Facebook Posts - March 2019

1-Mar-2019 6:41 am


"সাজিদ"-এর মত টপিকের একটা বইয়ে লাইনে লাইনে ভুল ধরা যাবে যদি কেউ ধরতে চায়।

কিন্তু বইটা আপনার জন্য ছিলো না। এটা মডারেট - ইংরেজি শিক্ষিত - যুক্তিবাদি দের জন্য।

আপনি যদি এগুলো না হয়ে থাকেন তবে সাইডে দাড়ান।

"সাজিদের" উদ্দ্যশ্য আপনার মানহাজ - মাজহাব - মাসলাকের প্রচার না।

বাজারে লক্ষ বই আছে।
সব বই আপনার মতামত প্রচার করে না।

    Comments:
  • পড়লাম। কোনো মেসেজই পেলাম না। আপনি সুক্ষ্ম কিছু পেলে সুক্ষ্মটাই আনুসরন করেন। আমি স্থুল জিনিস নিয়ে থাকি।
  • Indeed. Fight টা এখন "শরিয়া সম্পাদকের" পদের জন্য বলে ধারনা করছি।

1-Mar-2019 6:41 am

1-Mar-2019 2:46 pm


সাজিদের পক্ষে বা বিপক্ষে বলার আগে, প্রথমে আমাকে জানতে হবে সাজিদ কি হানাফি, সালাফি, মানহাজি, গুরাবা, জিহাদি, আহলে-হাদিস, সুফি, তবলিগি, মডারেট নাকি "শুধু মুসলিম" হিজবুত তৌহিদের মতো।

এর পর আমি তার ভুলগুলোর লিষ্ট তৈরি করবো।

সাজিদ যখন নাস্তিক ছিলো তখন এই প্রশ্নটা ছিলো না।
এখন আছে।

    Comments:
  • // Troll post.
  • ^ বায়জিদ খান পন্নির হিজবুত তৌহিদ হলো "শুধু মুসলিম"।

1-Mar-2019 2:46 pm

1-Mar-2019 7:01 pm


nuff said

1-Mar-2019 7:01 pm

2-Mar-2019 5:44 pm


If you have to explain your victory, then there wasn't any victory to talk of.
    Comments:
  • Talking about Indian media right now.

2-Mar-2019 5:44 pm

2-Mar-2019 7:20 pm


ইসলামের শাখা প্রশাখার অধিকাংশ কেটে ফেলা হয়েছে গত কয়েক বছরে। তবলিগের ফিতনা, জামাতের নিষিদ্ধতা, জিহাদিদের পরাজয় ... এসবে।

এখন আছে কান্ডটা। ধরেন এটা ভারটিক্যল স্কেল। একটা লাইন উপরে নিচে।

এর গোড়ায় আছে ফান্ডামেন্টলিষ্ট। মাথায় ধরেন সেকুলার। মাঝে মডারেট।

এখনকার তর্কটা এই ভার্টিক্যল স্কেল নিয়ে। এর কোন অংশটা ঠিক?

Time should say, and we probably won't have to wait for long.

    Comments:
  • FAQ : "জিহাদিদের পরাজয় হয় নি" "কি বলতে চান?" "সব ঠিকই আছে, আপনি ভুল" "দেখ, বেক্কলে কয় কি" ... এ ধরনের হাজারো কমেন্ট।
  • Context :
    https://www.facebook.com/hm.ijhar/posts/1265590190257057
  • ^ কিন্তু মটিভেশনের ধরনের লিখা পোষ্ট করার মতো অনেক লিখক আছে ফেসবুকে। তাদের খুজে পেতে আপনার সমস্যা হচ্ছে কেন? আমি আপনাকে কিছু লিংক দিতে পারি খুজে।

2-Mar-2019 7:20 pm

3-Mar-2019 11:52 am


এক বছরের বেশি কোনো লেপটপ চলতো না। প্রতি বছর নতুন লেপটপ।

এর পর মেকবুক এয়ার কিনলাম। রেকর্ড ২ বছর চললো।

এর পর আরেকটা মেকবুক এয়ার। দ্বিতীয়টা চললো ৪ বছর।

এখন এটা একেবারে লক্কর ঝক্কর। নতুন কিনতে হবে।

কিন্তু মেকবুক দরকার নেই। Nvidia গ্রফিকস কার্ড দিয়ে একটা lenovo কিনবো চিন্তা করছি। উইন্ডোস চালাবো না। শুধু লিনাক্স।

কোনটা দেশে পাওয়া যায় খুজছি। বিদেশ থেকে আনানোর ইচ্ছা নেই।

এরকম পাওয়া না গেলে অগত্যা তৃতীয়টাও মেকবুক এয়ার কিনতে হবে।

    Comments:
  • ^ কাউকে না কাউকে দিয়ে দেই।
  • ১ম টা: ব্যটারি নষ্ট, ওয়াই ফাই নষ্ট। এখন আর বুট হয় না।
    ২য় টা : ব্যটারি নষ্ট, কিবোর্ডের F key ভেঙ্গে গিয়েছে। ডিসপ্লে পেছনের দিকে ঝুলে পড়ে।

3-Mar-2019 11:52 am

3-Mar-2019 2:15 pm


তবলিগে :


"শানে রিসালাত" সম্মেলনে হাফেজ জোবায়ের সাহেবের যোগদান দুই কারনে হতে পারে।

- হয় উনি নিজের গরজে যোগ দিয়েছেন। তবে এটা বড় পরিবর্তন।

  • নয়তো উলামাদের অনুরোধে। যেহেতু উলামারা উনার সাহায্যে এসেছিলো। Pay back. তবে অন্য রকম।


    ফেসবুকে সারকুলেট হচ্ছে : সৌদি সরকারের চিঠি সা'দ সাহেবের ভ্রান্তিগুলো যেন আলেমরা খুতবায় তুলে ধরেন।

    হতে পারে, সৌদি সরকার আগে থেকে তবলিগের কাজের বিরোধি। এটা সেই ধারার সম্প্রসারন। সেক্ষেত্রে সা'দ সাহেব বিরোধিদেরও উনারা হক বলবেন না।

    চিঠিটা পড়ি নি। তবে সেখানে যদি সা'দ বিরোধি ধারাকে এই ফতোয়া থেকে বাদ দেয়া থাকে, তবে এটা একটা ইনডিকেটর আরবরা কোন দিকে ঝুকছে।

    প্লাস, এতে বুঝা যাচ্ছে মাও: সাদ সাহেব সালাফি ধারাদের সন্তুষ্ট করার জন্য তবলিগে যে পরিবর্তনগুলো করছিলেন সেগুলোতে কাজ হয় নি। বেক ফায়ার করেছে। এখন সালাফি-দেওবন্দি দুই কুল হারাচ্ছেন। Apparently.


    আমার এখনো মনে হচ্ছে এই দ্বন্ধে দুই পক্ষই ক্ষতিগ্রস্থ হয়েছে। কাজটা থমকে গিয়েছে। নতুন কেউ আর তেমন আসছে না। পুরানোদের দিয়ে যতদিন চলে।

    3-Mar-2019 2:15 pm

  • 3-Mar-2019 5:50 pm


    সুফিদের আমল :

    এহইয়া উলুমুদ্দিন কিতাব থেকে নেয়া হয়েছে।

    আবদাল কুরজ বিন দাররা খিজির আঃ কে দেখে জিজ্ঞাসা করলেন আমাকে একটা আমল বলে দিন যেটা সব সময় করতে পারবো।

    বললেন তুমি প্রতিদিন মাগরিবের পর থেকে ইশা পর্যন্ত নামাজ পড়তে থাকবে। দুই দুই রাকাত করে, প্রতি রাকাতে তিন বার কুলহু আল্লাহ। মাঝে কারো সাথে কথা বলবে না।

    এর পর ইশার পরে বাসায় গিয়ে এই আরো দুই রাকাত নামাজ পড়ে এই দোয়া পড়ে শুয়ে পড়বে। এই আমলটা নিয়মিত করবে।

    দোয়াটা এখানে লিখেছিলাম। বস্তুতঃ এটা ইসমে আজমের দোয়া। এই ধরনের দোয়া অনেকগুলো পেয়েছি বিভিন্ন কিতাবে। সবগুলো এক করার চেষ্টা করছি।
    https://www.facebook.com/habib.dhaka/posts/10156072384663176

    ব্যসিক্যলি আওয়াবিন নামাজের তাগিদ দিয়েছেন।

    আওয়াবিন নামাজ অনেককে পড়তে দেখতাম। পরে শুনেছিলাম চাশত আর তাহাজ্জুদ নামাজ আছে। আওয়াবিন বলে কোনো নামাজ নেই। এর পর মালিকি মাজহাবে দেখি আওয়াবিন নামাজের অনেক গুরুত্ব দেয়া আছে। গুরুত্বপূর্ন সুন্নাহ বলা হয়েছে। এর পর এখন এটাকে আমি সোয়াবের মনে করি।

    #hTasauf

    3-Mar-2019 5:50 pm

    3-Mar-2019 9:02 pm


    Meanwhile Trump's talk with N. Korea has failed spectacularly. This was one other diplomacy which I was following beside PK-IN standoff.

    Trump asked for total hand over of NK's nuclear arsenal in exchange of lifting of all sanctions. Kim offered dismantling of its largest Nuclear facility in exchange of lifting partial sanction.

    Next to watch where thing rolls off to.

    3-Mar-2019 9:02 pm

    3-Mar-2019 10:36 pm

    3-Mar-2019 10:47 pm


    সুফিদের আমল :

    ঘুম না আসলে ঘুমানোর চেষ্টা করতেন না।
    ক্ষুধা না লাগলে খেতেন না।
    প্রয়োজন না হলে কথা বলতেন না।

    3-Mar-2019 10:47 pm

    3-Mar-2019 11:01 pm


    এখন যে সময়। যে যেই পথে আছেন সেই পথেই চলেন। উপদেশ দাতা, লেকচার পন্থি, বিরোধিতাকারী এদের ব্লক করে দেন।

    তার কথা-পথ আপনার থেকে বেশি সঠিক না।
    আপনার কথা-পথ তার থেকে বেশি সঠিক না।

    তাই এখন তর্কে লিপ্ত হওয়া ভুল। সময়ের সাথে সাথে অনেক কিছু ক্লিয়ার হবে।

    কিছু লোক থাকবেই যারা তর্ক করা ওয়াজিব মনে করে এগিয়ে আসে। তর্ক করার উপর তার জান্নাত, কারন সে "সৎ কাজের আদেশ দিচ্ছে, অসৎ কাজের নিষেধ।" এটা না করলে সে গুনাহগার হয়ে জাহান্নামে যাবে।

    তাদেরকে preemptively ব্লক করে দিতে হবে। এখানে নম্রতা দেখানো দুর্বলতা এবং পরবর্তিতে পথভ্রষ্টতার কারন।

    ব্লক করার পরে তার আবেগ-অভিযোগ নিয়ে সে আল্লাহর কাছে যেতে পারে।

    সত্য হলো,
    আমার জবাব আমাকে দিতে হবে।
    ঐ সময়ে তার সাহায্য পাওয়া যাবে না।

    3-Mar-2019 11:01 pm

    4-Mar-2019 6:25 am


    ভাইয়েরা, প্রথম কথা হলো আমি সুফি না। মডারেট। এখন সুফিজম নিয়ে লিখা পড়া করছি। সামনের বছর হয়তো সম্পূর্ন অন্য কিছু নিয়ে পড়বো। যেমনি গত বছর ছিলাম ভিন্ন কিছু নিয়ে।

    দ্বিতীয় কথা হলো উপদেশগুলো দেই আমার নিজের জন্য আর সন্তানদের জন্য। অপরিচিতদের জন্য না। কারন একেক জনের জন্য উপদেশ একেক রকম।

    4-Mar-2019 6:25 am

    4-Mar-2019 9:20 am


    Our sun is at least a 3rd generation star. Other stars have born and died before our sun. Actually 95% of all the stars that the Universe will ever produce have already been born and most of it died. We are living in an Universe which itself is in its very end life.

    So how will it end? Big crunch? Big Rip? Heat death?
    That's the mystery.

      Comments:
    • ^ যে কোনোটাই ফিতনা। সন্দেহ করলে যে কোনো দলের "নাম" এবং "ফিতনা" শব্দ দুটো পাশাপাশি বসিয়ে গুগুলে সার্চ দিন, অনেক ব্যখ্যা পাবেন কেন ওটা ফিতনা।

    4-Mar-2019 9:20 am

    4-Mar-2019 2:05 pm


    মুসলিমদের কোনো গ্রুপের বা ব্যক্তির প্রতি অতিরিক্ত ঘৃনা প্রকাশ ক্ষতিকর। এক প্রসংগে বলা আছে ঐ দোষটা আমার মাঝে না আসা পর্যন্ত মৃত্যু হবে না।

    আরেকটা উদাহরন দেখাচ্ছি। "ওহাবিরা নবিজীর উপর দুরুদ পড়ে না" ছুন্নিদের এই কথা ছোট কাল থেকেই শুনে আসছি।

    এবং গত কয়েক মাসে ছুন্নিদের প্রচুর ওয়াজ শুনছি। এবং দেখলাম ওয়াজে তারা কেউ রাসুলুল্লাহ ﷺ এর প্রসংগে আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লিম বলে না। যদিও তারা সর্বক্ষন রাসুলুল্লাহ ﷺ কে নিয়েই ওয়াজ করছেন।

    বরং "পেয়ারা হাবিব" "নবিজি" শব্দগুলো ব্যবহার করে এর পর টেনে যায়। হয়তো ধারনা সরাসরি নাম না নিলে দুরুদ পড়তে হবে না। বা হয়তো ওয়াজের প্রথম আর শেষে যে স্বশব্দে মিলাদ পড়ে এটাকেই তারা মাঝে যতক্ষেত্রে দুরুদ পড়ার প্রয়োজন ছিলো সেগুলোর সাবসটিটিউট মনে করে।

    এখন প্রশ্ন হলো প্রতিবার কি "সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লিম" পড়তে হবে? কে জানে আলেমরা বলতে পারবেন।

    কিন্তু আমি আমার দিক থেকে দেখছি অতিরিক্ত ঘৃনার কারনে আল্লাহ তায়ালা তাদের থেকে হয়তো এই নিয়ামতটা কেড়ে নিয়েছেন। তারা ঐ দোষে পড়ে যাচ্ছে যে দোষের ব্যপারে তারা অন্যদেরকে দায়ি করছে।

    আল্লাহ তায়ালা আমাদের ক্ষমা করুন।

    4-Mar-2019 2:05 pm

    4-Mar-2019 6:49 pm


    "প্রতিবাদ" :

    মসজিদে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ করার অনেক কারন আছে। যেগুলো আমরা করি না।

    শিতকাল থেকে গরম কাল আসছে। ফেন ছাড়বে কিনা ছাবে না সেটা নিয়ে প্রতিবাদ। হানাফিতে মাগরিবের সুন্নাহ পরিমান কিরাত আছে, কোরআন শরিফের এই জায়গা থেকে পড়তে হবে। ইমাম সেটা না করার কারনে প্রতিবাদ।

    ইমাম পাগড়ি ছাড়া নামাজ পড়ার কারনে প্রতিবাদ। লাল রংগের পাগড়ি পড়ে নামাজ পড়লে এর বিরুদ্ধে প্রতিবাদ।

    মুসুল্লিদের কেউ সুন্নাহ নামাজ না পড়লে প্রতিবাদ। কেউ সংক্ষিপ্ত সুন্নাহ পড়ে মসজিদ থেকে বেরিয়ে যাবার জন্য অস্থির হয়ে পড়লে এর প্রতিবাদ। কেউ এত লম্বা নামাজ পড়ছে যে আমি বের হতে পারছি না, এর জন্য প্রতিবাদ।

    এর সাথে আছে জোরে আমিন, আস্তে আমিন, রাফে ইয়াদাইন করলে বা না করলে এর প্রতিবাদ। রাসুলুল্লাহ ﷺ এর নিয়ম মতো নামাজ না পড়ে আবু হানিফার বলা নিয়ম মতো পড়ছে এর জন্য প্রতিবাদ।

    সবগুলোকে সোয়াবের কাজ বলা যায়। কোরআন হাদিস দিয়ে প্রমান করা যায় এ ধরনের প্রতিবাদ করা ওয়াজিব। যারা করছে না তারা কোরআন হাদিস মানছে না।

    কিন্তু সত্য হলো আমি মসজিদে গিয়ে শান্তিতে নামাজ পড়তে পারছি এই কারনে যে এই প্রতিবাদগুলো কেউ করছে না তাই। সবাই চুপ আছে।

    4-Mar-2019 6:49 pm

    4-Mar-2019 7:43 pm


    Forbes article that says within the next few years Data Scientist jobs will mostly be all turned into commodity software which everyday users will use. And data scientists will no longer be in need as much as now.

    https://www.forbes.com/sites/forbestechcouncil/2019/03/01/radical-change-is-coming-to-data-science-jobs

    https://www.forbes.com/sites/forbestechcouncil/2019/03/01/radical-change-is-coming-to-data-science-jobs

    4-Mar-2019 7:43 pm

    4-Mar-2019 9:09 pm


    কয়েকদিন আগে সকাল ১০ টায় ঢাকায় ভুমিকম্প হয়েছিলো। ৪ মাত্রার। ধারনা করেছিলাম কেউ টের পায় নি। কিন্তু অনেকে মিডিয়ায় খবর পড়ার আগেই জিজ্ঞাসা করছিলো ভুমিকম্প হচ্ছে কিনা। মানে টের পেয়েছেন।

    এবারেরটার বৈশিষ্ঠ ছিলো ঢাকার নিচে ছিলো এর উৎস। ঠিক ঢাকা শহরের নিচে না বরং গাজিপুরের কাছে।

    যেখানে আগের সবগুলো হতো ভারত বা বার্মায়।

      Comments:
    • না।
    • Indeed. And your future success mostly depends on what you predict the future to be. You might be wrong and lose. Or be right and gain.

    4-Mar-2019 9:09 pm

    4-Mar-2019 9:46 pm


    সুফিদের আমল :

    ক্ষুধা কাকে বলে? যখন খালি রুটি চিবিয়ে খেয়ে ফেলার মতো অবস্থা হয় তখন ক্ষুধা। যখন নজর যায় রুটি কি দিয়ে খাবো তার দিকে, তখন সেটা ক্ষুধা না।

      Comments:
    • FAQ : "আপনার মতো স্বঘোষিত সুফিরাই ইসলামকে ..."
      উত্তর : উপস! হুজুর আবারো আইছেন?
    • ^ deep.
    • ^ deep

    4-Mar-2019 9:46 pm

    5-Mar-2019 6:32 am


    রজব মাস চলে আসছে। আগামি শুক্রুবার আগের রাতে মধ্যপ্রাচ্যে। এবং শনিবারের আগের রাতে এই দেশে চাদ দেখা যাবার সম্ভাবনা।

    রজব মাস হলো রমজানের আগমন ধ্বনি। এর এক মাস পরেই রমজান।

    5-Mar-2019 6:32 am

    5-Mar-2019 6:44 am


    Today's big news is that Trump has expanded its trade war now to India. This comes after failure of long talks. India taxes 100% on US import. US taxes nothing imported from India. First step is removing India from GSP, which Trump is now proposing.

    Bad time in India.

    Time to watch. BD falls in the same category with India.

      Comments:
    • https://www.rt.com/business/453025-trump-india-trade-benefits/
    • //কিন্তু তিনি তখন পড়তে চাইলেন না বরং বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে চাইলেন//
      ভদ্রলোকের প্যন্ট খারাপ ছিলো। বুঝতে হবে।

    5-Mar-2019 6:44 am

    5-Mar-2019 7:08 am


    Samsung's new phone is out. Here's the buying guide.
    This post had an attachment, which is now missing

    5-Mar-2019 7:08 am

    5-Mar-2019 12:44 pm


    দ্বিনি বিষয় তর্ক :

    - এটা খারাপ কাজ।

  • যদি কাউকে একা কোনো জায়গায় নিয়ে উপদেশ দিলে সে শুনবে মনে হয় তবে দেয়া যায়। নয়তো উপদেশ না দিয়ে চুপ থাকা ভালো যদিও সে ভুলে।
  • হাদিস : দ্বিনি বিষয়ে কোনো জাতি তর্কে লিপ্ত হলে তারা পথভ্রষ্ট হয়।
  • লোকমান হাকিমের উপদেশ তার ছেলেকে : দ্বিনি বিষয়ে আলেমদের সাথে তর্ক করো না। তবে আলেমরা তোমাকে শত্রু হিসাবে দেখবে।

    - এমন কি কারো কথা ভুল আর মিথ্যা হলেও প্রতিবাদ না করে চুপ থাকা একটা বড় সবর।

  • এই ক্ষেত্রে জিহাদে কাফেরদের আক্রমনে সবরের সোয়াব পাওয়া যায়।

    দাউদ তায়ী একা একি থাকা আরম্ভ করলেন। ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করলেন তুমি একা থাকো কেন?

