি।

তাই কেউ জানতে চায়, সে সাইলেন্টলি স্টেটাস পড়লো -- সমস্যা নেই। মানুষ বই ছাপায় এই কারনেই। হাজার লোকের মাঝে যে শুনতে চায় সে যেন তার কথা শুনতে পারে।

কিন্তু ৩০০০ ফলোয়ারের মাঝে, সবাই না, কেবল "কেউ কেউ" আপনাকে উপদেশ দেয়া আরম্ভ করলো -- আপনার ধ্বংশ। যদিও তারা "ভালো উপদেশই" দিচ্ছে।

তাই মাইনসেরে কইতে দিবেন না কিছু। এরা আপনার জন্য ক্ষতিকর। সময় নষ্ট।

উপদেশ নেবেন কেবল তার থেকে যাকে আপনি আপনার থেকে অভিজ্ঞ মনে করেন।

6-Oct-2020 3:15 pm

Published
6-Oct-2020