Post# 1603263121

21-Oct-2020 12:52 pm


বাচ্চাদের কি করে মাদ্রাসায় পড়াবেন :

১ - নিজের কাছে রেখে পড়ান। দিনের বেলায় মাদ্রাসায় যাবে দিনের বেলা ফিরে আসবে। আবাসিক মাদ্রাসা বা আবাসিক হিফজে দেবেন না।

২ - নিজে দেখেন উস্তাদ লাঠি দিযে বাচ্চাদের পিটায় কিনা। যদি প্রচন্ড পিটায় তবে উস্তাদের ভেতরে অসৎ আকাংখা আছে। অন্য কোনো বাচ্চাকে পিটাতে দেখলে নিজের বাচ্চাকে ফিরিয়ে নিয়ে আসুন।

৩ - সব মাদ্রাসাই এমন? পিটায় না এরকম মাদ্রাসা নেই বলছেন? আবাসিক না দিলে মাদ্রাসায় কিছু শেখা যায় না বলছে? তবে নিজের আর সন্তানের দ্বিন বাচান। বাচ্চাকে মাদ্রাসায় পড়ানো ওয়াজিব না। স্কুলে দিন।

৪ - এর পরও সন্তানকে আলেম বানাতে চাচ্ছেন? ইন্টারের পরেও সে ইফতাহ করতে পারবে। খবর নিন। তখন আর ঐ ভয় নেই।

    Comments:
  • ^ দেশে যে কোনো মাদ্রাসায় যোগাযোগ করলে তারা ব্যবস্থা করে দেবে। এবং এরকম প্রচুর করছে। ছয় বছরে ইফতা চার বছরে দাউরা। মদিনা ভার্সিটিতেও গ্রেজুয়েশনের জন্য রিকোরমেন্ট A-level পাশ। ১ বছরের আরবি কোর্স করতে হয়।

21-Oct-2020 12:52 pm

Published
21-Oct-2020