    বললেন : নফসকে দমন করতে আর দ্বিনি বিষয় তর্ক থেকে দূরে থাকতে।
    আবু হানিফা বললেন : তুমি ঐ সব তর্কের মজমায় যাও কিন্তু চুপ চাপ শুধু শুনবে, কোনো কথা না বলে।

    দাউদ তায়ি বললেন : আমি এটাই করি। কিন্তু এটা আরো কষ্টকর। এর থেকে বড় সবর আর নেই।

    - কোনো এলাকায় দ্বিনি তর্ক আরম্ভ হলো। ঐ এলাকার নেতারা যদি এখানে একটা পজিশন নেবার আশায় বলে "দ্বিনি বিষয়ে তর্ক করা সোয়াবের কাজ" তবে বুঝতে হবে সে এলাকায় বড় কোনো আযাব আসছে।

  • মানুষের অহংকার আর এগ্রাসিভনেস তাকে দ্বিনি বিষয়ে তর্কে নিয়ে যায়।
  • কিন্তু সাধারন মানুষ মনে করে দ্বিন নিয়ে তর্ক করছে? অনেক সোয়াবের কাজ।
  • এ থেকে আস্তে আস্তে তারা তর্ক ঝগড়ার নেশায় পড়ে যায় যেটা থেকে আর চুপ থাকতে পারে না। তর্কে আনন্দ পায়।

    - আনাস রা: এর কথা : দ্বিন নিয়ে তর্ক করা কোনো দ্বিনি কাজ না।

  • আগের বুজু্র্গরা এজন্য দ্বিন নিয়ে তর্ক করতে নিষেধ করেছেন।

    এজন্য কেউ বিদায়াত করলে বা কোরআন হাদিসের বিরোধি কিছু করলেও তার সাথে তর্ক না করে তাকে বুঝাতে চেষ্টা করতেন। সে যদি না শুনে তবে তার পেছনে আর না লেগে তারা চলে আসতেন।

    [ গাজ্জালির কিমিয়ায়ে সাদাত থেকে ] পৃষ্ঠাগুলোর ছবি কমেন্টে।

      Comments:
    • -

    5-Mar-2019 12:44 pm

  • 5-Mar-2019 7:31 pm


    আমি দেখছি একটা ঘুর্নিতে পড়ে যাচ্ছে এতাতিরা। দিনে দিনে আলেমদের প্রতি তাদের বিদ্বেষ আর ঘৃনা বাড়ছে।

    আলেমগন অতীতে কখনো দোষমুক্ত ছিলেন না। কিন্তু দোষ স্বত্বেও তাদেরকেই আল্লাহ তায়ালা দ্বিনের ধারক বাহক বানিয়েছেন। তারা নবী ﷺ এর আনা ইলমকে বহন করে পরবর্তি জেনারেশনের হাতে দিয়ে যাচ্ছেন, যারা দিচ্ছেন তাদের পরবর্তি জেনারেশনকে।

    সব দলের মাঝেই দোষ আছে। কিন্তু অন্য দলগুলোর থেকে আলেমদের মাঝে দোষ সবচেয়ে কম।

    শেষ যুগে আলেমরা হবে দুনিয়ায় সবচেয়ে নিকৃষ্ট? কিন্তু তখন অন্য কোনো দলের কাছেও দ্বিন থাকবে না। কারন ইসলামের নাম ছাড়া তখন আর কিছু বাকি থাকবে না - একই হাদিসের কথা।

    5-Mar-2019 7:31 pm

    5-Mar-2019 10:20 pm


    আরেক ব্যচে অনেককে ব্লক করতে হলো। দুঃখিত।

    আমি শুধু জটিল, বিতর্কিত আর যে ব্যপারে আমি জানি না সেগুলো নিয়ে লিখি।

    সহজ, পজিটিভ কিংবা যা আলরেডি জানি সেগুলো নিয়ে কিছু বলি না সাধারনতঃ।

    তাই আপনি যদি সালাফি ফিকাহর উপর জানতে চান। তবে নেটে অনেক আইডি পাবেন যারা এর উপর লিখছে।

    যদি সুফিজমের উপর জানতে চান তবে নেটে অনেক অনেক আইডি আছে। সার্চ দিলেই পাবেন।

    পজিটিভ কিছু জানতে চান? মটিভেশন? তবে এর জন্যও নেটে আইডি আছে। অনেক না। তবে যথেষ্ট।

    তাই আমাকে ফলো করে লাভ নেই যদি না আপনি বিতর্কিত বিষয়গুলোর উপর একটা মত জানতে চান। এবং বিতর্কিত বিষয়গুলোর উপর আলোচনায় কারো কোনো উপকার নেই।

    স্পেশেলি আপনি যদি নিচের কোনোটা হন তবে আমাকে ফলো করে কিছু বুঝতে পারবেন না। ভুল বুঝা এবং পথভ্রষ্ট হওয়ার আশংকা আছে :

    - এত সেকুলার যে দ্বিনের বেসিক মাসলাগুলো জানেন না। সেক্ষেত্রে।

  • মফস্বল বড় হয়েছেন সেক্ষেত্রে। শহর আর গ্রামের আদব-আখলাক সম্পূর্ন ভিন্ন যেহেতু।
  • ইংরেজি না শিখে থাকলে।
  • বয়স ৩০ এর কম হলে। এখনো আপনার দুনিয়ার আরো জরুরি অনেক কিছু দেখা বাকি যেহেতু।
      Comments:
    • FAQ : "যারা এরকম না, তারা তবে কই যাবে?"
      যা বলছিলাম আর আপনি মিস করেছেন আবারো।
      লক্ষ লক্ষ আইডি আছে আপনি যা চান সেরকম লিখা পোষ্ট করার মতো। সবাই ফলোয়ারের জন্য পাগল হয়ে আছে। এদের খুজে নিয়ে ফলো করেন। আমিও খুজে দিতে পারি যদি আপনি বলেন কি ধরনের পোষ্ট পড়তে চান তা।

    5-Mar-2019 10:20 pm

  • 5-Mar-2019 11:28 pm


    আমাকে নাক উচু মনে হয়?

    কারন হতে পারে দুই জনের মাঝে,

  • বয়সের পার্থক্য।
  • কালচার-সামাজিক পার্থক্য।
  • শিক্ষায় পার্থক্য।

    যেহেতু ইসলাম নিয়ে মাঝে মাঝে লিখি এজন্য সব কালচার থেকেই অনেকে ফলোয়ার হয়। এবং কিছু দিন পরে শকড হয় -- সে এরকম কেন?

    সেটা না করে যদি একটা টপিক নিয়ে লিখতাম। যেমন Tech, Science, Math, Software, Culture, Art বা অন্য যে কোনো কিছু, তখন এই সমস্যাটা হতো না।

    মানুষ একটা পজিটিভ ইচ্ছে নিয়ে আসে। সেটা না পেয়ে আশা হত হয়।

    সেটা না করে শুধু ইসলাম নিযে লিখলে সমস্যা কি?

    সমস্যা হলো তখন অন্য যারা নেটে দাওয়াতি কাজ করছে তারা আমাকে কম্পিটিটর হিসাবে দেখা আরম্ভ করে। আমার পেছনে দল বেধে লাগে। তাদের মার্কেট নষ্ট করছি বলে। আরো বড় কেওস।

    5-Mar-2019 11:28 pm

  • 6-Mar-2019 5:28 am



    "জাহালম" - বিনা দোষে ৩ বছর জেল। সে বার বার বলছিলো আমি ঐ লোক না। আমার নাম ভিন্ন। কিন্তু বিচারক শুনে নি।

    এখন কে এই দোষের জন্য দায়ি সেটা বের করার কম্পিটিশন চলছে। যারা মামলা করেছে, সাক্ষি দিয়েছে সবাই দায়ি।

    কেবল এভিডেন্স বিচার করার দায়িত্ব যে বিচারকের উপর ছিলো সে দায়ি না।


    ইদানিং দেখছি কেমন যেন, আল্লাহ তায়ালা অনেক জুলুমের শাস্তি সরাসরি দিয়ে দিচ্ছেন। দ্রুত।

    হয়তো দেশে এখন আদালত-বিচার নেই। তাই।

      Comments:
    • Context :
      http://mzamin.com/article.php?mzamin=162460
    • আমারো একই অবস্থা। লুপে ফেলে কতবার যে শুনেছি হিসাব নেই। :- )

    6-Mar-2019 5:28 am

    6-Mar-2019 12:33 pm


    "Giving up" is the worst you can do.

    Take the problem lightly in a situation, and you will do better than taking it emotionally.

    This post had an attachment, which is now missing

    6-Mar-2019 12:33 pm

    6-Mar-2019 7:22 pm


    ডঃ জাহাঙ্গির স্যারের কিছু কথা :

    একটা লেকচারে উনি বলছিলেন উনাদের এলাকায় [উত্তর বঙ্গ-দক্ষিন বঙ্গ] ৩ লক্ষ লোক শিয়া হয়ে গিয়েছে। দেড় লক্ষ খৃষ্টান।

    এলাকায় তবলিগের একটা জামাত এসেছে তাদেরকে দাওয়াহ দেয়ার জন্য। কিন্তু মসজিদে উঠতে দেবে না। একটা আহলে হাদিসদের মসজিদে অন্যটা জামাতে ইসলামিদের।

    বাধাদানকারীদের বক্তব্য ছিলো খৃষ্টান হলেও পরে আবার দাওয়াত দিয়ে তাদের মুসলিম করা যাবে, কিন্তু অন্য দলে চলে গেলে আমাদের দলে আর ফিরানো যাবে না।

    এর পর সেই জামাত স্যারের কাছে যায় কি করবো সেটা পরামর্শ করতে।

    এটা ৫ বছর আগের কথা।

    6-Mar-2019 7:22 pm

    6-Mar-2019 8:54 pm


    জাহাঙ্গির স্যারের আরো কিছু কথা :

    উনাকে জিজ্ঞাসা করা হলো : তবলিগে অনেক বিদায়াত আছে, তাই তবলিগে জামাতকে বাতেল বলা যাবে কিনা কিংবা তবলিগে যাওয়া যাবে কিনা।

    উনি জবাব দিলেন : এই ব্যপারে একটা উদাহরন আপনারা অনেক জায়গায় শুনে থাকবেন। এক গামলা পানিতে সামান্য একটু গু মিশিয়ে দিলেন। [বললেন আমি এই খারাপ শব্দটা ব্যবহার না করে "গোবর" বলতে চাচ্ছিলাম কিন্তু গোবর নাপাক কিনা সেটাতে এখতেলাফ আছে।]

    এখন ঐ নাপাকি মিশানোর পরে শুধু ঐ অংশের পানি নাপাক হবে নাকি গামলার সব পানি নাপাক হয়ে যাবে?

    সবাই বললো : পুরো গামলার পানি।

    বললেন : হ্যা। এই উদাহরন দিয়ে সবাই বলে একটু খারাপ হলে পুরোটা খারাপ। এখন আপনি ঐ নাপাক পানি নিয়ে এলাকার পুকুরে ছেড়ে দিলেন। ঐ নাপাক পানির জন্য কি এখন পুরো পুকুরের পানি নাপাক হয়ে যাবে?

    উত্তর : না। [শরিয়তেও এই কারনে পুকুরের পানি নাপাক হয় না]

    উনি বললেন : এটাই উদাহরন। বিশাল জামাতের মাঝে কিছু খারাপ থাকলে পুরো জামাতটা খারাপ হয়ে যায় না।

    6-Mar-2019 8:54 pm

    6-Mar-2019 10:30 pm


    জাহাঙ্গির স্যারের কথা - ৩

    উনি প্রায়ই বলতেন : যারা বলে দ্বিন ইসলাম শেষ হয়ে যাচ্ছে। মুসলিমদের অধিকাংশ কাফের বা গোমরাহ হয়ে গিয়েছে। তাদের কথা ভুল। দ্বিন ইসলাম শেষ হয়ে যাচ্ছে না। এত সহজে দ্বিন শেষ হবে না।

    উনি বলতেন : তাদের জিজ্ঞাসা করেন রাসুলুল্লাহ ﷺ ব্যর্থ নবি ছিলেন কিনা? এত কষ্ট করে এমন দ্বিন কি উনি রেখে গিয়েছেন যার অনুসারিদের অধিকাংশ লোকেই গোমরাহ? বা কাফের?

    বলতেন : সমস্যা এই কথা যারা বলে তাদের মাঝে। মান কালা হালাকান নাস, ফাহুয়া আহলাকাহুম। হাদিস, যে বললো মানুষ ধ্বংশ হয়ে গিয়েছে, সে নিজে তাদের মাঝে সবচেয়ে বেশি ধ্বংশ প্রাপ্ত।

      Comments:
    • FAQ : উল্টো যুক্তি "আপনি কি তাহলে বলতে চান, যে নবিদের ..."

      বাকিটা আর লিখলাম না। তবে কেউ না কেউ এই সব হাবিজাবি প্রশ্ন নিয়ে আসবে। "খুব বুদ্ধিমানের মতো প্রশ্ন করেছি" ধারনা করে।

    6-Mar-2019 10:30 pm

    7-Mar-2019 6:26 am


    ফোকাসটা থাকবে নামাজের দিকে। দ্বিনের মাসলা মাসায়েলগুলো জানা আর মানার দিকে।

    এখানেই ইসলামি দলগুলোর ক্রেডিট। তাদের সংগে এসে বেনামাজিরা নামাজি হচ্ছে। গাফেল, মানে মুসলিম হয়েও যার ইসলাম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ছিলো না, সে দ্বিন সম্পর্কে জানছে।

    এখানে দলগুলোর ডিসক্রেডিট যে প্রতিটা দলের বিশ্বাস - শুধু নামাজি যে হলো সে ধ্বংশ প্রাপ্ত হয়ে গেলো। কারন মুসলিমদের মূল কাজ নামাজ না। বরং তাদের উদ্যেশ্য ভিন্ন কিছু যার জন্য তারা কাজ করছে। দলটা নামাজি বানানোর জন্য কোনো দল না।

    7-Mar-2019 6:26 am

    7-Mar-2019 12:43 pm


    Trump's trade war is backfiring.

    Ironically, the most suffered ones are the mid-western farmers, his key supporters, who used to export their harvest to China. Which has now stopped.

    And todays news : USA's trade deficit hits all time high in history.

    Add with it the spectacular failure in negotiation with N. Korea. And how Trump has now switched to threatening more sanctions instead of success-declaration.

    Twitter diplomacy failure.

    This is what you get into if you rule by popular metrics. Gut felling instead of statistics.

      Comments:
    • http://fortune.com/2019/03/06/us-trade-deficit-record-high/

    7-Mar-2019 12:43 pm

    7-Mar-2019 2:37 pm


    Discovered moarbd.com

    Work space for freelancers. Priced from 2k to 15k per month.

    You pay this monthly feee. They give you a work area with wifi, generator and air cool. Extra are locker, dinning, mail and guest reception.

    Center looks like positioned in Banani. New branch in Dhanmondi.

    Looks good. Never visited any such, though.

      Comments:
    • http://www.moarbd.com/
    • not sure what defines workplace-sharing.

    7-Mar-2019 2:37 pm

    7-Mar-2019 11:04 pm


    Reminder : আজকে মধ্যপ্রাচ্যের হিসাবে রজবের প্রথম রাত।
    প্লাস, আজকে জুমা রাত।

    বাংলাদেশ-পাকিস্তানে ইনশাল্লাহ কালকে রাত হবে রজবের রাত।

    সুফি কিতাবে [গুনিয়াত/উলুমুদ্দিন] রজবের প্রথম রাতের ইবাদতের ফজিলত বর্নিত আছে। ২৭ এর তেমন কোনো উল্লেখ নেই। যদিও আমাদের দেশে ২৭ এর গুরুত্ব দেয়া হয় বেশি। ১ম রাতের তেমন কোনো খবর থাকে না।

    7-Mar-2019 11:04 pm

    8-Mar-2019 6:27 am


    KSA report :

    The king visited Egypt this Feb.

    His guard was suddenly replaced by hand picked royal 30 person flown from KSA while he was on trip.

    On return the crown prince didn't arrive at the airport to receive him, which is a normal protocol.

    And during his visit the crown prince appointed two personals on important ranks which the king disagreed with previously.

    Shows a rift between the two. The father and the son.

      Comments:
    • https://www.theguardian.com/world/2019/mar/05/fears-grow-of-rift-between-saudi-king-salman-and-crown-prince-mohammed-bin-salman

    8-Mar-2019 6:27 am

    8-Mar-2019 11:34 am


    এই জিনিসগুলো আগে চোর বাটপার অসৎ ঘুষখোর লোকেরা করতো। তাই এই ব্যপারে কোনো ফতোয়া দেয়ার দরকার ছিলো না। তারা হারামকে হারাম জেনেই করতো।

    এখন করে আল্লাহ ভীরু, আলেম-মুফতি, তাকওয়াবান লোকেরা। হারামকে নিজেরা জায়েজ করে নিয়ে।

    "আমানতদারির" আরেকটা বিশাল পতন। এবং বাংগালির আমানতদারি ৭০ দশক থেকে দেখে আসছি।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • Too busy. No time for extra work. But there is no shortage of programmers in Dhaka.

    8-Mar-2019 11:34 am

    8-Mar-2019 3:46 pm

    8-Mar-2019 3:51 pm


    2011 vs 2019.
    On the same spot.


    8-Mar-2019 3:51 pm

    8-Mar-2019 9:19 pm


    MJ.
    Now being banned on radio and more.
    As accusations against him are coming out all to be true.
    There goes another one of my childhood heroes.

    "And be careful what you do
    Cause the lie becomes the truth."

  • Billie Jeans.

    8-Mar-2019 9:19 pm

  • 9-Mar-2019 6:24 am


    Life span of human still at 120 years. What science may have done is making more people reach that limit, but the old limit is still there. And humans can't live to pass it.

    9-Mar-2019 6:24 am

    9-Mar-2019 7:48 am


    Stars in our galaxy aren't static. Rather moving around quickly like fishes in a tank. Our sun has already passed though the center of our galaxy 50 times.

    There in comes another twist. If there were other intelligent life forms in the universe they wouldn't need to have invented long range interstellar travel to colonize the universe. They could have just hopped to the nearest star and colonized it all.

    The only reason we don't see them is that, humans are the only life form in the visible universe. There's no one else out there. That's Hart's theory.

    9-Mar-2019 7:48 am

    9-Mar-2019 12:59 pm


    নাউজুবিল্লাহ,
    মুফতি ইজহার এগুলো কী বলছে!
    হুবহু ভণ্ড দেওয়ানবাগির সাথে মিলে যাচ্ছে তার কথা!

    আল্লাহ পাক বলেছেন,
    সাদ কান্ধলভী বিশ্ব আমীর!
    _______মুফতী ইজহার ।

    চট্টগ্রাম লালখান বাজার মাদ্রাসার পরিচালক, আল্লামা মুফতি ইজহার বলেছেন, আল্লাহর শপথ সাদ হক্বের উপর রয়েছেন।
    আজ (০৮/০৩/১৯ইং) জুমার পূর্বে লালখান বাজার মসজিদে প্রদত্ত বয়ানে তিনি বলেন, বর্তমান সময়ে যখন পুরো মুসলিম জাতি বিভ্রান্তির বেড়াজালে আবদ্ধ, আমি খুবই চিন্তিত ও মর্মাহত।
    এমতাবস্থায় একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ও হযরত খিজির আলাইহীস-সালাম স্বপ্নে আমার কাছে আসেন। রাসূলুল্লাহ সাঃ আমাকে বলেন, ইজহার!
    সাদ হকের উপর রয়েছেন। সমস্ত গাউস, কুতুব ওলী, আবদাল তার পক্ষে রয়েছে।
    এটা তুমি দুনিয়ার সমস্ত মানুষের কাছে জানিয়ে দাও!

    অতঃপর কিছুদিন পর স্বপ্নে আমার সাথে স্বয়ং আল্লাহ পাকের দিদার লাভ হয়।
    দীর্ঘ দুই ঘন্টা যাবত আল্লাহ পাকের সাথে আমার কথোপকথন হয়েছে।
    এতে বিভিন্ন বিষয় আলোচনা হয় তার মধ্যে অন্যতম হলো, আল্লাহ তাআলা বলেন, সাদ বিশ্ব আমির।
    তিনি হকের উপর রয়েছেন। তার সাথে সমস্ত অলি, গাউস, কুতুব ও আবদাল রয়েছে।
    তিনি আরো বলেন, আল্লাহ তাআলা তাকে স্বপ্নে সাদ কান্ধলভীর ব্যবহারীত দস্তরখান, জায়নামাজসহ আরো বিভিন্ন জিনিস দেখিয়েছেন।
    অবশেষে তিনি কসম করে বলেন, আল্লাহর কসম সাদ ''বিশ্ব আমির।"

    সূত্র; ছোট ভাই তাওহীদুল ইসলাম (হাতিয়া) ছাত্র, দারুল হাদীস দারুলউলুম হাটহাজারী । সে ইজহার সাহেবের জুমার পূর্বের বয়ানটি নিজ কানে শুনে এসে আমার কাছে বর্ণনা দিয়েছে।
    হুবহু তার বর্ণনাই আমার এপোষ্ট।
    (আল্লাহ পাক হেফাযত করুন)

    সূত্র : ali bin jakir

    _________________________

    প্রশ্ন : আলমি /হযরতজির শুরা বানানোর পরামর্শটি পাকিস্তানে হল কেন ?
    তারা বলে যারা আলমি /হযরতজির শুরার পক্ষে কথা বলে, সাদ কে আমির মানে না তারা হেফাজতি পাকিস্তানি।
    আসল ঘটনা কি ?

    উত্তরঃ আলমি শুরা নিজামুদ্দিনের না হয়ে পাকিস্তানের হওয়ার কারণ নিম্নে প্রদত্তএকটি বিষয় সবার জানা থাকা খুবই দরকার যে আলমি মাশোয়ারার স্থান হল তিনটি-

    টঙ্গী ইজতেমা

    রাইবেন্ডের ইজতেমা

    প্রতিবছর হজের মৌসুমে মক্কা মদিনা শরীফ

    এই তিন জায়গা হওয়াও একটি প্রেক্ষাপট রয়েছে ।
    তাহলো এই তিন জায়গায় সারা আলমের জিম্মাদার হযরত আসার সুযোগ পান।
    আবার সবাই আসেন। কারণ মুসলিম রাষ্ট্র হওয়ায় ও তাবলীগের সবচেয়ে বড় প্রোগ্রাম বাংলাদেশ ও পাকিস্তানে হওয়ায় ভিসা একেবারে সহজ ।

    অপর দিকে নিজামউদ্দিন এর ভিসা পাওয়া কঠিন।
    সেখানে কোন আলমি প্রোগ্রাম হয় না।
    পাশাপাশি ভারত রাষ্ট্র হিসেবে অমুসলিম তাই সেখান থেকে মুসলমানদের ভিসার ব্যাপারে কড়াকড়ি করা হয়।
    এরকম আরো বহু হেকমতের কারণে মুরুব্বিগণ এই স্থানগুলোকে আলমি মাসোয়ারার স্থান নির্ধারণ করেন ।

    যাহোক এটা কোন ব্যাপার নয় ব্যাপার হলো মাসোয়ারা পাকিস্তানে হলে পাকিস্তানি হয়ে যায় কিন্তু আরবে হলে আরবি হয় না ?
    বাংলাদেশ হলে বাংলাদেশি হয় না কেন ?

    সাদ,ওয়াসিফ, নাসিম সহ অন্যান্যরাও পাকিস্তানের মাসোয়ারায় অংশগ্রহণ করেছেন।
    তাই কি তারা পাকিস্তানি হয়ে গেছেন ?

    বাংলাদেশের ওলামায়ে কেরাম সাদ কে না মানার কারণে যদি হেফাজতি হয়ে যায় তাহলে মাওলানা আহমেদ লাট সাহেব ,মাওলানা ইব্রাহিম সাহেব, মাওলানা ইয়াকুব সাহেব ,মাওলানা শেখ গাসসান , শেখ রাইয়ান ,শেখ ইউনুস বিন তিউনিস সহ সারা আলমের এর মানুষ কি হেফাজত হয়ে গেছে ?

    হেফাজতি হলে অসুবিধা কি ? হেফাজত নাস্তিকের বিরুদ্ধে আন্দোলন করেছে ?
    সাদ ভক্তরা কি নাস্তিকদের পক্ষে আন্দোলন করেছে ?

    এবার আসুন আসল কথার দিকে, মাওলানা যোবায়েরুল হাসান (রঃ) সাহেবের ইন্তেকালের পর সাদ মাঠ খালি পেয়ে নিজেকে আমির দাবি করেন ।
    বিভিন্ন সময় বয়ান, তালিম, ও জোড়ে সরাসরি ইশারা ইঙ্গিতে নিজেকে আমির মানার জন্য সাথীদেরকে দাওয়াত ও উৎসাহ দেন ।
    ক্রমে ক্রমে তিনি এর উপর একটি বাহিনী গঠন করেন ।
    যারা সর্বদা সাদের দাবি-দাওয়া বাস্তবায়নে তৎপর থাকবে । জায়গায় জায়গায় সাদ কে বিশ্ব আমির বলবে।

    এমন একটি ঘটনা আমার সাথে ঘটেছিলো ২০০১ সালে।
    ২০-২৫ জনের একটি জামায়াত বাংলাওয়ালী মসজিদ এর তৃতীয় তলায় আমাকে ধমকাতে লাগলো।
    বলতে লাগলো আপনি বিশ্ব আমিরকে মানেন না।
    তখন তো মাওলানা জোবায়েরুল হাসান সাহেব ও জীবিত ছিলেন। আমি বললাম, এখন তো কাজ শুরাই নেজামে চলতেছে।
    এরূপ মনে হচ্ছিল যেন, আমাকে তাড়া খেয়ে ফেলবে। এরপর আমি তর্ক বন্ধ করে চুপ হয়ে গেলাম।

    এই সফর শেষে যখন আমি মাজাহির উলুমে মাওলানা তালহা বিন শেখ জাকারিয়া কাছে গেলাম ।

    তখন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন “কোথা থেকে এসেছো”।

    আমি বললাম “নিজামুদ্দিন”।

    তখন আমাকে বললেন “ সাদের কাছে গিয়েছিলে”?

    আমি বললাম “হাঁ” ।

    তখন তিনি আমাকে বললেন “সাদের কাছে গোমরাহ হতে গিয়েছিলে”?

    আমি আগের তর্ক ও শেখ সাহেবের এই কথা শুনে অবাক হয়ে গেলাম এবং মনে মনে ভাবলাম আসলেই নিজামুদ্দিনে একটা কিছু চলছে ।

    ১৮ আগস্ট ২০১৫ তারিখে ইউপি জোড় শেষে দোয়া ও মুসাফা নিয়ে সাদ ও মাওলানা জোহায়রুল হাসান এর মাঝে কিছু তিক্ততা দেখা দেয়।
    যার পর ২০/০৮/২০১৫ তারিখে কয়েকজন জিম্মাদার এর মাঝে সংঘাতের মতো পরিস্থিতির সৃষ্টি হয়।
    এই বিষয়টি মীমাংসার জন্য মুহতারাম নেসার সাহেবের নেতৃত্বে বস্তি নিজাম উদ্দিন এর একটি প্রতিনিধি দল ২৩/০৮/২০১৫ তারিখে বাংলাওয়ালী মসজিদে মাসোয়ারায় আসেন।
    ওই মজলিসে বিষয়টি নিয়ে কথা শুরু হওয়া মাত্রই শোরগোল সৃষ্টি হয়।
    কথা কাটাকাটির এক পর্যায়ে সাদ বলেন “আমি আমির ‘’।
    উপস্থিত একজন উত্তর দেন “আপনি আমির নন “।

    সাদ উত্তর দেন “আপনি যদি না মানেন মানবেন না’’।

    উত্তর আসে “আমরা মানি না’’।

    তখন সাদ রাগান্বিত কন্ঠে বলেন “না মানলে জাহান্নামে যাও ।
    আমি যা ইচ্ছা করব।
    আল্লাহর কসম আমি তোমাদের সবার আমির”।

    ঘটনার এক পর্যায়ে তারা কোনো সমাধান করতে না পেরে উঠে যান ।
    এরপর থেকে মাওলানা সাদ এর সমর্থকরা জনগণের মাঝে ধোকা দিয়ে তাকে আমির প্রমাণ করতে একের পর এক ঘৃণ্য চেষ্টা করে যাচ্ছে ।

    সাদ নিজেও বলতে থাকেন যে “ আমার মতে যে লোক গণ্ডমূর্খ সে একথা বলে যে এখানে কোন আমির নেই ।
    এখানে কোন বড়ই নেই।
    মিথ্যা কথা, শতভাগ মিথ্যা কথা।”

    তিনি নিজেকে আমির ও বড় মনে করেন ।

    এই ঘটনার পর পুরনো সাথীরা বারবার মৌখিক আলোচনা ও লিখিত পত্রের মাধ্যমে বিষয়টি সুরাহা করার চেষ্টা
    করেন ।
    কিন্তু সাদের কারণে সমাধান হয়নি।
    সর্বশেষ আড়াই মাস পর তথা নভেম্বর ২০১৫ রায়বেন্ডে ইজতেমা অনুষ্ঠিত হয়।
    এই ইজতেমায় বিশেষভাবে স্থান পায় এহেন পরিস্থিতির বিষয়টি।
    তাই সার্বিক বিবেচনায় পৃথিবীর বিভিন্ন দেশের জিম্মাদার সাথিরা এই কথার উপর একমত হন যে ,মাওলানা এনামুল হাসান (রঃ) রেখে যাওয়া ১০ সদস্যবিশিষ্ট শুরার মাত্র দুইজন বাকি আছে এবং নিজাম উদ্দিন এর পাঁচ সদস্যের শুরার মধ্যে একজন বাকি আছে তা পূরণ করা হবে।
    তারপর মুরুব্বী সাথীরা সংখ্যা বাড়ানোর প্রস্তাব দিলে তা বাড়িয়ে ১৩ জনে উন্নীত করা হয়, এর ৫ জন হিন্দুস্তান, ৫ জন পাকিস্তান এবং ৩ জন বাংলাদেশি। শুরার গঠন প্রক্রিয়া শেষ হওয়ার পর মাওলানা সাদ সাহেবের কাছে দিলে তাকে তাতে স্বাক্ষর করতে বারবার বলা হলেও তিনি তা মানেননি বরং তিনি বলেন কাজ যেভাবে চলছে সেভাবেই চলবে।

    এভাবে আলমী শুরার পরামর্শ পাকিস্তানে হয় ।

    #মুফতি জিয়াউর রহমান কাসেমী মাযাহেরী
    ফাযেলে দারুল উলুম দেওবন্দ ও মাযাহির উলুম সাহারানপুর, ভারত

    _______________

    "মোটকথা যেহেতু গুমরা সাদ নিজে আমিরত্ব চাননি এবং হননি।
    বরং(উলুল আমর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাই তাকে(উলুল আমর বানান)দায়িত্ব অর্পণ করেন। আজ উলুল আমরের কর্তৃত্ব তার হাতেই ন্যস্ত।
    সারা পৃথিবীতে কোনো বড় বা ছোট ব্যক্তির মধ্যে এই উলুল আমরের সম্পর্ক ও কর্তৃত্ব নেই। সুতরাং যে তার বিরোধিতা করবে সে বিদ্রোহী ও ফেতনা সৃষ্টিকারী হিসেবে গণ্য হবে।
    যাকে অবশ্যই মৃত্যুদণ্ড যোগ্য ব্যক্তি হিসেবে গণ্য করা হবে। পবিত্র শরিয়তে কুরআন-হাদিসের আলোকে বিষয়টি পরিষ্কার।
    এবং এই নির্দেশনা বাস্তবায়নের জন্য ইসলামি শাসন ব্যবস্থার প্রয়োজন নেই। …"

    সুত্রঃ পৃঃ-১৬, ‘আল ইমারাতু হিয়াস সুন্নাহ’, আবদুল্লাহ মনসুর।
    [বিঃদ্রঃ এই বইটির কেবল যদি ভাষা সম্পাদনা করা হয়, তাহলে লাল কালির ভীড়ে কালো কালি খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। ]

    নাসিমের পরামর্শ,
    আবদুল্লাহ মনসুরের এলেম,
    আর গুমরা সাদের দোয়া...

    এই তিন জিনিসের সম্মিলন হল এই কুখ্যাত বইটি।
    আবদুল্লাহ মনসুর এই বইটি ২০১৭ সালের ইজতেমার সময় গুমরা সাদের সামনে অপস্থাপন করে।
    গুমরা সাদ এই বই দেখে আনন্দে বলে উঠেন, "দেখ এক বাঙালী মাওলানা কি লিখে এনেছে...!
    তোমরা এতদিনে কি করলে...!"

    9-Mar-2019 12:59 pm

    9-Mar-2019 2:23 pm


    Felling like : তবলিগের ফিতনা দ্বিতীয় পর্বে প্রবেশ করছে। শেষ হতে আরো অনেক বাকি।

    এর পরের গুলো সম্ভবতঃ হবে সশস্র।

    - কাকরাইলে ১ বছর আগের "লাল চিঠি"। আমিরকে মেনে নেন নয়তো মুক্তিযোদ্ধার ছেলেরা আপনাদের ফাসি দেবে।

  • "আল ইমারাত হিয়াস সুন্নাহ" বই। আমিরকে যারা মানে না তাদের কতল করা হুকুম। এর জন্য প্রশাসনের দরকার নেই।
  • পাকিস্তানে চলমান হত্যার হুমকি ধামকি।

    এটা দেখতে হবে যে কোনো গ্রুপের স্বল্প কিছু লোকও যদি বিপক্ষকে কুফরি ফতোয়া দেয়। তবে সংঘর্ষ লেগে গেলে ঐ গ্রুপের মেজরিটি ঐ কুফরি ফতোয়াকে অনুসরন করবে। কারন এ দ্বারা তাদের সংঘর্ষ বৈধতা পায়। "আমরা দ্বিনের জন্য কতল করছি, এবং এটা ওয়াজিব। আমরা এর জন্য সোয়াব পাবো।"

    ১৯৮০ এর দিকে শ'তে এক জন আলেম পেয়েছিলাম যে বলেছিলো "গনতন্ত্র কুফর"। ধারনা করেছিলাম এটা উনার ব্যক্তিগত এক্সট্রিম মত। যতক্ষন না ২০০০ এর দিকে এসে মতটা এত প্রচার পেলো যে কিছু মানুষ ব্যংক লুট করা আরম্ভ করলো গার্ডদের হত্যা করে। "গনতন্ত্র কুফর" এই ফতোয়ার উপর ভিত্তি করে কাজটাকে জায়েজ করে নিয়ে।

    Keep watching.

    9-Mar-2019 2:23 pm

  • 9-Mar-2019 6:40 pm


    কিছু জিনিস আছে না জানাই ভালো।
    কিছু জিনিস না পড়াই ভালো।
    কিছু না দেখাই ভালো।

    যদিও মানুষ বলবে এগুলো পড়েন, এটা দেখেন, এটা জানেন।

    পৃথিবীর সকল দুঃখ কষ্ট জুলুম যদি সারা দিন আমার চোখের সামনে ভাসতে থাকতো তবে কোনো ইবাদত করার মত মন আমার থাকতো না।

    যে যা বলে সব ইলম অর্জনের পেছনে যদি আমি ছুটতে থাকি তবে বেসিক ইলম যা শিখেছিলাম তার উপর আমলের সুযোগও পাবো না।

    "কিন্তু সারা দিন যে মানুষ বলে এটা জানেন, এটা পড়েন, এটা দেখেন?"

    পড়বো না, দেখবো না, জানবো না বলতে পারাটা শিখতে হবে। নির্লজ্জ ভাবে।

    যদিও এর পর সে বলবে "অপনি অজ্ঞ" "পলাচ্ছেন" "যার লজ্জা নেই সে যা ইচ্ছে করতে পারে"।

    আবারো,
    হাশরের দিন বিচারে আমার সমালোচনা কারিদের আমার পাশে পাবো না।
    আমার জবাব আমাকে দিতে হবে।

    আমার ভালো মন্দের দায় সে নিবে না।

      Comments:
    • FAQ : "দেখেন আপনার মুখোশ উন্মোচন করে একটা পোষ্ট লিখেছি। এইখানে লিংক। পড়ে দেখেন। এখন আপনি কি জবাব দেবেন? আমরা আছি আপনার জবাবের অপেক্ষায়। আর তামাশা দেখার জন্য।"

      উত্তর : দোয়া করবেন হুজুর। আর ভুল বেয়াদবি মাফ কইরা দিয়েন।

    9-Mar-2019 6:40 pm

    10-Mar-2019 12:14 am


    How should you respond when someone says "I love you for the sake of Allah"?

    You say back "May Allah love you".

      Comments:
    • http://www.daruliftaa.com/node/6328?txt_QuestionID=
    • indeed.

    10-Mar-2019 12:14 am

    10-Mar-2019 2:05 pm


    I would have liked to title it "AOC for president". Why not? If Trump can, any weird one can. Was keeping my hopes high for a Socialist America.

    Until I read that she can't run for presidency. As there is an age limit of 35. And she's only 30.

    Bad luck. Maybe next time.

      Comments:
    • I would love to see some weird one, instead of those normal ones.

    10-Mar-2019 2:05 pm

    10-Mar-2019 2:44 pm


    গত ডিসেম্বরে CEC মহোদয়ের cool face, clear words and stone embedded personality দেখে ধারনা করেছিলাম either he is a stupid, or a genius.

    Now a single slip of tongue, and we know he is a genius.

    10-Mar-2019 2:44 pm

    10-Mar-2019 9:45 pm


    অনেকদিন ধরে ছুন্নি ভাইদের ফলো করে যা জানলাম :


    প্রথমতঃ উনাদের মাঝে দল আছে। দলগুলোকে বলা হয় "দরবার"। যেমন সালাফি ভাইদের জন্য "মানহাজ"। দরবারে দরবারে দ্বিমত দ্বন্ধ আছে।

    কিন্তু উনাদের বন্ডিং শিক্ষা হলো "রাসুলুল্লাহ ﷺ নূরের তৈরি"।

    উপরের শিক্ষাটা যদি কেউ অস্বিকার করে তবে সে ছুন্নিয়াতের বাইরে। নিজেদের মাঝে যত দ্বন্ধ থাকুক না কেন এই একটা ব্যপারে সবাই একমত। তাই এটাকে সুন্নিয়াতের ডেফিনিশন বলা যায়। যেমন সালাফিদের ডেফিনিশন হলো "আল্লাহ তায়ালা শুধু মাত্র আরশের উপর।"

    এর উল্টো ব্লাসফেমাস কথা হলো "রাসুুলুল্লাহ ﷺ আমাদের মতো মানুষ ছিলেন" এই কথাটা। যেরকম সালাফি ভাইদের ক্ষেত্রে "আল্লাহ তায়ালা সর্বত্র আছেন" এই কথাটা ব্লাসফেমাস।


    ছুন্নিরা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ন characteristic ধরে "আদব"-কে। সালাফিরা যেরকম "আকিদা"-কে।

    তবে আদবের ক্ষেত্রে তাদের কিছু ডিফাইন্ড পয়েন্ট আছে, যে পয়েন্টগুলোতে নির্দিষ্ট ভাবে আদব দেখাতে হবে। এটা না জেনে সর্বত্র আদব দেখাতে গেলে বিপদে পড়তে হবে।

    এরকম বেশ অনেকগুলো চেইন পেয়েছি যেখানে ভুল জায়গায় আদব দেখাতে গিয়ে কেউ বিপদে পড়ে গিয়েছে। এগুলোর উপর পরে লিখার ইচ্ছে আছে। কিন্তু কাউকে offend না করে কি করে বলা যায় সেটা ভাবছি।

    #hTasauf

      Comments:
    • ক্রেশের ব্যপারে এখনো কোনো খবর আসে নি। কেন হলো।
    • Lets wait for the crash report. Or at least some hint on why.
    • কোনো পীরের নাম জানা নেই। আমি শুধু বই পড়ি।
    • এহইয়ায়ে উলুমুদ্দিন, কিমিয়ায়ে সাদাত, ফাজায়েলে জিকির, কোরআন, দুরুদ, সাদাকাত। এর বাইরে আর তেমন কিছু পড়ি নি।

    10-Mar-2019 9:45 pm

    10-Mar-2019 10:28 pm


    Free discussion :

    আগেই বলে নিচ্ছি
    আমি আলেম না। তাই মাসলা জিজ্ঞাসা করে লাভ নেই।

    ব্যক্তিগত জীবনে হানাফি/দেওবন্দি। তাই এর বাইরে অন্য কিছু আমার জানা নেই। বা জেনে অনুসরন করা নিজের জন্য জরুরী মনে করি না।

    আর কিছু discuss করার থাকলে নিচে করতে পারেন।

      Comments:
    • ^ ভন্ডদের পরিচয় হলো এরা নামাজ পড়ে না। পড়লেও দেখানোর প্রয়োজনে মাঝে মাঝে পড়ে। ব্যক্তি জীবনে একজন যত ভালো কথা বলুক না কেন, সে যদি স্বতস্ফুর্ত ভাবে নামাজ না পড়ে তবে সে ভন্ড। বিশ্বাস করলে প্রতারিত হবেন নিশ্চিৎ। এটা আমি বলে দিতে পারি।

    10-Mar-2019 10:28 pm

    11-Mar-2019 12:04 am


    Watched the documentary on the fall of Theranos. The largest scam in history. This one names one Richard Fuisz who played the key role in exposing it all. Don't know if this is the same Richard Fuisz that I know of.

    Anyway good documentary on how far manipulation can take you.

    https://www.youtube.com/watch?v=3CccfnRpPtM

    https://www.youtube.com/watch?v=3CccfnRpPtM

      Comments:
    • May Allah love you.
    • It's soothing to know that Chinese aren't having it better than Bangalis.

    11-Mar-2019 12:04 am

    11-Mar-2019 7:21 am


    Looks like Ethiopian and Indonesian crashes were similar.

    Both are 737 MAX. New jets, 6 months in service. Crashed within 10 minutes of takeoff. And were struggling to maintain vertical speed.

    The other possibility might have been Al-Shabab attack, or technical incompetence. But Ethiopian airline is one of the best maintained airline which follows every safety procedure.

    Meanwhile China has grounded all its 737 MAX planes. So has another US airline.

    11-Mar-2019 7:21 am

    11-Mar-2019 4:12 pm


    মুফতি জিয়া বিন কাসেম দেশের সকল এতাত পন্থি মাদ্রাসার মুহতামিম-উস্তাদ দুইজনকে ডেকেছিলেন জোড় করার জন্য -- এটা পড়েছি আগে। তখন ভাবছিলাম মসজিদে জায়গা হবে? নাকি ছোট প্যন্ডেল টাংগাতে হবে?

    আজকে নেটে মজমার ছবি - মোট ১০ জন হাজির।

    এখন এটা ফেইক হতে পারে। অনেক কিছু হতে পারে। কিন্তু খুব একটা আস্থা রাখতে পারছি না তাদের উজতেমার আগের হাক-ডাক আর পরের অবস্থা দেখে।


    কোনো প্রোপাগান্ডা ওয়ারে যে পক্ষে সবচেয়ে বেশি প্রোপাগান্ডা চালাবে তারা দুই পক্ষের মাঝে বেশি পথভ্রষ্ট -- এটা জানি। আমাদের চেতনা বাদিদের কাছ থেকে।


    প্লেন ছিলো কয়েকদিন আসরের নামাজ কাকরাইল মসজিদে পড়ে দেখবো আসলে অবস্থা কি। কিন্তু আমাকে ধরে ক্যমেরার সামনে বসিয়ে "দেখেন এই লোক এজেন্ট, ধরা হয়েছে। বলেন আপনার নাম কি? কেন এসেছেন? আমরা রেকর্ড করছি..." -- এতাতি ইজতেমায় যেমন করেছিলো এই কাজ আমার সাথেও করে কিনা, এই ভয়ে কাকরাইলেও যেতে পারছি না।

    কে বলবে দুই বার আমার অফিস ছিলো কাকরাইলে কাছে। এবং মসজিদে জোহর মিস করলে প্রায়ই কাকরাইলের জামাত ধরতাম।

    Those were the days.

    11-Mar-2019 4:12 pm

    11-Mar-2019 6:52 pm


    অনেকগুলো ইংলিশ পোষ্ট দিয়ে এখন "সো কলড ইংলিশ বাবু" মুড থেকে এর পর "সো কলড সুফি" মুডে আবার প্রবেশ করার ইচ্ছে করছি।

    Q. "কিন্তু আপনার মুখোশ উন্মোচনের জন্য আমরা যারা আছি তাদের কি হবে?"

    মুখোশ উন্মোচনের জন্য আমার আরো বেসিক অনেক সমস্যা আছে।

    যেমন "আমি কুফরি গনতন্ত্রকে কুফরি বলে বিশ্বাস করি না" -- এটা নিয়ে আমার মুখোশ উন্মোচন করতে পারেন।

    এর উপর আছে "নিজেকে মডারেট পরিচয় দেয়া"। তাই "সো কলড মডারেট" দিয়ে আরম্ভ করতে পারেন।

    Q. "গুড। এখন আপনার বিরুদ্ধে একটা পোষ্ট লিখেছি। লিংকটা কি আপনার কমেন্টে শেয়ার করতে পারি?"

    না। বরং আপনারা যারা "বড় ভাই" রোলে আছেন তারা যার যার অনুগতদের পড়ান। এটা কাজে দেবে। তারা আপনার অনুগত থাকবে।

    আমার এখানে লিংক দিয়ে লাভ নেই।

      Comments:
    • // trolling.

    11-Mar-2019 6:52 pm

    11-Mar-2019 8:58 pm


    Looks like Elizabeth Holmes' story has been made into a film "The Inventor".

    Wondering whether Richard Fuisz's role will be there. And how that will be presented and by whom.

    Film to be released next week. Trailer in comment.

      Comments:
    • https://www.youtube.com/watch?v=wtDaP18OGfw

    11-Mar-2019 8:58 pm

    11-Mar-2019 10:02 pm


    কতটুকু ইলম দরকার :


    মাও: আশরাফ আলি থানভির ধারার একটা বই পড়ছিলাম। সেখানে লিখা কতটুকু ইলম থাকলে একজনকে আলেম বলা হবে?

    বললো : তিনটা জিনিস থাকতে হবে। যতটুকু আমার মনে পড়ে।

    ১। প্রয়োজনিয় মাসলা মাসায়েলের ইলম আছে।
    ২। মিশকাত শরিফ দরস দিতে পারেন।
    ৩। কোরআন শরিফ ৫ পারা মুখস্ত আছে।

    এর নিচে ইলম থাকলে সে আলেম না।

    11-Mar-2019 10:02 pm

    12-Mar-2019 12:58 am


    Not so funny pics.


    Men


    Women


    No message. Just laugh.


    As usual, out of context.


    For football fans.

    12-Mar-2019 12:58 am

    12-Mar-2019 1:30 am


    Trump calls "Tim Cook" as "Tim Apple"
    The internet goes bonkers.
    Tim Cook changes his Twitter name to "Tim ", Tim Apple.
    Now Trump has responded back : "It's all fake news people".

    https://twitter.com/realDonaldTrump/status/1105109329290686464

    https://twitter.com/realDonaldTrump/status/1105109329290686464

      Comments:
    • ^ এরকম না করে তবে আমাদের কি করতে বলবেন?

    12-Mar-2019 1:30 am

    12-Mar-2019 8:34 am


    Finding square root of a numbers in your head.

    Looks like it works fine.

    sqrt(20) = gives a result of 4.5 in a single iteration.
    Actual is 4.47.

    Result squared back to original is 20.25.
    Which is within 1% of the original.

    The key part is :
    correction = difference / (2*approximate square root)

    12-Mar-2019 8:34 am

    12-Mar-2019 1:42 pm



    সা'দ সাহেবের পক্ষে অনেক যুক্তি আছে। আমি নিজেও দেখাতে পারি। ইংরেজিতে কিছু লিখেছিলাম।

    আবার বিপক্ষেও অনেক যুক্তি আছে। যেগুলো বাংলায় দিয়েছি।

    কিন্তু যুক্তির থেকে বেশি ঝুকে মানুষের অন্তর। অন্তরের ঝোক ৬০%, যুক্তি বাকি ৪০%।

    যার অন্তরের ঝোক যে দিকে। এটা যুক্তি দিয়ে স্থায়ি ভাবে পরিবর্তিত হয় না। কিছু দিন সামান্য অন্য দিকে ঝুকতে পারে, কিন্তু আবার যেদিকে যার অন্তর টানে, সে সেই দিকে ঝুকে পড়বে।


    আরো সাধারন ভাবে দেখলে অন্তরের এই ঝোকের কথা সৃষ্টির প্রথমেই মানুষের মাঝে দিয়ে দেয়ার কথা আছে। কারো ঝোক জান্নাতের দিকে কারো জাহান্নামের দিকে। সৃষ্টির সময়ই। যার জাহান্নামের দিকে সে জীবনে প্রচুর নেক আমল করতে পারে। কিন্তু নিশ্চিৎ জান্নাতি হবার আগে তার অন্তরের ঝোক চলে যাবে জাহান্নামের দিকে। সে খারাপ পথে গিয়ে সেই অবস্থায় তার মৃত্যু হবে।


    কিছু জিনিস আমরা পরিবর্তন করতে পারি না। কিন্তু যতটুকু পারি ততটুকুর মাঝে বুঝার চেষ্টা আমার গতি কোন দিকে?

    ভুল দলে গেলে ক্ষতি কি? যদি আমি অন্য মুসলিমদের উপর আঘাত না হানি? কারো ক্ষতি না করি? আভ্যন্তরিন দ্বন্ধে নিউট্রাল অবস্থান নেই?

    এর পরও এর বড় ক্ষতি : প্রচুর পরিশ্রম করে আমি অল্প সোয়াব পাবো। কত কম পাবো সেটা নির্ভর করে সিরাতিল মুসতাকিম থেকে আমি কত দূর সরে যাচ্ছি তার উপর।

    এজন্য সঠিক পথ চেনার চেষ্টা।

      Comments:
    • এটা অন্তরের ঝোক। সময়ের সাথে যে যার দিকে সরে যাবে বাধা থাকলেও। প্রতিকুলতার মাঝে হয়তো একটু সময় নিয়ে।

      এর পরও প্রশ্ন রয়ে যায় : যেটা ৩ নম্বর পয়েন্টে বলেছি। যেটা কংক্লুসিভলি জানার কোনো উপায় নেই।

    • সোয়াবের পার্থক্য আছে। অনেক আমল করে স্বল্প সোয়াব যদি সোজা পথ চলার বদলে একটা এংগেলে চলে।
    • অর্থাৎ যে যেই দাওয়াহতে সবচেয়ে বেশি একসপোজড হয়, সে সেই দাওয়াহ ফলো করে। তাই দেখতে হবে কাকে আমি বন্ধু বানাচ্ছি। কারন মানুষ তার বন্ধুর দ্বিনের উপর থাকে -- এরকম একটা হাদিস।

    12-Mar-2019 1:42 pm

    12-Mar-2019 2:42 pm


    "অপ্রয়োজনীয়" কমেন্ট করলে সমস্যা কি?

    এই ফিড চলে যাবে আপানার ফ্রেন্ড ফলোয়ারদের কাছে যারা দৌড়ে আসবে আরো তর্ক করার জন্য। আমি সামাল দিতে পারবো না, কারন আমার কমেন্ট গ্লোবাল করা। যেখানে অধিকাংশ আইডি কমেন্ট ফ্রেন্ড অনলি করে রাখে।

      Comments:
    • ^ কমেন্ট না করার জন্য আপনাকে ধন্যবাদ।
    • এই স্টেটাসটা লিখেছিলাম মূলতঃ আগের পোষ্টে একজনের ট্রল কমেন্টের জন্য। উনি কমেন্টটা মুছে চলে গিয়েছেন। তাই এই পোষ্টটা এখন অনেকটাই out of context.
    • সোলাইমান শখুন কে?
    • কেউ করলে সমস্যা দেখি না। কিন্তু আমি নিজে করছি না কারন এটা আমার নিজের সমস্যা এখনো হয় নি। শুধু সমর্থন-অসমর্থন করার ব্যপার, যেটা বড় কোনো প্রশ্ন না।

    12-Mar-2019 2:42 pm

    12-Mar-2019 7:38 pm


    Q. "কোরআন হাদিস বাদ দিয়ে, আপনি 'কার যুক্তি ঠিক' এটা নিয়ে পড়ছেন কেন?"

    "যুক্তি" বলতে কোরআন হাদিসের "ব্যখ্যা" বুঝাচ্ছি।
    কোরআন হাদিসের কার "ব্যখ্যা" ঠিক।

    12-Mar-2019 7:38 pm

    12-Mar-2019 9:34 pm


    কিছু প্রশ্ন আছে মানুষকে দ্বিধায় ফেলে দেয় "কোনটা ঠিক?"

    যেমন ধরেন "মা-বাবার আনুগত্য"।

    যদি মাকরুহ কিছু করতে বলে?
    যদি সুন্নাহ ছেড়ে দিতে বলে?
    যদি এমন কিছু করতে বলে যেটা এখন জুলুম না কিন্তু ভবিষ্যতে জুলুম হতেও পারে, নাও হতে পারে?
    যদি ফরজে কেফায়া ছেড়ে দিতে বলে?

    এগুলোর কিছু না করলে যদি সে অসন্তুষ্ট হয়?

    যেমন :
    তবলিগে যেতে নিষেধ করলেন।
    এই পক্ষে না গিয়ে ঐ পক্ষে যেতে বললেন।
    লম্বা কাপড় ছেড়ে শার্ট প্যন্ট পড়তে বললেন।

    এই সব জায়গায় পা ফসকানোর আশংকা সবচেয়ে বেশি।
    এবং মানুষ সবচেয়ে দ্বিধায় ভুগে কোনটা করলে আল্লাহ তায়ালা খুশি হবেন।

    এই সব জায়গায় যে সবচেয়ে বেশি যুক্তি নিয়ে আসে, সে পরবর্তিতে পথভ্রষ্ট প্রমানিত হয়। যে সবচেয়ে উচু গলায় উপদেশ দেয় তার কথার অনুসরন করে পরবর্তিতে আফসোস করতে হতে পারে। যে সবচেয়ে সঠিক হতে চায়, সে গভীর ভাবে ভুল প্রমানিত হয়।

    এই সব জায়গায় নেতাদের উপদেশ চলে না।
    মানুষ তৃতীয় পক্ষের উপদেশ খুজে।
    যার এখানে পক্ষে বা বিপক্ষে কোনো স্বার্থ নেই।

    এই সব জায়গায় আত্মপ্রবোধ দিয়ে রাখা যায়।
    কিন্তু জানা নেই মৃত্যুর পরে হিসবে কোন পক্ষ ঠিক হবে।

    12-Mar-2019 9:34 pm

    12-Mar-2019 11:48 pm


    "আমিরের এতায়েত"

    তবলিগের দ্বন্ধে আমার ব্যক্তিগত ভাবে কিছু করার বা না করার নেই। শুধু "সাপোর্ট" করা, দ্বারা যদি কিছু করা বুঝায়।

    তবে এই দ্বন্ধে হক না-হক বুঝার অনেক দিক নিদর্শনা আছে। কারন বিভাজনটা এত মাঝখান থেকে ছিড়ে দিচ্ছে। এই ফান্ডামেন্টাল বিষয়ে প্রশ্ন তুলছে।

    এই দ্বিধার [বা "সংশয় নিরসনের" আমাদের জিহাদি ভাইরা যেভাবে বলে] একটা পযেন্ট হলো "আমিরের এতায়েত"।

    "পিতা মাতার আনুগত্যের" মতো "আমিরের এতায়েত" সংশ্লিষ্ঠ অনেক প্রশ্ন আছে যেগুলো এমন বর্ডারে পড়ে যে না এই দিক না ঐ দিক। একটা হলে অন্যটা ছিন্ন হয়। "কোনটা করবো?" প্রশ্ন রয়ে যায়।

    আমার যুক্তি - বোধ - বুদ্ধি দিয়ে যদি এই জায়গায় কিছু করিও তবুও সূর্যাস্তের পরে দেখা যেতে পারে আমি পুরোই ভুল পথে চলেছি। এখন আর সংশোধনের সময় নেই।

    সত্যিকারে তবলিগের দ্বন্ধ থেকে এখন কিছু পরিবর্তিত হবে না হয়তো।
    কিন্তু শিক্ষাটা ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত যাবে। Apparently.

    12-Mar-2019 11:48 pm

    13-Mar-2019 6:16 am


    The whole world has grounded their 737MAX except for USA.

    No report on crash investigation yet.

    13-Mar-2019 6:16 am

    13-Mar-2019 11:25 am


    Britain likely going for a "no-deal" Brexit. Will start from 30th/Mar.

    13-Mar-2019 11:25 am

    13-Mar-2019 11:30 am


    "Airplanes are becoming far too complex to fly. Pilots are no longer needed, but rather computer scientists from MIT. I see it all the time in many products. Always seeking to go one unnecessary step further, when often old and simpler is far better. Split second decisions are needed, and the complexity creates danger. All of this for great cost yet very little gain. I don’t know about you, but I don’t want Albert Einstein to be my pilot. I want great flying professionals that are allowed to easily and quickly take control of a plane!"

    - D. Trump. President USA.

    13-Mar-2019 11:30 am

    13-Mar-2019 12:00 pm


    মুহাজির শায়েখের স্টেটাস কেমেন্ট। উনি কাকরাইলের এতাতি সাইডের মুরুব্বিদের একজন।

    হতে পারে উনি একাই এরকম ঘৃনা পোষন করেন। হতে পারে এটাই সাধারন ইমোশন এতাতি সাইডে।

    তবে উনি যেহেতু মুরুব্বি পজিশনে আছেন, ঘৃনাটা অনুসারিদের মাঝে ছড়াবে, উনার থেকেও আরো বড় হয়ে।

    তাই দেখছি ঘৃনাটা বাড়ছে।

      Comments:
    • https://www.facebook.com/almuhazir/posts/1729238190509337
    • সা'দ সাহেবেও ইয়ং তাই এটা মুরুব্বি না হতে পারার কোনো কারন না।
      উনি উত্তরাধিকার সূত্রে পজিশন পেয়েছেন। যোগ্যতা-কোরবানি থেকে যত না।

    13-Mar-2019 12:00 pm

    13-Mar-2019 3:18 pm


    Love him or hate him, under Imran Khan Pakistan has started to return to normalcy.

    13-Mar-2019 3:18 pm

    13-Mar-2019 5:40 pm


    এই বছর দেশে :
    রমজান : ৭/মে।
    রোজার ঈদ : ৫/জুন।
    সৌদিতে হজ্জ : ১১/অগাষ্ট।

    13-Mar-2019 5:40 pm

    13-Mar-2019 7:18 pm


    The pilot engaged the autopilot during takeoff, instructing it to maintain current altitude and go to destination.

    The problem was : the plane's altitude was then only 400 ft from ground, touching any high rise building 40 floors tall. At this altitude the plane travelled a distance of 10 km at a very high speed of 500 kmph.

    Until the pilot realized his mistake and corrected the situation.

    This post had an attachment, which is now missing
      Comments:
    • no

    13-Mar-2019 7:18 pm

    13-Mar-2019 8:01 pm


    ছাড়পোকা দমনে এলুমিনিয়াম ফসফাইড ব্যবহারের কারনে হাজার লোক মারা যাচ্ছে এই উপমহাদেশে। এর আরেকটা ঘটনা। নিচে কমেন্ট। পাচ ভাইবোন ও তাদের খালা এক রাতে মারা যায় গেষ্টহাউজে। ধারনা করে বিরিয়ানি খেয়ে এই অবস্থা। বিরিয়ানির দোকানের মালিককে গ্রেফতার করে সিল গালা করে। এর পর পোষ্টমরটেম করে বের হয় ছাড়পোকার ঔষুধ ফসফিন গ্যস।

    এই মৃত্যু গুলো আন্ডার রিপোরটেড থাকে, কারন মানুষ বুঝতে পারে না কেন মৃত্যু হলো। অন্য কিছু ধারনা করে। যেমন এখানে হয়েছিলো।

    13-Mar-2019 8:01 pm

    14-Mar-2019 4:30 pm


    আজকে হিজরি কত তারিখ সেটা বের করার একটা সহজ নিয়ম :

    এপ্রক্সিমেট। দুই-এক দিন কম বেশি হতে পারে।

    "২১-৩-১৪৪০" হিজরি। এটা এই বছরের আরম্ভ তারিখ। বেইস তারিখ।

    ইংরেজি তারিখ থেকে হিজরি বের করতে :
    আজকের ইংরেজি দিন যোগ করেন হিজরি দিনের সাথে, মাস মাসের সাথে।
    এর পর এক্সট্রা : ইংরেজি মাস আরেকবার যোগ করেন আরবি দিনের সাথে।

    আরবি তারিখ ৩০ পার হয়ে গেলে পরের মাসে নিয়ে যান।

    যেমন আজকে ইংরেজি : ১৪-৩-২০১৯

    ২১-৩-১৪৪০ (আরম্ভ)
    ১৪-৩-২০১৯ (যোগ)

    দিন দিনের সাথে মাস মাসের সাথে যোগ করে হয়।
    ৩৫-৬-১৪৪০

    এর পর ইংরেজি মাস আরেকবার যোগ করতে হবে আরবি *দিনের* সাথে।
    যোগ করে আরবি তারিখ :
    ৩৮-৬-১৪৪০

    তারিখ ৩০ এর বেশি বলে পরের মাসে নিয়ে গেলাম ৩০ দিন কমিয়ে।

    সে হিসাবে : ৮-৭-১৪৪০

    আজকে রজবের ৮ তারিখ।
    কিন্তু আসলে ৬ তারিখ। ২ দিনের মাঝে একুরেট।

    সামনের বছরের জন্য?
    উপরের আরম্ভ তারিখ ১১ দিন বাড়িয়ে দিতে হবে, "২-৪-১৪৪১"
    প্রতি বছর ১১ দিন করে বাড়বে।

      Comments:
    • গারজিয়ানদের বলে দিবেন "লিখা পড়া করাইতে"। আগে পড়াশুনা। মেয়েকে নিজের পায়ে দাড়াইতে হবে। এখন কোনো বিয়ে না।

    14-Mar-2019 4:30 pm

    14-Mar-2019 7:10 pm


    Today is Pi day. [date = 3-14 = pi]

    1.
    pi = 3 is a good practical approximation for everyday use.

    2.
    Using tau instead of pi will make memorizing all those physics and math formulae easier.

    where : tau = 2 * pi

    That's the tau manifesto. Which I am a believer in.

    14-Mar-2019 7:10 pm

    14-Mar-2019 9:25 pm


    #ব্যবসা

    "বেতন না নিয়ে আলেমদের উচিৎ ব্যবসা করা"
    "ইমাম মসজিদে নামাজ পড়াবে, পাশের মার্কেটে দোকান চালাবে"

    কথাগুলোতে আবেগ আছে, কিন্তু বাস্তবে কিছু দিন চালালে বুঝা যাবে এগুলো প্রেকটিক্যেল না।


    ব্যবসায় সবাই লাভ করে না। ১০ জন যারা দোকান খুলে তাদের মাঝে ১ জন লাভ করে। বাকিরা ১ বছরে পুজি হারিয়ে ২ বছরের মাঝে বিশাল ঋন রেখে পালায়।


    যে ইমাম পাশে দোকানদারি করবে, তার পুজি কে দেবে? নিজের পুজি যখন লস দিবে নতুন পুজির যোগান কে দেবে? এভাবে কয়বার করে দিতে থাকবে প্রতি বার লস দেবার পরে?


    যদি বলেন "দোকান থাকবে মসজিদ কমিটির। ইমাম দোকান চালায় বলে বেতন নিবে। তবেই হলো।" তখন কমিটির খরচ হবে এইরকম :

    ইমামের বেতন ধরেন ১০ হাজার + প্রতিমাসে দোকানের লস পূরন আরো ১৫ হাজার = মোট ২৫ হাজার টাকা।

    যেখানে ইমামকে সরাসরি বেতন দিলে ১০ হাজারেই হতো।

    কিছুদিন পরে হয়তো তারা তাই করবে। অথবা খালি দোকানে ইমামকে বসিয়ে বলবে "আপনার কিছু বিক্রি করার দরকার নেই, লস খাবেন। খালি দোকানে বসেন। আমরা ধরে নেবো আপনি যে দোকানদারি করছেন এর উপর বেতন।"

    বেতন কে "হিল্লা" করার নতুন এক উপায় বের করা হলো। এর পরও দোকান ভাড়াটা লস।


    হানাফি মাজহাবে যে হুকুমগুলো এসেছে এগুলো এসেছে একটা কারনে। এই প্রেকটিক্যল সমস্যাগুলো দেখে, সয়ে, উপলব্ধি করে এর পর ইজমা।


    "মধ্যপ্রাচ্যের আলেমরা মুসুল্লিদের থেকে টাকা না নিয়ে কাজ করতে পারলে দেওবন্দি আলেমরা পারবে না কেন?"

    মধ্যপ্রাচ্যে সরকার থেকে আলেমদের বেতন দেয়া হয়। সরকারের অনেক টাকা আছে বলে।

    14-Mar-2019 9:25 pm

    14-Mar-2019 9:58 pm


    প্রথম কমেন্টে একটা টুইট। কতটুকু ঠিক আমি জানি না। তবে এটা যদি হয় তবে এর অর্থ আমেরিকা চলে যাবার পরে আর ফিরে আসার কোনো রাস্তা খোলা রাখতে চাচ্ছে না। তাদেরকে ডাকার মতো কেউ থাকবে না আর ডাকলেও তারা আসতে পারবে না এমন পরিস্থিতি করে চলে যাবে।

    তবে বিশ্বাস নেই। পেছনে আরেকটা প্লেন-বি করে রেখেছে কিনা।

      Comments:
    • https://twitter.com/joshrogin/status/1106187484554252288
    • FAQ : "... <যে কোনো প্রশ্ন> ..."
      উত্তর : ইচ্ছে করে উপরে অস্পষ্ট কথা বলেছি।
    • ইমাম না হলে তাকে ব্যবসার অংশি করা হতো না, সে ইমাম দেখেই করা হচ্ছে -- এমন যদি হয় তবে এটাও "হিল্লা"।
    • স্টেটাসটা নতুন করে লিখে দিয়েছি।

    14-Mar-2019 9:58 pm

    15-Mar-2019 12:32 am


    তোমরা যারা বইয়ের নাম "বান্ধobi" দেখে অজ্ঞান হয়ে যাচ্ছিলে। এটা নতুন না। ইন্ডিয়াতে আগে থেকেই প্রচলিত আছে।

    যেমন ফেসবুক এড থেকে কালেকটেড একটা ছবি কমেন্ট : নাম "বদলাপুর"।

    আরো কিছু FAQ :

    "কিন্তু বাংলিশ?"

    বইটা বাংলিশ না। পিউর ইংলিশ। বইয়ের কোনো কেরেকটার যদি বাংলায় কনভারশেন করে থাকে যেমন বললো "ami jai" - তবে তার কথাটা বাংলিশে লিখা।

    সেভাবে না লিখে কি করে লিখবে? ইংরেজি বাইয়ের মাঝে বাংলা অক্ষরে লিখবে "আমি যাই"? তবে যারা পাঠক তারা পড়তে পারবে না।

    "কিন্তু বাংলার বিকৃতি কেন?"

    একটা জেনারেশন বড় হয়েছে বিকৃত বাংলা শিখে। এরা বাংলা বলতে পারে, শুনে বুঝত পারে কিন্তু পড়তে পারে না। তাদের জন্য এই বই।

    আপনার জন্য না। :- )

      Comments:

    15-Mar-2019 12:32 am

    15-Mar-2019 1:44 pm


    BD cricket team now in NZ was about to pray Jumma in the same mosque where the shooting took place. But as they approached, the shooting had already started.

    Indicating :

    The killers probably knew today is Friday/Jumma.
    But wasn't aware of the peak hour of the prayer.

      Comments:
    • "আমি কেন বলবো? বললে সে দিনে ১৪ বার করে ফোন দিতে থাকবে। এখন কিভাবে করবো? এর পর কি করবো?"

    15-Mar-2019 1:44 pm

    15-Mar-2019 4:24 pm


    অধিকাংশ মানুষ যারা "পরামর্শ" চায় :

    কথা "শুনার" কোনো ইচ্ছে তাদের থাকে না। তারা নিজের কথা "বলতে" চায়।

    আমি অপেক্ষা করি তার নিজের কথা শেষ হওয়া পর্যন্ত। কথা আর শেষ হয় না। সে বলতেই থাকে।

    ১৫ মিনিট এক নাগাড়ে কথা বলে এর পর সে হয়তো থামলো। "কি ঠিক না?" সে পরামর্শ চাচ্ছে যেহেতু।

    ধারনা করলাম তার কথা মনে হয় শেষ। এখন "শুনতে" চাচ্ছে। আরম্ভ করলাম। "এটা করতে গেলে আপনার সমস্যা হবে..."

    "না না। আগেই বলে নেই। আমি কিন্তু এই করবো। ঐ করবো না।" আমি কি বলতে চাই তার আগেই সে ডিফেন্সিভ। পুরোটা শুনার ইচ্ছেও তার নেই।

    তবে পরামর্শের জন্য এসেছিলো কেন?

    সে পরামর্শ নিতে আসে নি। তার পরামর্শ আমাকে শুনিয়ে আমার কাছ থেকে একটা স্বিকৃতির সার্টিফিকেট নিতে এসেছে। এর বাইরে সে যেতে রাজি না।

    এর পর সমস্যা হলে সে আমাকে ধরবে "আমি তোমার সাথে পরামর্শ করেই তো করেছিলাম। তুমি তো বলেছিলে এইভাবে করতে।"

    যদিও যা বলার সেই বলেছিলো, আমি কিছুই বলি নি। কিন্তু দোষটা আমার।

    তাই, "আপনার সাথে পরামর্শ করতে চাই" মানে
    I am looking for someone to blame.

    #habibRant

    15-Mar-2019 4:24 pm

    15-Mar-2019 9:53 pm


    মেদ-ভুড়ি - ১ :

    নিচের সবগুলো হাদিসের কথা হিসাবে কিমিয়ায় সা'দাত এ এসেছে।

    - তোমরা ক্ষুধা দ্বারা নফসের বিরুদ্ধে জিহাদ করো। তবে কাফরের বিরুদ্ধে জিহাদের সোয়াব পাবে।

    - বান্দার ক্ষুধা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়।

    - যে পেট ভরে খায়। আসমানের রহস্য তার সামনে খুলে না।

    - কেউ জিজ্ঞাসা করলো "কে শ্রেষ্ঠ?" উনি ﷺ জবাব দিলেন : যে অল্প খায়, অল্প হাসে এবং অল্প কাপড়ে সন্তুষ্ট।

    - ক্ষুধা সমস্ত আমলের সর্দার।

    - অল্প খাও, পুরানো কাপড় পড়ো। এটা নবিদের সুন্নাহ।

    - অর্ধেক ইবাদত হলো চিন্তা করা, বাকি অর্ধেক ক্ষুধার্ত থাকা।

    - আল্লাহর কাছে সে সবচেয়ে উত্তম যে বেশি চিন্তা করে, অল্প খায়। আর শত্রু সে যে বেশি খায় আর বেশি ঘুমায়।
    //_____
    কেউ অল্প খেলো।

    আল্লাহ তায়ালা সন্তুষ্ট হয়ে ফিরিস্তাদের বলেন : "দেখ তাকে আমি খাওয়ার লোভের মাঝে রেখেছি। কিন্তু সে আমার সন্তুষ্টির জন্য খাওয়া থেকে দূরে আছে। তোমরা সাক্ষি থাকো। যে যত লোকমা কম খাবে, আমি জান্নাতে তাকে তত স্তর বাড়িয়ে দেবো।"
    ______//

    - বেশি খেয়ে নিজের অন্তরকে মেরে ফেলো না।

    - অন্তর ক্ষেতের মতো। বেশি বৃষ্টি হলে ক্ষেতের ফসল মরে যায়।

    - যত বাসন, পেয়ালা আছে যেগুলো খাবার দিয়ে পূর্ন করা যায়, তার মাঝে পূর্ন করার মতো সবচেয়ে খারাপ বাসন হলো মানুষের নিজের পেট।

    - মেরুদন্ড সোজা করার জন্য যে কয়েক লোকমা খাওয়া দরকার সেটাই যথেষ্ট। এতটুকু খাও। এর বেশি খেতে চাইলে তিন ভাগের এক ভাগ খাওয়া, এক ভাগ পানি আর এক ভাগ খালি রাখবে।

    - খালি এক ভাগ জিকির দিয়ে ভরে রাখবে।

    [ তাহকিক যে যার মতো খুজে নিতে হবে। যেহেতু আমি আলেম না।
    পৃষ্টাগুলোর ছবি কমেন্ট। ছাত্রদের জন্য এই পোষ্ট না। ]

      Comments:
    • -

    15-Mar-2019 9:53 pm

    15-Mar-2019 11:13 pm


    লেপটপ চয়েস শেষে এই দুটো মাঝে একটা ইনশাল্লাহ :

    Lenovo ThinkPad X280 8th Gen Intel Core i5 8250U (1.6GHz-3.4GHz, 8GB, 512GB SSD) 12.5 Inch FHD (1920x1080) Display, Backlit Keyboard, Fingerprint Reader,TPM-E, Win 10 Pro, Pure Black Notebook

    https://ryanscomputers.com/lenovo-thinkpad-x280-8th-gen-intel-core-i5-8250u-1-6ghz-3-4ghz-8gb-512gb-ssd-12-5-inch-fhd-1920x1080-display-backlit-keyboard-fingerprint-reader-tpm-e-win-10-pro-pure-black-notebook-20kes6tm00.html

    VS

    Apple MacBook Air (2018) Dual Core Intel Core i5 (1.6GHz-3.6GHz, 8GB, 256GB) 13.3 Inch Retina Display, Space Gray MacBook

    https://ryanscomputers.com/laptop-notebook/apple-laptop-all/apple-macbook-air-2018-dual-core-intel-core-i5-1-6ghz-3-6ghz-8gb-256gb-13-3-inch-retina-display-space-gray-macbook-mre92ll-a.html

    কিনলে এই সাইট থেকেই হয়তো কিনবো।
    দাম দুটোর হুবহু সমান।

    একটা কিনলে Linux install করে চালাতে হবে।
    অন্যটা কিনলে MacOS already installed আছে। কিছু করতে হবে না।

    Wondering.

      Comments:
    • X1s are 60% more expensive than the one I shared. out of my price range.
    • ^ good to know. was wondering about it.
    • both are priced the same though. no saving here.
    • good point. mac pro is priced at least 30% higher though.
    • the new processors will probably take one to two years more to be generally available on most computers though.
    • ক্ষুধা লাগলে ঠিক ততটুকু খেতে হবে যতটুকু খেলে এই সমস্যাগুলো কেটে যায়। হয়তো একটা বিস্কুট আর পানি, বা এক মুঠ খাবার আর পানি। "ক্ষুধা না লাগলে খাবো না" -- এটা হলো প্রথম ধাপ।

    15-Mar-2019 11:13 pm

    16-Mar-2019 7:20 am


    মেদ-ভুড়ি - ২

    - ঈসা আঃ বলতেন : তোমরা নিজেদের বস্ত্রহীণ ক্ষুধার্ত রাখো। তবে অন্তরে আল্লাহর দেখা পাবে।

    হাদিসের কথা :

    - রক্তের মতো শয়তানও মানুষের শিরা দিয়ে চলে। ক্ষুধা দিয়ে তোমরা তার পথ সরু করে দাও।

    - মু'মিন খায় এক পেটে মুনাফিক সাত পেটে।

    আয়শা রা: কে রাসুলুল্লাহ ﷺ বলেন :

    "বেহেস্তের দরজায় সবসময় ধাক্কা দিতে থাকো। তবে দরজা খুলবে।"
    "ইয়া রাসুলুল্লাহ ﷺ , কি করে ধাক্কা দিবো?
    "ক্ষুধা দ্বারা।"

    হুজাইফা রা: একবার রাসুলুল্লাহ ﷺ এর সামনে ঢেকুর তুললে উনি বলেন : এই ঢেকুর দূর করো, কারন যে দুনিয়াতে তৃপ্তির সাথে খাবে আখিরাতে সে ক্ষুধার্ত থাকবে।

    আয়শা রা: বলেন : রাসুলুল্লাহ ﷺ কখনো তৃপ্তির সাথে খান নি। কখনো উনার অনেক ক্ষুধা হলে আমি উনার পেটে হাত বুলাতাম। আর বলতাম,

    "আমার সব কিছু আপনার জন্য কোরবান হোক। যতটুকু খেলে ক্ষুধায় কষ্ট পেতে হয় না, ততটুকু খেতে কি নিষেধ আছে?"

    উনি জবাব দিতেন : "হে আয়শা। আমার আগের নবিগন আমার ভাই। উনারা আল্লার কাছে শ্রেষ্ঠত্বে পৌছেছেন। আমি তৃপ্তির সাথে খেলে আমার মর্যাদা তাদের থেকে কম হয় কিনা আমি সেই ভয় করি। তৃপ্তির সাথে খেয়ে আখিরাতে মর্যাদা কমানো থেকে এই ক্ষুধা আমার কাছে বেশি প্রিয়। আর সবচেয়ে প্রিয় হলো আমার ভাইদের কাছে পৌছবো।"

    আয়শা রা: বলেন এই কথা বলার ১ সপ্তাহ পর রাসুলুল্লাহ ﷺ এর ওফাত হয়।

    হযরত ফাতিমা রা: একবার একটা রুটি তৈরি করে রাসুলুল্লাহ ﷺ এর কাছে এসে বলেন "আমি রুটি তৈরি করেছি। আপনাকে না দিয়ে খেতে চাচ্ছিলাম না।"

    উনি ﷺ বললেন "তিন দিন পর এই রুটি তোমার পিতার পেটে প্রবেশ করবে।"

    [ গাজ্জালির কিমিয়ায়ে সাদাত থেকে নেয়া ]

      Comments:
    • -

    16-Mar-2019 7:20 am

    16-Mar-2019 5:49 pm


    Purchased this one. Back again to PC after 6 years on Mac.

    Didn't want to stick with a company that "came out of closet".

      Comments:
    • ^ the battery would suffer then.
    • এখানে আছে ডিটেলস :

      https://www.facebook.com/habib.dhaka/posts/10156204381403176

    16-Mar-2019 5:49 pm

    16-Mar-2019 9:25 pm


    There was a second attack in NZ in Linwood mosque, where gunmen killed 8 persons.

    But the media is completely quite about it. No information on who carried out that attack, if they were captured, or if they are still being searched for.

    Complete mystery.

      Comments:
    • ^ আপনার কি মত? কেন?
    • আমি আরো কম।
    • আপনি যেটা জানেন, সেটাকেই ঠিক ধরে চলেন। তবে হবে। জাজাকাল্লাহ।

    16-Mar-2019 9:25 pm

    17-Mar-2019 8:35 am


    As the news suggests :

    Boeing 737 Max isn't aerodynamically stable.

    As like all modern planes, this is fixed by computers that control the trim and thus stability.

    And on 737 this trim is failing when it is mixed with its new automatic stall prevention system. Leading to crash of both Ethiopian plane and Indonesian.

    Both for the same reason.

    17-Mar-2019 8:35 am

    17-Mar-2019 1:47 pm


    Tips :
    কোরআন শরিফের কোনো কোনো বর্ননা আরম্ভ হয়েছে "ওয়া" দিয়ে। কোনোটা "ফা" দিয়ে। দুটোর অর্থই "এবং"।

    মনে রাখার জন্য আমি ধরে নেই "ফা" মানে "১ ঘন্টা পরে" হয়েছে। আর "ওয়া" মানে "সংগে সংগে"।

    সত্যিকার অর্থ-পার্থক্য জানা নেই। এটা শুধু মনে রাখার জন্য।

    17-Mar-2019 1:47 pm

    17-Mar-2019 3:30 pm


    There are so many quotable texts in the NZ killers manifesto that I don't know which one to paste here. Quoting too much will draw unwanted attention from many sides which I would like to avoid.

    But here's the summary : Years back reading thousands of isis posts couldn't pump up my blood. Too naive.

    But this one did.

    17-Mar-2019 3:30 pm

    17-Mar-2019 6:54 pm


    হাইয়াতুল উলিয়া মুফতি ইজহারের মাদ্রাসার পরিক্ষা বাতিল করে বোর্ড থেকে মাদ্রাসাকে বের করে দিয়েছে।

    ঘোষনা : যারাই সা'দ পন্থি হবে তাদের এরকম হবে।

    নতুন ধাপ এগুলো।

    Keep watching.

      Comments:
    • https://www.ourislam24.com/2019/03/17/%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%87%E0%A6%86%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%89%E0%A6%B2%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%87%E0%A6%9C%E0%A6%B9%E0%A6%BE/

    17-Mar-2019 6:54 pm

    17-Mar-2019 10:51 pm


    "কোনো মহিলার শিশু যদি জন্মের আগে গর্ভপাত হয়ে মারা যায়?"

    তবে কিয়ামতের দিন ঐ শিশু তার নাড়ি দিয়ে মাকে টেনে জান্নাতে প্রবেশ করাবে।

    "ভুমিষ্ঠ হবার পরে মারা গেলে?"

    ঐ শিশু আগুনকে বাধা দিয়ে মায়ের থেকে দূরে রাখবে।

    "কিছু বড় হবার পরে বাচ্চা অবস্থায় মারা গেলে?"

    জান্নাতে সে পিতা মাতার সংগি হবে।

    "কিন্তু ঐ শিশু যদি জন্মের পর জাহাঙ্গির নগর ভারসিটির ট্রাংকে মারা যায়?"

    এখানে আখিরাত না। এখানে চেতনা। সব জায়গায় ধর্ম আনবেন না।

    এখানে পুরষ্কার : শিশু হত্যার জন্য ঐ মায়ের কোনো বিচার হবে না।

    জয় স্বাধিনতা।

    17-Mar-2019 10:51 pm

    18-Mar-2019 12:42 am


    Installed Ubuntu Linux on the Thinkpad.

    Deleted all partitions. With the purchased/licensed Windows 10 Pro. Everything including the recovery partition.

    First tried with Debian. Didn't work on most devices. Tried Ubuntu and works like magic.

    Still a lot of todos. I have to port or write the regular software that I used on Mac over to Linux now.

    Like the Arabic-English dictionary.
    Check if Bangla keyboard works. If not then how?
    Check if Bangla renders properly.
    Can I sync my android with it? How?

    A lot of todos.

    18-Mar-2019 12:42 am

    18-Mar-2019 4:14 pm


    উত্তর কোরিয়ায় ভোট দেয়া বাধ্যতামূলক। না দিলে একে রাষ্ট্রদ্রোহিতা ধরে তাকে এবং তার পরিবারের সবাইকে ধরে রিমান্ডে নিয়ে অত্যাচার শেষে আজীবন জেল।

    উত্তর কোরিয়ার ব্যলট পেপারে শুধু মাত্র একজনের নাম থাকে। যে কিনা ক্ষমতাসিন দল থেকে নমিনেশন পাওয়া। সেটায় ভোট দিয়ে বাক্সে ফেলতে হয়। দ্বিতীয় কেউ নেই।

    উত্তর কোরিয়াতে ১০০% সবাই ভোট দেয়।

    আমাদের দেশে এই আইন করা যায়। ভোট কেন্দ্রগুলো খালি বলে।

    18-Mar-2019 4:14 pm

    18-Mar-2019 9:14 pm


    When I was growing up, people considered the 60s generation as the golden one. Who enjoyed their life best. Baby boomers. Suckers were the 80s, Generation-X.

    There was this immensely popular tv series called "The Wonder Years". Portraying how the boomers got it all.

    Until now, that is. When suddenly people are talking how the 80s were the actual golden, and millennials suck.

    What changed? Nothing.

    When the 60s generation were ruling the world, they portrait their childhood as the best. After they died off, and were replaced by Gen-X, the new comers are doing the same.

    18-Mar-2019 9:14 pm

    18-Mar-2019 10:31 pm


    সবচেয়ে বড় দল এখন "দেওবন্দি-কওমি" বললেন?

    Keep watching.

    মনে করেন এটাও অল্প অল্প করে ভাঙ্গতে লাগলো।
    এর পর শত দলের মাঝে হক দল কোনটা হবে?

    "আমরা দেখবো কোরআন হাদিস" এই কথা বলবেন না প্লিজ। কোরআন হাদিসের কার ব্যখ্যা সেই নামটাও সংগে বলে দিবেন। তবে বুঝতে পারবো কোন দলের কথা বলছেন।

      Comments:
    • Context :
      https://www.ourislam24.com/2019/03/18/%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A3-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B2/?fbclid=IwAR1e_-7iExjWGPzwbx53N5P5HWX_-SY85T-eXIfC2RDUES4KZ60rvGaypes
    • Context :
      https://www.facebook.com/hasan786mahmud/posts/1246481608851943

    18-Mar-2019 10:31 pm

    19-Mar-2019 1:03 am


    pi squared = g gravitational acceleration = 9.8

    Coincidence? No. As someone in the 1600s defined the first "meter" as the length of string for a pendulum that takes 2 seconds to cycle.

    19-Mar-2019 1:03 am

    19-Mar-2019 1:35 am


    Ex-Indian army explains in video that India doesn't have the moral will, neither the political will, neither a capable force to retaliate Pakistan. And it is too scared to cross the border into Pakistan and actually do anything.

    India mostly are bombing on the border from afar and calling it "surgical strike." Bollywood styled.

    While PK is crossing into India in broad daylight, pre declared, and India can't do anything about it.

      Comments:
    • https://www.youtube.com/watch?v=thNkjR2bM8o

    19-Mar-2019 1:35 am

    19-Mar-2019 11:13 am


    রুটি বানানো,

    আগে :
    বাসায় খবর আসতো রেশনের দোকান খুলেছে।
    রেশনের কার্ড নিয়ে দৌড়ে লাইনে দাড়িয়ে গম কিনতে হতো।
    পরের দিন গম নিয়ে আটার কলে গিয়ে ভাঙ্গানো।
    এর পরের দিন পানি দিয়ে মলা।
    পিড়ি বেলুন দিয়ে বেলা।
    এর পর রুটি।

    এখন :
    বাসায় রেশনের কার্ডও নেই পিড়ি বেলুনও নেই।
    বাজার থেকে 'ঝটপট' বা 'কাজি ফার্মের' ফ্রোজেন পরটার পেকেট কিনে আনি।

    19-Mar-2019 11:13 am

    19-Mar-2019 1:49 pm


    দেশের নির্বাচনের অবস্থা দেখে আমার সত্যি কোনো আফসোস নেই।

    দেশের মানুষকে নির্বাচন কালচার, ভোট দেয়ার কালচার, নেতা হওয়ার শখের কালচার থেকে ফিরিয়ে আনতে এগুলোর দরকার ছিলো।

    19-Mar-2019 1:49 pm

    19-Mar-2019 7:45 pm


    হিজবুত তওহিদের সমস্যা কি?

    নবুওত দাবি করেছে? - না।
    মাহদিয়াত দাবি করেছে? - এট লিষ্ট নামে না।
    নামাজ পড়ে না? - তাও না।
    নতুন শরিয়াহ এনেছে - না।

    বেসিক্যলি :

  • এমন একজনকে নিজেদের ধর্মিয় নেতা বানিয়েছে যাকে বাকি দুনিয়া ভালো কেউ মনে করে না।

    - এবং ঐ নেতা হুকুম দেন উনার অনুসারিরা যেন বাকি দুনিয়ার সকল আলেমদের থেকে মুখ ফিরিয়ে রাখে।

    - আর সমর্থকদের উদ্বিপ্ত রাখার জন্য দলের জন্য কাজকে অতিরিক্ত সোয়াবের বলে প্রচার করছে, যেটা অন্যদের দৃষ্টিতে কোনো সোয়াবের না।

    যতটুকু আমার জ্ঞান।

    আর কোন কোন দলের সাথে উপরে বর্নিত তাদের সমস্যাগুলো মিলে?
    অনেক দলের সাথে। যে কোনো "cult" এর সাথে।

    মিলাতে চাইলে অনেক কিছু।

      Comments:
    • ^ খুব বেশি পার্থক্য নেই। কারন কিবলা এক। ওয়াক্ত, রুকু, সিজদার সংখ্যাও এক। একই কোরআন তিলওয়াত করে। হানাফি মাজহাবের ফরজ সবগুলো আদায় করে, as an example.
    • ^ ঈমান-আক্বীদার মূল বিষয়গুলোতে প্রতিটা দলেরই সমস্যা আছে তার পাশের দলের কাছে। তাই এটা দিয়ে কংক্লুসিভ কিছু বুঝা যাবে বলে মনে করি না। সুক্ষ্ম পার্থক্য বহু বের করা যাবে একেকটা শব্দের তফসির করে।
    • ^ indeed, এটাই লিখতে চাচ্ছিলাম।
    • ^ স্টেটাসে নং ২ এ এটা কভার করেছি। এর পর দেখার বিষয় তাদের "শরিয়া" কি? এবং এটা আমাদের থেকে পার্থক্য কত? "মুতা" কে জায়েজ করেছে? বা এরকম বড় কিছু?

      না হলে এখনো নেই। "এখনো" emphasized.

    • ^ তাই যদি হয় তবে "তারা আমাদের কাফের মনে করে" এটা সবচেয়ে বড় পার্থক্য।
    • সত্যিকারে কোনো কাজ চোখে পড়লো না। "সবাই ভুল" এই কথাটা প্রচার করা ছাড়া। কাজ মূলতঃ এমামুজ্জামানকে মেনে নেয়া। এখানেই শেষ।
    • "কানাডা মুসলিম কংগ্রেস" কিন্তু কোরআনি একটা দল। হাদিস অস্বিকার কারি। শরিয়াহ, ফিকায় অস্বিকার কারি। সেই ৯০ এ তাদের অনেক হাক ডাক দেখেছিলাম। লিডার ছিলো এক বাংগালি যে কিনা কানাডায় যাওয়ার আগে দেশে বসে এই সব প্রচার করতো। তীব্র চেতনাবাদি ছিলো।

      তবে কিছু দিন পর থেকে হিজবুত তওহিদের ভ্রান্তিগুলো বের হওয়া আরম্ভ করবে। আর বাকি সব cult এর মতো।

    19-Mar-2019 7:45 pm

  • 19-Mar-2019 9:00 pm


    "আহলে কোরআন"

    - নিজেদের এই নামে পরিচয় দেয় না।

    - অন্যরা তাদের ডাকে কোরআনিয়ান নামে।

    - ৯০ এর দিকে ইন্টারনেটে তাদের সাথে আমার পরিচয়।

    - পরে জেনেছি এদের "ফিকাহ" বের করে মিশরের কিছু জ্ঞানি।

    - পাকিস্তানে তাদের একজন লিডার ছিলো। মারা গিয়েছে ৯০ এর দিকেই। কিন্তু বহু অনুসারি আর কিতাব রেখে গিয়েছে।

    - বাংলাদেশে একজন চেতনাবাদি ছিলো ৯০ এর দিকে। তাদের ধারক আর বাহক। ৯০ এর দিকেই ইমিগ্রেশন নিয়ে কানাডা চলে যায়। সেখানে প্রতিষ্ঠা করে "মুসলিম কংগ্রেস"।

    ২০ বছর পরে দেশে এখন কোরআনিদের প্রভাব-প্রচার অনেক বাড়ছে। গ্রামে গঞ্জে।

    চোখ রাখেন।

      Comments:
    • //আর কমেন্ট টা অপ্রাসঙ্গিক তাই দুঃখিত//

      অপ্রাসংগিক কমেন্ট যেহেতু বললেন তাই মুছে দিলাম। বেশি কমেন্ট পড়লে আমার "সেলিব্রিতি" হয়ে যাওয়ার আশংকা আছে।

    • ^ need to figure out which one.

    19-Mar-2019 9:00 pm

    19-Mar-2019 10:23 pm


    USA students out smart every other country in CS education. And males out smart females in skill in every country. Finds recent research.

    https://spectrum.ieee.org/view-from-the-valley/at-work/education/us-students-have-achieved-world-domination-in-computer-science-skillsfor-now

    19-Mar-2019 10:23 pm

    20-Mar-2019 6:06 am


    This year marks the 50th anniversary of moon landing. A feat that humans couldn't replicate ever after.
      Comments:
    • FAQ : "But wasn't moon landing fake?"

    20-Mar-2019 6:06 am

    20-Mar-2019 12:22 pm


    নতুন ইসলামি দল করবেন?
    নিচে কমন ফরমুলা যেটা বার বার দেখে আসছি।


    সদস্য বাড়ানোর জন্য দুটো কাজ :

    - নিজের দলকে অনেক উপরে তুলতে হবে।

  • অন্য সবাইকে অনেক নিচে নামাতে হবে।


    নিজের দলকে উপরে তোলার জন্য :

    - নিজেকে মুজাদ্দিদ দাবি করা।

  • আরো উপরে উঠাতে চাইলে মাহদি।
  • আরো উপরে নবি।

    উপরের গুলো "ব্যক্তি" কেন্দ্রিক দলের জন্য।
    "কাজ" কেন্দ্রিক দল হলে বলতে হবে :

    - এই কাজটাই সবচেয়ে গুরুত্বপূর্ন : এই কাজ ছেড়ে দিয়েছে বলে উম্মাহর আজকে এই অবস্থা।

  • শুধু এই কাজ করলে, বাকি সমস্ত নেক কাজের সোয়াব পাওয়া যাবে।
  • এবং কাজের পুরষ্কার অনেক বাড়াতে হবে : যেমন নবিদের সাথে হাশর হবে, বা বদরি সাহবাদের সাথে।


    এর পর অন্য সবাইকে নিচে নামানোর জন্য :

    - বাকি সবাইকে গোমরাহ, জাহান্নামি দাবি করা।

  • আরো নিচে নামাতে চাইলে কাফের।
  • আরো নিচে : তারা কাফেরদের থেকেও খারাপ। এবং যারা তাদের কাফের বলবে না তারাও কাফের।

    20-Mar-2019 12:22 pm

  • 20-Mar-2019 4:13 pm


    "প্রান্তিকতা" যদি হয় ভুল পথ।
    তবে "মডারেট" ঠিক পথ।

    কারন মডারেট শব্দের মানে মধ্যপন্থি।

      Comments:
    • FAQ : "আর কত? আর কত মানুষকে আপনি বিভ্রান্ত করবেন?"
      উত্তর : থুক্কু।

    20-Mar-2019 4:13 pm

    20-Mar-2019 7:09 pm


    লিখার মতো কোনো টপিক পাচ্ছি না। নতুন কোনো সাবজেক্ট খুজতে হবে।

    এর আগে যে বিষয়গুলো নিয়ে লিখেছি মনে পড়ে।

    মাজহাব - বিজ্ঞান - মহাকাশবিদ্যা - অংক - কোরআন - আরবি ভাষা - রাজনিতি - ফিতনা - আখিরুজ্জামান - তাসাউফ - আকিদা - দোয়া - টেকনলজি - হোম অটোমেশন।

      Comments:
    • ^ চাকরি জীবনের প্রথম ৩ বছর পর্যন্ত এক্সপোতে প্রেজেন্টেশন করেছি। সারা দিন দাড়িয়ে। এখন আর করতে হয় না। :- )
    • "প্লেন এক্সিডেন্ট" নিয়েও অনেক।

    20-Mar-2019 7:09 pm

    20-Mar-2019 11:32 pm


    Felling like : বাংলাদেশের পরিপেক্ষিতে এতাতি vs মাদ্রাসার দ্বন্ধে মাদ্রাসাই জিতেছে।

    - এতাতিরা irrelevant হয়ে পড়ছে।

  • তাদেরকে ছেড়ে দেবার পরও সাধারন মানুষ তাদের সাথে এখন জুড়ছে না।
  • এবং তাদের আক্রমন-প্রতিবাদ এখন ঘুরছে মূলতঃ আলেম বিরোধিতাকে কেন্দ্র করে।

    20-Mar-2019 11:32 pm

  • 21-Mar-2019 12:17 am


    Gall's law :

    "A complex system that works is invariably found to have evolved from a simple system that worked. A complex system designed from scratch never works and cannot be patched up to make it work. You have to start over with a working simple system." - 1975

    This is one point which is why, when I see a over exited young project manager declaring he will develop a remarkable system, I know he will fail.

    This is one reason why I don't follow the conventional methods. Rather go for the simplest possible solution.

    21-Mar-2019 12:17 am

    21-Mar-2019 8:16 am


    ৯০ পর্যন্ত ছিলো "তকলিদ করা হারাম।"

    ২০০০ এর দিকে "হারাম না কিন্তু সবচেয়ে সহিটা পেলে সেটাই অনুসরন করতে হবে। অন্যটা করলে হবে না।"

    আজকে দেখলাম :
    শায়েখ ইমাম হোসেন : "আমাদের উদ্যেশ্য চার মাজহাবকে একত্রিত করা"
    শায়েখ মতিউর রহমান মাদানি : "চার মাজহাবই আহলে সুন্নাহর ভেতর। মদিনা ভার্সিটিতে চার মাজহাবই পড়ায়।"

    তাই পরিবর্তন হচ্ছে। পরিবর্তন চলছে।

    আমরা যারা এর আগে "মাজহাবীয় গোড়ামি" নিয়ে অনেক তর্ক করে ফেলেছি তাদের আফসোস করার সময়।

    যে আলেমের কথায় আপনি বাকি আলেমদের বিররুদ্ধে জিহাদে নেমে যাচ্ছেন তিনি নিজের কথা কিছু দিন পরে বদলাতে পারেন। বা তিনি মারা যাবার পরে পরের জন এসে বলতে পারেন, "আগের জন বরং ভুল করেছিলেন। উনার কথা যে ঠিক না সেটা আপনার বুঝা উচিৎ ছিলো। এটা না বুঝার কি আছে?"

      Comments:
    • Context :
      https://www.facebook.com/IamXyZainab/videos/2036422056650717/

    21-Mar-2019 8:16 am

    21-Mar-2019 4:25 pm


    আজকের খবর : সুখি দেশের তালিকায় বাংলাদেশ বটম ২০% এ। ইন্ডিয়ার অবস্থান বাংলার থেকেও নিচে। আর পাকিস্তান টপ ৪০% এ।

    কয়েক বছর আগে প্রচারিত হয়েছিলো বাংলাদেশ পৃথিবীতে সবচেয়ে সুখি দেশ। মানুষ এখনো এটাই বলতে থাকে।

    21-Mar-2019 4:25 pm

    21-Mar-2019 5:57 pm


    নেটের ময়দান যখন একতরফা একপক্ষের দখলে ছিলো বহু বছর ধরে
    তখন এই শায়েখ প্রথম এগিয়ে এসেছিলেন অন্য পক্ষের কথা নিয়ে।

    আল্লাহ তায়ালা উনাকে উনার কাজের জন্য পুরষ্কার দিন।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    21-Mar-2019 5:57 pm

    21-Mar-2019 6:59 pm


    সময়ের সাথে সাথে যে টারমিনোলজি-ট্রেন্ড গুলো জনপ্রিয় হয়ে উঠে সেগুলোর সাথে আপটুডেট না থাকলে নেটে বড় ভাইদের ধমক থেকে হয়, "আপনি জানেন কম। না জেনে কথা বলবেন না। উম্মার সবচেয়ে বেশি ক্ষতি করেছে আপনার মতো এই সকল আধা ডাক্তার আর আধা শিক্ষিতরা।"

    তথাস্তু!

    ইদানিং দেখছি "মিল্লাতে ইব্রাহিম" টার্মটা বেশ জনপ্রীয় হয়ে উঠেছে। কিন্তু এটা দিয়ে কি বুঝাতে চাচ্ছে। কি শিক্ষা দেয়া হচ্ছে। আর এখন কি বুঝতে হবে কোনো আইডিয়া নেই।

      Comments:
    • "বড় ভাই" টার্মটা ভার্সিটি কালচার থেকে এসেছে।

    21-Mar-2019 6:59 pm

    21-Mar-2019 11:44 pm


    মেদ-ভুড়ি - ৩

    বুজুর্গদের কথা :

    - সারা রাত জেগে নামাজ পড়ার থেকে আমার কাছে রাতে এক লোকমা কম খাওয়া বেশি পছন্দের।

    - নফস! তুমি ক্ষুধার্ত থাকতে ভয় পাচ্ছ? অথচ আল্লাহ তায়ালা উনার সবচেয়ে প্রিয় নবি ﷺ এবং বান্দাদের ক্ষুধা উপহার দিয়েছিলেন।

    - হে আল্লাহ! আপনি আমাকে ক্ষুধার্ত রেখেছেন এর সাথে রাতে আপনার নৈকট্য দান করেন। এই নিয়ামত আপনি শুধু আপনার প্রীয়জনকে দিয়ে থাকেন।

    //___________
    একজন বললো : মানুষের কাছে হাত পাততে হয় না, এতটুকু রিজিক যার আছে সে সবচেয়ে সুখি।
    অন্যজন তার জবাবে বললেন : না। বরং যে সবসময় ক্ষুধার্ত থাকে। এর পর আল্লাহর উপর সন্তুষ্ট থাকে সে সবচেয়ে সুখি।
    ________//

    - ক্ষুধা আখিরাতের জন্য সবচেয়ে উপকারি। তৃপ্তির সাথে খাওয়ার সবচেয়ে ক্ষতিকর।

    - ক্ষুধার জন্যই আল্লাহ মানুষকে ভালো বাসেন। আর কোনো কারন নেই।

    - যে পানির উপর হাটতে পারে, সে ক্ষুধার্ত থেকে এরকম হাটতে পারে।

    - মুসা আঃ যে ৪০ দিন আল্লাহর সাথে কথা বলেছিলেন, সেই দিনগুলোতে কিছু খান নি।

    [ গাজ্জালির কিমিয়ায়ে সায়াদাত থেকে ] পেইজের স্কেন কমেন্টে।

      Comments:
    • -

      - 737 Max was supposed to save the plane even if the pilot did something obvious wrong.

      Not crash it, even if the pilot didn't do anything obviously wrong.

    21-Mar-2019 11:44 pm

    22-Mar-2019 12:53 am


    অন্তরের টান বলে একটা কথা আছে।
    শেষ যুগ, এই টানটা প্রবল হচ্ছে।

    আগে যে যেই দিকে থাকুক না কেন মানুষ তার টান যে দিকে সে দিকের দলের দিকে ঝুকে পড়ছে, মিলে যাচ্ছে।

    একেবারে শেষে গিয়ে শুধু দুটো ক্যম্প থাকবে।
    এক দলে শুধু মুনাফেক, কেউ মুসলিম নেই।
    অন্যদলে শুধু মুসলিম, কেউ মুনাফেক নেই।

    22-Mar-2019 12:53 am

    22-Mar-2019 2:18 pm


    আলেম :

    ঐ যুগে প্রেস ছিলো না। এক বই দেখে দেখে হাতে লিখে দ্বিতীয় বই তৈরি করতে হতো।

    হাজার হাজার হাদিসের বিশাল কিতাব। উস্তাদের থেকে একটা একটা করে হাদিস ছাত্ররা শুনতো। সেটা কিতাবে লিখতো। ভেরিফাই করতো। এর পর সে অন্য কোনো দেশে চলে যেতো সেই কিতাব নিয়ে। শুধু কিতাব নিয়ে আসে নি, মুহাদ্দিসের থেকে হাদিসগুলো শুনেও এসেছে।

    এভাবে ইলম আমাদের কাছে পৌছছে। উনাদের কষ্ট পরিশ্রম ঘাম দ্বারা।

    নেটে মুসলিম মুসলিমদের এখন গালি দেয় সবচেয়ে বেশি। কারন "তারা এখন আর মুসলিম না, কাফের"।

    ঐ যুগে এগুলো ছিলো না? হয়তো ছিলো। বিরোধিতা ছিলো। গালা গালি ছিলো। যুদ্ধ হত্যা ছিলো। কারন ফিতনা দূর করছে। যে য়েটাকে ফিতনা মনে করে।

    এর মাঝ থেকে আলেমরা ইলম বহন করে গিয়েছেন। অনেকের গালি খেয়ে। অনেক বিরোধিতার পরেও। যারা শুনে তাদের জন্য। এই ইলম কোনো এক জাতির উপকার না করলেও এদের পরবর্তি বংশধরদের উপকার করবে।

    নবুয়তি ইলম। যেটা আসমান থেকে এসেছে। আল্লাহর কাছ থেকে।

    এটাই ইলমের সেতু। আলেমরা তার স্পেন।

    কলম ছিলো না। কাঠি চেছে কিছুক্ষন পর পর কালিতে চুবিয়ে যারা লিখতেন।

    আল্লাহ তায়ালা তাদের মর্যাদা আরো বাড়িয়ে দিন।

      Comments:
    • ^ রান্না ঘরে একটা exhaust fan লাগিয়ে রাখতে হবে। তবে হবে।

    22-Mar-2019 2:18 pm

    22-Mar-2019 5:27 pm


    Reminder :


    তাকি উসমানি সাহেব রিসেন্টলি তবলিগের দুই গ্রুপের মাঝে ঐক্যের কাজ করছিলেন। গোপনে। এবং এটা কিছু একটা ভালোর মুখ দেখছিলো।


    আমাদের মুজাহিদ ভাইদের ফিকাহ মতে উনি "কাফের"।

      Comments:
    • Context :
      https://www.dawn.com/news/1471212
      https://www.dawn.com/news/1471212
    • উপরে।
    • "...police guard Farooq and private guard Sanobar Khan were killed in the attack."

    22-Mar-2019 5:27 pm

    23-Mar-2019 4:36 am


    It would be interesting to watch who wins the upcoming USA election. My bet would be on Trump winning a second term.

    Indian election result will be out by mid Ramadan. Modi most likely would be here to continue as well, with a new energy.

    23-Mar-2019 4:36 am

    23-Mar-2019 4:59 am


    If you would like to see how the 3rd temple would look like, it's in this video posted by Trump's Secretary of State [what we call Foreign Minister] at 1:00, video in comment.

    This comes after Trump declares Golan heights belong to Israel.

    23-Mar-2019 4:59 am

    24-Mar-2019 4:55 am


    Million people march in London. And things can hardly go more south. With the on going Brexit deal-no deal-extension fiasco.

    Why did they ever want a Brexit?

    Because EU mandated that every country has to take their fair share of refugees. Britain didn't want to. And the only way out was through an "exit".

    Why was there this flood of refugees? Because of Syria war.

    Why was there a Syria war? Because of Arab Spring.

    And how did that Arab Spring touch Syria? Because some kids in a Syrian school wanted a play.

    And the world now in chaos.

    24-Mar-2019 4:55 am

    24-Mar-2019 7:42 am


    আজকের খবর : শাহনাজ রহমতুল্লাহ ডেড।

    ৮০ এর দিকে যে সকল নায়ক-গায়ক-সেলিব্রিতি যারা ছিলেন সবার সময় হয়ে এসেছে। একে একে ডাক।

    কে যে কখন মারা যাচ্ছে, কে বেচে আছে সেটাও মনে থাকে না।

    চেক করে দেখলাম নায়ক রাজ্জাক? ২০১৭ সালে মারা গিয়েছেন।
    বুলবুল আহমেদ? ২০১০ এ।

    সোহেল রানা, যিনি চুলের জন্য বিখ্যাত ছিলেন। কিন্তু নিন্দুকেরা বলতো এটা নাকি উইগ? উনি এখনো বেচে আছেন।

    24-Mar-2019 7:42 am

    24-Mar-2019 10:10 pm


    শাহনাজ রহমতুল্লাহর কথা :

    আমার নামাজ পড়েই সময়টা বেশ কাটছে। ওমরাহ করে আসার পর দিন থেকেই আর গান করতে ইচ্ছা করেনি। তখন আমি নামাজ পড়া শুরু করেছিলাম।

    পবিত্র কাবা, মহানবী (সা.)-এর রওজা শরিফ দেখে আসার পর থেকে পার্থিব বিষয়ে আগ্রহী নন তিনি। বাকিটা জীবন সৃষ্টিকর্তার কৃতজ্ঞতায় প্রার্থনা করেই কাটাতে চান।

    এ সময় এখনকার গান কেমন হচ্ছে সে বিষয়ে কিছুই জানেন না বলে জানান তিনি। টিভি দেখেন না, রেডিও শোনেন না তিনি।

    তা হলে সময় কাটে কীভাবে প্রশ্নে তিনি জানিয়েছিলেন, ভোর ৪টায় ঘুম থেকে ওঠে তাহাজ্জুদের নামাজ পড়েন। ফজর পর্যন্ত জায়নামাজে অপেক্ষা করতে থাকেন। ওয়াক্ত হলে ফজর পড়ে কোরআন শরিফ পড়া শুরু করেন।

    একজন হুজুর বাসায় এসে পবিত্র কোরআন শিখিয়ে যান বলে জানিয়েছিলেন তিনি। এভাবে পাঁচ ওয়াক্ত নামাজসহ আরও কিছু ধর্মীয় কাজ সারেন।

    এশার নামাজ শেষে দ্রুত ঘুমিয়ে পড়েন যেন পরবর্তী দিনে তাহাজ্জুদ নামাজ পড়তে জাগতে পারেন।

    সেদিন তিনি জানিয়েছিলেন, এখন হজে যাওয়াই মূল লক্ষ্য। হাঁটুতে ব্যথার কারণে হাঁটতে পারছেন না জানিয়ে তিনি বলেছিলেন, একটু সুস্থ হলেই আমার স্বামী আমাকে হজে নিয়ে যাবেন। স্বামী নিজে হজ করেছেন। এখন তিনি তাবলিগ করছেন।

      Comments:
    • https://www.jugantor.com/entertainment/158839/%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%9B%E0%A7%87%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B9

    24-Mar-2019 10:10 pm

    24-Mar-2019 10:42 pm


    Transcom এর চলছে এসি এক্সচেইঞ্জ অফার। পুরাতন এসি নিয়ে নতুন এসি দিয়ে যাবে। ডিসকাউন্ট প্রাইসে।

    জিজ্ঞাসা করলাম কত নিবেন? ৪৬ হাজার টাকা।
    সবচেয়ে কম দামিটা নিলে? ৩১ হাজার।

    নতুন না কিনে এসিটা রিপেয়ার করলাম।
    কমপ্রেসর বদলিয়ে। খরচ : ১৫ হাজার।

    শিক্ষা : এক্সচেইঞ্জ থেকে রিপেয়ার ভালো।

    24-Mar-2019 10:42 pm

    24-Mar-2019 11:02 pm


    অবশেষে সিসি ক্যমেরায় ধরা পড়লো স্যন্ডেল চুরির দৃশ্য।

    video:/img/photos_and_videos/videos/56152016_558828414638884_1698836372191707136_n_10156223805838176.mp4

    24-Mar-2019 11:02 pm

    24-Mar-2019 11:26 pm


    My AC buyers guide :

    "স্প্লিট নাকি উইনডো?"

    স্প্লিট। শব্দ কম। পাওয়ার কম খায়।

    "কয় টন?"

    দোকানদার যদি বলে "২ টন এসি লাগবেই, নয়তো হবে না।" তবে কিনবেন ১ টন। দোকানদার ক্ষেপে ফালাতে থাকবে। এর পরও stick with your decision.

    ২ টন এসি ১০ মিনিটে রুম ঠান্ডা করে ১০ মিনিট পর পর বার বার অন অফ হতে থাকবে রুম ঠান্ডা রাখার জন্য। কমপ্রেসর প্রতিবার অন হতে বিরাট কারেন্ট টানে। তাই এটা ইন-এফিসিয়েন্ট।

    ১ টন এসি একই রুম আরো এফিসিয়েন্টলি ঠান্ডা করতে পারবে। ১০ মিনিটের জায়গায় হয়তো ২০ মিনিট লাগবে।

    "ইনভারটার নাকি নন-ইনভারটার?"

    নন-ইনভারটার। ইনভারটারের জন্য এক্সট্রা ২০ হাজার টাকা খরচ করার মানে নেই। কারন আপনি প্রয়োজনের থেকে ছোট এসি লাগিয়েছেন। প্রয়োজনের থেকে বড় এসি লাগালে ইনভারটার পাওয়ার সেইভ করে। নয়তো দুটো পাওয়ার খরচ সমান।

    "এনারজি স্টার?"

    এনারজি স্টার না দেখে ব্রেন্ড দেখবেন। ভালো এনারজি স্টারের নন ব্রেনড এসি বেশি পাওয়ার টানবে। অল্প গ্যস চলে গেলেই স্টার রেটিং এর কোনো অর্থ থাকে না।

    "ভালো ব্রান্ড কোনটা?"

    পেনাসনিক।

    24-Mar-2019 11:26 pm

    25-Mar-2019 8:48 am


    You can't see anything of the prophet's ﷺ grave when visiting the Rawdah. Just a wall. Solid wall that doesn't have any gate. And one would have to break it to enter it. And there are three more layers of walls inside it.

    Therefore just say the salam and pass by. Don't try to peek in.

    This post had an attachment, which is now missing
      Comments:
    • The numbers have been divided by usage for the data to be more practical.

    25-Mar-2019 8:48 am

    25-Mar-2019 3:10 pm


    জর্দানে আজকে। এলাকার নাম "শোবাক" জর্দানের মাঝা মাঝি। পাহাড়ের উপর কিনা জানা নেই।

    উল্লেখ্য তিন দিন আগে, ২১/মার্চ থেকে গৃষ্মকাল আরম্ভ হয়েছে।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    25-Mar-2019 3:10 pm

    25-Mar-2019 3:53 pm


    এক জন সাকসেসফুল পারসন। মনে করেন হয় বড় ব্যবসায়ি, বা বড় পদ ধারি, বা বড়লোক, বা বড় ডিগ্রী ধারি, বা স্পোর্টসে বিজয়ী। হয়তো এদের প্রত্যেকের অর্জন সবসময় নিজের যোগ্যতা দিয়ে না। অনেকের ভাগ্য ভালো বলে, বা জন্মের কারনে।


    এখন আপনি তার সাকসেসকে "অপছন্দ" করতে পারেন। "আমি হলেও পারতাম, যদি আমার এই থাকতো" "আমি এগুলোর পেছনে ঘুরি না, এসবকে ঘৃনা করি"।

    এই কথাগুলোকে অন্যরা বলে "ঈর্ষা"। কিন্তু যে করে সে বলে "দুনিয়া বিমুখিতা" "গরিবের প্রতি সহানুভুতি"।


    অথবা আপনি তার বিজয়ে চিয়ার করতে পারে। উৎসাহ দিতে পারেন। খুশি হতে পারেন। যদিও হয়তো ক্রেডিট সব তার যোগ্যতার জন্য না। এর পরও সে সাকসেসফুল। অন্য যারা চেষ্টা করছে তাদেরও উৎসাহ দিতে পারেন। হাসি মুখে। আন্তরিকভাবে।

    উপরের ১ আর ২ নং গুনগুলো অনেকের নেচারেলি আসে। কারো মাঝে ১ বা কারো মাঝে ২ নং টা থাকে। বাকিদের কষ্ট করে শিখে আনতে হয়।


    পৃথিবীতে যত সফল লোক আছে তাদের একটা কমন গুন হলো তাদের সবার মন ২ নং এর মতো।

    সফলতার চাবি : অন্যের সফলতাকে অপছন্দ না করা।

    25-Mar-2019 3:53 pm

    25-Mar-2019 8:04 pm


    দ্বিনের অধিকাংশ বিষয়ে আমার "সংশয় নিরসন" হয়ে গিয়েছে। কিন্তু একটা ব্যপারে এখনো কনফিউশনে। মডারেট vs ফান্ডামেন্টলিজম।

    দুইয়ের মাঝে কোন জায়গায় পার্থক্যের দাগ টানতে হবে। এবং কোন দাগ "সিরাতিল মুসতাকিমের" অধিক নিকটবর্তি। জানা নেই।

    কোনো কংক্লুশন নেই। শুধু প্রশ্নগুলো পোষ্ট করতে পারি। যদিও প্রশ্নগুলো পড়েই "বিভ্রান্ত করছেন" পার্টি হাজির হয়ে যাওয়ার আশংকা আছে।

      Comments:
    • ^ indeed, that's the first question. shall try to define it later inshaAllah.

    25-Mar-2019 8:04 pm

    25-Mar-2019 9:09 pm


    News : "Today, for the first time in 52 years, with Prime Minister Netanyahu at his side, the president of the United States will formally recognize Israel's sovereignty over the Golan Heights." (Y)

    25-Mar-2019 9:09 pm

    25-Mar-2019 9:55 pm


    প্রসংগ "মিলাদ কিয়াম" এবং "ইবলিছ আলাইহি সালাম"।

    কিছু বলার নেই। Just keep watching.

    "ইবলিছ আলাইহি সালাম" আছে ভিডিওর 1:10 এ। লিংক কমেন্টে। ভাইরাল হচ্ছে।

      Comments:
    • https://www.facebook.com/watch/?v=310779059621757

    25-Mar-2019 9:55 pm

    26-Mar-2019 7:53 am


    "বিছানার পাশে যদি কম দামে ছোট একটা পোরটেবেল এয়ার কন্ডিশনারও বসাতে পারতাম। ঠান্ডা বাতাস খাওয়া যেতো।"


    বুঝতে হবে যে এয়ার কন্ডিশনারগুলো হলো "heat pump". তাপটা এক দিক থেকে নিয়ে অন্য দিকে ফেলে দেয়। তাই এক দিক দিয়ে ঠান্ডা বাতাস বের হবে অন্য দিক থেকে গরম বাতাস। গরম বাতাস ঠিক ঐ পরিমানে গরম হবে যতটুকু অন্য দিকের বাতাস ঠান্ডা করা হয়েছে। প্লাস কারেন্টের তাপ।

    গরম বাতাস বের না করে কেবল মাত্র ঠান্ডা বাতাস এক দিক থেকে বের করতে পারবে না। Physics এর law এর বাইরে।


    রুমের ভেতরের এসি যদি গরম বাতাস রুমের ভেতরই ছেড়ে দেয় তবে আপনার রুম ঠান্ডা হবে না। যদিও এই ধরনের "এসি"-ও আছে। এগুলোকে বলে dehumidifier. ঠান্ডা করে বাতাসের আদ্রতাকে সরিয়ে গরম বাতাসটা রুমের ভেতরই ছেড়ে দেয়। আগেকার দিনে কম্পিউটার সেন্টারগুলোতে দেখতাম এগুলো।

    কিন্তু এগুলো অন্য চিজ। আমাদের জন্য না। এসি আর ডিহিউমিডিফায়ারের মাঝে পার্থক্য হলো এসি গরম বাতাসটা বাইরে ছেড়ে দেয়। অন্যটা ঘরের ভেতর ছাড়ে। আর কোনো পার্থক্য নেই।

    26-Mar-2019 7:53 am

    26-Mar-2019 12:47 pm


    "কম দামি এয়ার কন্ডিশনারের মাঝে কোনটা কিনতে বলবেন?"

    এর মাঝে সবচেয়ে কম দামিটা। টাকা দিয়ে প্রশ্ন। যেহেতু সবগুলোর কোয়ালিটি প্রায় এক। এর মাঝে একটু ভালো কোনটা সেটা বুঝার উপায় নেই। Marketting pitch শুধু কম বেশি।

    এখন ২৫ হাজার টাকায় স্প্লিট এসি পাবেন।
    তাই ৩০ হাজার এ যাবার দরকার নেই।

    "কিন্তু এগুলো বেশিদিন টিকবে না। নষ্ট হয়ে যাবে।"

    সব কম্পানির ওয়ারেন্টি - গ্যরান্টি থাকে। আবার যে কোনো কম্পানির নষ্ট হতে পারে।

    যেটা বলেছিলম marketting pitch.

      Comments:
    • I am running 1 ton in my 260 sft room.

    26-Mar-2019 12:47 pm

    26-Mar-2019 1:51 pm


    "দেশের মানুষ না খেয়ে থাকে, আর দেখ এই লোকে কয় এসি?"

    প্রথম কথা : দেশে কোনো "ফকির মিসকিন" নেই। এটা আপনি না জানলেও আমরা টিভি এড থেকে জানি। বলেন তো মোবাইল ফোন, ব্লাউজ আর গ্রামে গ্রামে বিউটি পারলার কে দিয়েছে? বলতে পারবেন না। জানতাম। :- )

    দ্বিতীয় কথা : যে দেশে মানুষ না খেয়ে থাকে সে দেশে কম্পিউটার লেপটপ ব্যবহার করা নিয়ে আপনার কি মত? ব্যন করে দেয়া উচিৎ না?

    বিষয় হলো কম্পিউটার লেপটপ ব্যন করে দিলে আরো বেশি মানুষ না খেয়ে থাকবে। কারন এগুলো অনেকের পুজির উপকরন। যেমন ফ্রি লেন্সার।

    "এগুলোতে পার্থক্য আছে। লেপটপ দিয়ে টাকা কামায়। এসি দিয়ে কেউ টাকা কামায় না। এটা না বুঝার কি আছে? ত্যনা পেচান ক্যন? জাইগা থাকইকা যে ঘুমায় তারে জাগানো যায় না।"

    Indeed. ফ্রি লেন্সার যে রুমে লেপটপ-কম্পিউটার নিয়ে কাজ করে সে রুমে এসি না লাগাল সে বেশিক্ষন কাজ করতে পারবে না।

    "আমি বলছি বাসার এসির কথা। যেগুলা বিলাসিতা করে লাগায়। এইডার দরকার নাই।"

    কার চাচাতো ভাইয়ের রুমে এসি লাগবে আর কার মামাতো ভাইয়ের লাগবে না -- এই ডিটেলসগুলো নিয়ে আমি ফেসবুকে আরেকজনের স্টেটাস গরম করি না।

    নিজে সবসময় টাকা কামানোর ধান্ধায় থাকি যেহেতু। :- )

      Comments:
    • বলেছে। মুছে দিয়েছি এজ ইউজুয়াল ১০ মিনিটের মাঝে। ধরে নিচ্ছি আরো অব্যক্ত কথা আছে অনেকের। তাই FAQ.

    26-Mar-2019 1:51 pm

    26-Mar-2019 2:48 pm


    একটা ধারনা হতে পারে "থাকতে দেই। কি দরকার খোচা খুচির? আমি আমারটা নিয়ে থাকবো।"


    এর পর ইজরাইলের দিকে তাকাই। ফিলিস্তিনিরা যদি আক্রমন করে তবে ফিলিস্তিনিদের উপর পাল্টা আঘাত। আর যখন তারা শান্ত-চুপ থাকে তখন চলে তাদের ঘর বাড়ি ভেঙ্গে দিয়ে তাদের জমি দখল।

    ইজরাইল জেরুজালেম বিজয় করেছিলো ৫০ বছর আগে। এখনো কেন ইজরাইল এর পুরো দখল নিয়ে মুসলিমদের বের করে দেয় নি? কারন ছিলো আরবদের এগ্রাসিভনেস।

    এখন আরবরা ঠান্ডা। জেরুজালেম দখল নিয়েছে। গোলান দখল নিয়েছে। শুধু বাকি আছে সিনাই। সিসি পকেটে থাকলে তাড়া নেই।


    আমাদের দেশে এক সময় <...censored...>

    এখন সব চুপ-চাপ। ফল, যে শিক্ষা পশ্চিমে ব্যান। সেটা বাংলাদেশে "জেনারেশন ব্রেকথ্রু" নামে চলছে। key word দিয়ে সার্চ করলে পাবেন। আমি কোনো লিংক দিলাম না।


    একটা কনফিউশনের সময়। আল্লাহর কাছে সাহায্য চাওয়া।

    26-Mar-2019 2:48 pm

    26-Mar-2019 3:13 pm



    এক সময় বলা হতো "বাচতে হলে জানতে হবে"

    শহরের দোতালা বাসগুলোতে বড় বড় এড দিয়ে এই সব প্রচার করা হচ্ছিলো।
    জানলে দোষ কি? আপনাকে বাচানোর জন্যই তো!
    টিভিতে এড। তাতে একজন টুপি মাথায় হুজুরও আছেন।

    বাংগালি এই সব জানে নাই। এর পরও বেচে আছে।
    মরেছে অমুসলিম দেশের লোকেরা। জানার দরকার ছিলো তাদের।


    "জনসংখ্যা, সুখি পরিবার, পরিবেশ, ভারসাম্য?"

    দুনিয়া আর কত মানুষের ভার সহ্য করতে পারবে?
    এর পর নিউজিল্যন্ডের কিলারের মেনিফেসটো পড়ে দেখেন।
    তাদের বুকে কত দুঃখ।

    কেন?
    কারন মুসলিমদের লাইফস্টাইল পশ্চিমারা অনুসরন করে না, তাই।
    তাই পশ্চিমারা শেষ হয়ে যাচ্ছ।
    মুসলিমদের উপর ক্ষোভ।


    "কিন্তু পশ্চিমারা জানে বেশি। আমরা তাদের সুন্নাহ অনুসরন করি।"

    তবে দেখতে থাকেন।

    26-Mar-2019 3:13 pm

    26-Mar-2019 3:59 pm


    "সেলিব্রিতি"

    আমি যখন ছোট ছিলাম তখন সবচেয়ে বড় সেলিব্রিতি ছিলো MJ. সবাই পাগল তার জন্য। কনসার্টে তাকে দেখেই মানুষ আনন্দে কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়। সেগুলোর ভিডিও। কোনো এলবাম ছাড়লে বিটিভির ৮টার খবরে সেটা শিরোনাম হতো।

    সব ছিলো তার। নেভারলেন্ড। ডিজনিল্যন্ডের মতো একটা বাসা। অনন্তকাল বেচে থাকার জন্য তার শরির ফ্রোজেন করে ৩০ বছর ঘুম পাড়িয়ে রাখার কাহিনি। খবরটা হয়তো ফেইজ ছিলো কিন্তু কে শুনে কার কথা।

    ছিলো কালা মানুষ হয়ে গিয়েছে ধলা। কি পায় নি জীবনে, যা চেয়েছিলো। বিয়ে করেছিলো ঐ সময়ের টপ মেয়েকে।

    এর পর তার মৃত্যুর পরে এখন ১০ বছর। তার জীবনের পাপ কষ্ট আর দুঃখের কথা বেরুচ্ছে।

    ব্যসিক্যলি তার জীবনে কিছুই ছিলো না। একেবারে ভাঙ্গা চুড়া একটা লোক। যদি শুনেন "তার এই ছিলো না, এটা পায় নি" তবে করুনা করবেন।

      Comments:
    • এর জন্যই উস্তাদে বলেছিলো যে কোনো একটা নিয়ে থাকতে। দুই নৌকায় পা না দিতে। হলো না কোনোটাই। :- )

    26-Mar-2019 3:59 pm

    26-Mar-2019 5:55 pm


    জ্বীন :
    https://www.facebook.com/habib.dhaka/posts/10151058655208176

    https://www.facebook.com/habib.dhaka/posts/10151059762193176

    https://www.facebook.com/habib.dhaka/posts/10151060892453176

    26-Mar-2019 5:55 pm

    26-Mar-2019 10:31 pm


    মালটিপ্যল জিনিস নিয়ে না পড়ে একটা জিনিস নিয়ে পড়তে হবে। "দুই নৌকায় পা না দেয়া"।

    ঐ এনগেজিং একটা জিনিস কোনটা হবে? সেটা বের করার চেষ্টা করছি এখনো। সামনের কয়েক বছরের জন্য।

      Comments:
    • তাদের আন্ডার গ্রাইন্ড টিম আছে। সিক্রেট গ্রুপ। ঐ খানে কিছু পোষ্টের লিংক দিয়ে বলে দল বেধে রিপোর্ট করো। সবাই করে। আগে তাদের রিপোর্টে কিছু হতো না। কয়েক দিন ধরে ফেসবুক থ্রেশহোল্ড নামিয়ে দিয়েছে। নিউজিলেন্ডের ভিডিও পরে।

    26-Mar-2019 10:31 pm

    27-Mar-2019 7:36 am


    Was seeing Ocasio-Cortez name in news again. The one that caused Amazon's NY deal to cancel. What now?

    It's a proposal called "Green New Deal" that she brought up. So ridiculous that it was actually Republicans that put it up for vote. As a comedy show.

    What would the Dems do now? Vote for it? Against it?

    They voted "Present" which means neither yes nor no.

    Just for the laugh for it.

    27-Mar-2019 7:36 am

    27-Mar-2019 1:55 pm


    India shoots down satellite in space.

    The catch?

    Doing it was banned by UN as this creates a lot of space debris.

    More debris added in space because some Indian politician wanted to win an election.

    27-Mar-2019 1:55 pm

    27-Mar-2019 6:01 pm


    Things couldn't look any better for Trump for the upcoming election year. He has been cleared of Russian charges, next his accuser's lawyer arrested for extortion fraud, and finally he has received the funding for his wall and Dem's final veto attempt have failed.

    গায়বি মদদ।

      Comments:
    • The forbidden art of Chi.

    27-Mar-2019 6:01 pm

    27-Mar-2019 9:21 pm



    তবলিগের দুই পক্ষের কথা থেকে সাইন আউট করছি। অর্থাৎ এগুলো আর ফলো না করার চেষ্টা করবো। "কে ঠিক?" তাতে সত্যিকারে তেমন কিছু আসে যায় না। যেহেতু আমি মাঠে একটিভ না। এর মাঝে যতটুকু আসে-যায় তারা জন্য দেখা হয়েছে। ময়দান ছেড়ে দিতে হয় কর্মিদের জন্য।

    ভালো মন্দ সব দলেই আছে। চেষ্টা করি মন্দগুলোকে গুরুত্ব কম দিতে।


    ময়দানে এখন কওমি-হেফাজত সবচেয়ে শক্তিশালি দল। আলেমগন সবাই কি ভালো? হয়তো না। তবুও "ধানের সাথে চিটা একই দরে বিক্রি হয়।"

    কিন্তু শেষ যুগ। চিটা ধান আলাদা করার জন্য "ফিতনা"। আলেমদের মাঝে কি চিটা কি ধানের ধরে বিক্রি হবে?

    আমি এই সব ব্যপারে এক ধারনা করি, আল্লাহ তায়ালা ধারনা করেন অন্য। শেষ হিসাবে উনার কাছে।


    কওমিদের মাঝেও হয়তো একটা বিভাজন দেখা যাবে। হয় কিনা দেখার বিষয়। এর জন্য সময় সামনের ৫ বছর।

    যদি না হয় তবে এটা এত মকবুল জামাত যে এরাই হবে মাহদির সংগি।

    27-Mar-2019 9:21 pm

    27-Mar-2019 10:45 pm

      Comments:
    • Antidote : Bruce Lee died under aged, 'cause he gave too much effort chasing his aim.

    27-Mar-2019 10:45 pm

    27-Mar-2019 11:16 pm


    তবলিগের দুই পক্ষের কথা থেকে সাইন আউট করছি। আর জেনে লাভ নেই কারন আমি মাঠে একটিভ না। ময়দান কর্মিদের জন্য।

    27-Mar-2019 11:16 pm

    28-Mar-2019 6:01 am


    Kessler syndrome : when there are enough junks in orbital space, a collision between two junks create millions of more junks. Which then collides again with other junks and a chain reaction ensues. Cutting off human's access to space.

    Journalists are now coming up with the reality of India's test.

    "India's anti-satellite missile test just moved humanity closer to a space-junk nightmare scenario"

    https://www.businessinsider.com/india-missile-shoots-down-satellite-space-debris-junk-risk-2019-3?utm_content=buffer71ae5&utm_medium=social&utm_source=facebook.com&utm_campaign=buffer-ti&fbclid=IwAR3I6fvqeXBOCzfE5KqlerjTuYXh3vYfKlS4gswOYIgBH1vrJw9g1Etv2oE

    28-Mar-2019 6:01 am

    28-Mar-2019 6:32 am


    Story of a Russian woman who won 250K in poker.

    It was actually a 20K win, because of all the tournament fees that she had to pay before it, but didn't win.

    And she is making far less than what a regular job would have paid.

    So why is she in it? Because of the addiction.

    Another reason to emphasize : don't get engage in a non-productive "zero sum game" thinking you can outsmart the others. Everyone loses here including the winner.

    28-Mar-2019 6:32 am

    28-Mar-2019 6:46 am


    "Zero sum games"

    - Gambling.

  • Betting.
  • Forex.
  • Day trading.
  • Insurance.

    Anything where your win means someone else's equal loss.

    "Constructive works"

    - Producing.

  • Transporting.
  • Other services.

    Anything that makes people's life better easier or happier.

    28-Mar-2019 6:46 am

  • 28-Mar-2019 7:19 am

    28-Mar-2019 7:04 pm


    ঘরে তৈরি ইদুরের বিষ।

    ঠিক বিষ না। কারন এটা মানুষের ক্ষতি করে না। ইদুর খেলে মরে যাবে। কারন দুইজনের পেট এক রকম না।

    - পিনাট বাটার ২ ভাগ।

  • বেকিং পাউডার ১ ভাগ।

    অর্থাৎ বেকিং পাউডার নিতে হবে পিনাট এর অর্ধেক। মিশিয়ে লাড্ডু করে ইদুরকে খেতে দিতে হবে। খেলে মরে যাবে।

    "কেন?"

    কারন বেকিং পাউডার গ্যস তৈরি করে। মানুষ পেটের গ্যস মুখ দিয়ে ছেড়ে দিতে পারে। ইদুর পারে না। পেট ফুলে মারা যায়।

    "এগুলো কই পাবো?"

    পিনাট বাটার পাবেন বড় যে কোনো কনফেকশনারি দোকানে। এলাকার দোকানে না পেলে শহরের কেন্দ্রের দোকানে খোজ করেন। গুলশানে পাওয়া যায়। এটা চিনা বাদাম গুড়া করে এর পেষ্ট। অন্য কিছু মিশানো নেই। বাচ্চারা রুটির সাথে মিশিয়ে খায়।

    পিনাট বাটার দেয়ার কথা বলা হয়েছে ইদুর এটা খেতে পছন্দ করে বলে। অন্য কিছু দিলেও সমস্যা নেই। ইদুর খেলেই হলো। যেমন আটার গোল্লা, সাথে অল্প চিনি মিশিয়ে।

    বেকিং পাউডারকে বলে "খাওয়ার সোডা" "রান্নার সোডা" "রুটির সোডা" এলাকার বাজারের যে কোনো দোকানে পাবেন। হোটেলগুলোতে রুটি তৈরি করার সময় মিশায় যেন রুটি সেকার সময় এর গ্যস বের হয়ে রুটিটা ফুলে যায়।

    28-Mar-2019 7:04 pm

  • 28-Mar-2019 10:31 pm


    মু'মিন
    মসজিদে গিয়ে যখন সে বসে
    যেন সে আল্লাহর সামনে এসে বসেছে।

    হয়তো হাটুতে মাথা গুজে আছে, কিন্তু আল্লাহর সামনেই বসেছেন।
    কখনো দেখে নি। কিন্তু দেখার প্রয়োজন নেই।

    তার বিশ্বাস এমন যেন সে নিজের চোখে দেখছে।
    এ থেকে শাহাদাহ -- এমন সাক্ষ্য যেন সে দাড়িয়ে দেখে এসেছে।

    ঈমান,
    এই না যে "উনি" শুধু একটা "ব্যখ্যা", শুধু "বর্ননা"।
    বরং এখন বাইরে গিয়ে তাকালে আমার দৃষ্টি তারকা পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায়।
    যদি আরো দূরে যেতো তবে এর থেকে দূরে আরশ আমি এখন দেখতে পারতাম।

    এর পর "উনি"। সেখানে আছেন। আমার দিকে তাকিয়ে।
    আমার দৃষ্টি শেষ হয়ে যায়। কিন্তু "উনি" আছেন তার কিছু পরেই।

    আমি দেখি না।

    কিন্তু তাতে কি?

    মসজিদে গিয়ে হাটু গেড়ে বসলে।
    সে যেন উনার সামনেই বসলো। শান্ত হয়ে।

    28-Mar-2019 10:31 pm

    29-Mar-2019 8:31 am


    এফআর টাওয়ারের মালিকের নাম পত্রিকায় আসছে না।

    খুবই টপ লেভেলের কেউ হবে।

    29-Mar-2019 8:31 am

    29-Mar-2019 12:01 pm


    সরকারের স্বিদ্ধান্ত নিতে একটু দেরি হচ্ছে। ধর্য্য ধরে বসেন।

    খবর : "আজ ১১টা জানানো হয়, মৃতের সংখ্যা ২৫। সংবাদকর্মীরা তৎক্ষণাৎ সেই সংবাদ প্রকাশও করেন। কিন্তু ১২টায় অফিসার খুরশিদ আলম মৃতের সংখ্যা কমিয়ে দেন। জানানো হয়, মৃতের সংখ্যা ১৯। একই লাশ দুবার করে গণনা হওয়ার কারণে এমন বিভ্রান্তি হয়েছে। সংখ্যাটা আসলে ১৯ হবে, ২৫ নয়।"

    আরো খবর : "মোস্তাক আহমেদ বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সবার লাশ শনাক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ২৪ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি একজনের লাশ ঢাকা মেডিকেলে আছে।"

    29-Mar-2019 12:01 pm

    29-Mar-2019 3:52 pm


    পানির ফিলটার :

    সিদ্ধ করা :

    আগে এটাই ছিলো একমাত্র পদ্ধতি।
    (+) বেকটেরিয়া ভাইরাস মরবে।
    (-) বাজে ময়লা-কেমিক্যল সরবে না।

    কেমিক্যল পানিতে আসবে যদি ড্রেনের ময়লা সাপলাইয়ের লাইনের সাথে লিংকড হয়ে যায় ওয়াসার লাইনের কোথাও। যেটা ঢাকায় সবজায়গায় থাকে। ময়লা পানি নিয়ে সিদ্ধ করলে ময়লা সরবে না।

    চুনা ফিলটার :

    এটা সবচেয়ে কমন ফিলটার। নীল প্লাসটিকের কনটেইনারে সাদা একটা গম্বুজের মতো থাকে নিচে। এটা চুনা।

    (+) ময়লা সরবে।
    (-) ভাইরাস মরবে না। চুনের ভেতর দিয়ে পাস করে যাবে। খুব ছোট বলে।
    (-) কিছু পরে পরে গামলা করে পানি ঢালতে হয় ফিলটারে।

    UV ফিলটার :

    (+) ভাইরাস মরবে। UV হলো একটা রেডিয়েশন। যেটা ব্যকটেরিয়া ভাইরাস মেরে ফেলে।
    (+) লাইনের সাথে লাগানো বলে পানি ঢালতে হয় না।
    (-) আলাদা ফিলটার দিয়ে ময়লা সরালেও, ক্যমিক্যল সরবে না। যেমন আরসেনিক।
    (-) কারেন্ট লাগবে চলতে।

    এখন RO ফিলটার :

    (+) সবচেয়ে ভালো। সব কিছু সরিয়ে দেয়। ব্যকটেরিয়া, ভাইরাস, ময়লা, কেমিক্যল, আরসেনিক সব।
    (-) ১ লিটার পানি পরিষ্কার করতে আরো ৩-৪ লিটার পানি মেশিনটা ফেলে দেয়। পানির অপচয় বেশি।

    "RO Filter কোথায় পাবো?"

    Daraz এ সার্চ দিন "RO filter" দিয়ে।

    "দাম কতো?"

    ১২ হাজার টাকার মতো।

    "ফিলটার বদলাতে হবে?"

    হ্যা। বছরে একবার করে বদলালে ৪ হাজার টাকা পড়বে। সাথে কারেন্ট খরচ। আর পানি যেটা পড়ে যাচ্ছে সেটা খরচ।

      Comments:
    • দেখি নি। তবে খারাপ হবার কথা না কোনোটাই।

    29-Mar-2019 3:52 pm

    29-Mar-2019 4:23 pm


    "ফিলটার কতটুকু কাজ করছে কি করে বুঝবো?"

    ICDDRB তে নিয়ে গেলে তারা নাকি টেষ্ট করে দেয়। কিন্তু আমি কখনো করি নি। সেখানে যাবার সময়ও নেই।

    নিজে করতে চাইলে TDS Meter দিয়ে করতে পারেন। এতে "ক্যমিক্যলের" পরিমান শুধু ধরা পড়বে। ব্যকটেরিয়া ভাইরাস না। কিন্তু ধরে নেয়া যায় ফিলটার করার আগে ময়লার রিডিং যা ছিলো ফিলটারের পরে যদি এর ১০ ভাগের এক ভাগ হয়ে যায় তবে আশা করা যায় ফিলটার কাজ করছে। এবং ভাইরাসও মরেছে।

    আপনাকে টেপের পানির মাপ নিতে হবে আর ফিল্টার করার পরের পানির। দুটোরই।

    চুনার ফিল্টারে নিচের ধাপে পাথর থাকে যেটা মিনারেল যোগ করে দেয়। এতে TDS চুনা দিয়ে কমার পরে পাথর থেকে কিছু বাড়বে। এগুলো স্বরনে রাখতে হবে।

    "TDS Meter কোথায় পাবো?"

    Daraz এ সার্চ দিন।

    "দাম কত?"

    ৫০০ টাকার মতো।

    29-Mar-2019 4:23 pm

    29-Mar-2019 7:41 pm


    They say that the best strategy when the building you are on catches fire is to stay where you are.

    You can later check from outside on which floor the fire started. And can come up with theories that people should have gone that way to get saved. But when you are in the building on the moment when everyone is shouting fire and you are seeing smoke, it's hard to exactly know whether the fire has started on your top floor, or bottom floors.

    29-Mar-2019 7:41 pm

    29-Mar-2019 9:18 pm


    Basically I am unsubscribing from all religious debate and criticism. Who cares if they in-fight to death.

    Not my problem.

    29-Mar-2019 9:18 pm

    29-Mar-2019 9:26 pm


    "Why don't you answer questions?"

    First of : most of the people that ask a question, ask it to introduce a debate. Not that they don't know it, and want an answer.

    In other cases I feel that the questioner doesn't have the background knowledge to gasp the answer posted. And therefore there will be a lot of followup questions as soon as I answer, which would like to avoid.

    And in third type of cases, there aren't any fixed answer. Or basically I just don't know. Which is the case for most of the "what's the ruling of this..." kind of questions.

      Comments:
    • https://www.facebook.com/habib.dhaka/posts/10156234942393176

    29-Mar-2019 9:26 pm

    30-Mar-2019 12:33 am


    Last month an Indian chopper crashed killing all 6 soldiers on board and also killed a 7th person on land. It was at the height of PK shooting down two Indian jets.

    Today's news : The V5 was shot down by Indian missile. Mistaking it for PK.

    30-Mar-2019 12:33 am

    30-Mar-2019 6:45 am


    The Brexit saga is dragging on for so long that at this point it's better to ignore all, and wait for the real thing to actually happen for it being considered as news.

    Signing out from all Brexit news.

    30-Mar-2019 6:45 am

    30-Mar-2019 9:07 am


    জিহাদের ব্যপারে আমার অবস্থান :

    মুসলিমদের খলিফা যখন জিহাদের ডাক দেয় তখন জিহাদ।

    মহল্লার ৫ জন ছোট ভাইকে নিয়ে জিহাদি টিম গঠন করলে জিহাদ হবে না।

    যেমন সরকারকে বাদ দিয়ে কোনো "দলে" যোগ দিয়ে জিহাদ করলে জিহাদ হবে না।

    যেমন মহল্লার ৫ জনে মিলে এক চোরের হাত কেটে দিলে শরিয়া কায়েম হবে না।

    চোরের হাত কাটতে হলেও সরকারি বিচারকের রায় লাগবে।

    "যদি সরকার কখনোই ডাক না দেয়?"

    তবে জিহাদ নেই। যেমন আমার মাল না থাকলে জাকাত নেই।

      Comments:
    • প্রশ্ন : "এই এই .... ক্ষেত্রে আপনি কি বলবেন?"
      উত্তর : আপনি কি বলবেন?

      "আমি বলবো এই।"
      তবে আমাকে জিজ্ঞাসা করছেন কেন?

    30-Mar-2019 9:07 am

    30-Mar-2019 12:13 pm


    আশারি-আথারি তর্কে আমার অবস্থান :

    কোরআন শরিফে যে আয়াতে পড়ি আল্লাহ তায়ালা আরশের উপরে আছেন তখন বিশ্বাস করি উনি আরশের উপর আছেন। আর যখন পড়ি প্রতিটা মানুষের সাথে আছেন তখন বিশ্বাস করি প্রতিটা মানুষের সাথে আছেন।

    30-Mar-2019 12:13 pm

    30-Mar-2019 8:00 pm


    শিয়া - তাকফিরি।


    শিয়াদের শহরে তাদের সাথে বেশ অনেক বছর থাকা হয়েছিলো আমার, জীবনের কোনো এক সময়।

    এবং ঐ সময় দেখেছিলাম যে তাদের সাথে আমি যতই "নরমাল" আচরন করি না কেন তারা তাদের অন্তরের ঘৃনা উগরে দিবে আমার দিকে। মানে কোনো ভাবেই তাদের সাথে বন্ধুত্ব করার উপায় নেই। কিন্তু একই শহরের সুন্নিদের রূপ ছিলো সম্পূর্ন ভিন্ন। নম্র - বন্ধুত্বপরায়ন। দেখলে সবসময় হেসে সালাম দিতো।

      Comments:
    • “I’m fine actually. After I realized the umbrella was going to keep going up, I jumped off. I think I rose three or four meters,” the man said.

    30-Mar-2019 8:00 pm

    30-Mar-2019 9:28 pm


    "জিহাদি" চ্যপ্টার ক্লোজ করে "সুন্নি" ধারা কিছু খুলে দেখলাম কি অবস্থা। দেখলাম সেখানে আরো বিভৎস অবস্থা। কাটা-কাটি কয়েক মাস আগে যা দেখেছিলাম এখন তার ১০ গুন বেশি। তখন ছিলো যুদ্ধের ইন্ট্রোডাকশন, এখন পুরোদস্তুর। আর এমন সব বিষয় নিয়ে যেগুলো একেবারে "ফান্ডামেন্টাল"। কিন্তু এখন "ব্যখ্যা" ভিন্ন।

    এগুলো নিয়ে দুই একটা পোষ্ট দিতে চাচ্ছিলাম। কিন্তু পোষ্ট দিলেই ঐ ধারা থেকে বহু ফলোয়ার জমে যাবে তর্ক জমানোর জন্য। শেষে আবারো ব্লক।

    কেউ আমারে বুদ্ধি দেন কোন দিকে যাবো।

    30-Mar-2019 9:28 pm

    30-Mar-2019 10:01 pm


    Therefore desperately seeking an engaging and immersive topic.

    আমাকে এই সব ইসলামি বিতর্কিত বিষয় নিয়ে পোষ্ট দেয়া বন্ধ করতে হবে।

    আর নতুন সাবজেক্টটা এমন হতে হবে যেটা আমি "জানি না"। কারন ফেসবুকে নিজের "অজ্ঞতা জাহির করা" আমার পুরানো অভ্যাস। :- )

      Comments:
    • আল্লাহ তায়ালা আপনাকে উত্তম পুরষ্কার দান করুন। জান্নাতে উচ্চ স্তর দান করুন।
    • আর কেউ?
    • ^ কিন্তু... কিন্তু আপনি তো... অন্য ধারার বলে জনতাম যারা এই সবকে পুরোই পথভ্রষ্টতা মনে করে।

    30-Mar-2019 10:01 pm

    30-Mar-2019 11:50 pm


    NATO vs Russia :

    In the 80s, the US war machines were the most breath taking. And Russia [then called USSR] far lagged behind.

    40 years later. Now it's Russia that's coming up with newer and newer machines with their unique Wow factor. And it's the USA that's lagging behind.

    BusinessInsider Article in comment.

    "An S-400 can spot even stealth aircraft such as the F-35 and, using a relatively cheap missile, down a jet that costs many hundred times its own value."

    Explains why USA is so much opposed to India and Turkey getting the system.

    30-Mar-2019 11:50 pm

    31-Mar-2019 6:53 am


    দ্বিন নিয়ে তর্ক এখন একটা comical level এ পৌছে গিয়েছে। The only reason you might want to follow it is for the entertainment value.


    মনে করেন নতুন ফারেগ আলেম। ইউটুবে কিছু ভিডিও পোষ্ট করতে হবে প্রতিষ্ঠিত আলেমদের আক্রমন করে। রাতা রাতি জনপ্রীয়তা পেয়ে যাবেন। এর পর ওয়াজ-মাহফিল কামাই সেই জনপ্রীয়তার সূত্র ধরে। আগে যা করতে ১০ বছর লাগতো, সেটা এখন ১০ মাস।


    আলেম না? তবে ইউটুবের বদলে ফেসবুকে আসতে হবে। কিছু "সেলিব্রিতি" টারগেট করে এদের আক্রমন করেন। দুই দিন পরে আপনিও সেলিব্রিতি।


    হাজার হাজার লোক এখন উপরের দুই পথের পথিক। এবং এই ভিড় প্রতিদিন গুনিতক হারে বাড়ছে।

    তাই দ্বিনের ব্যপারগুলো দূরে থাক। Think positive. অন্য কিছু নিয়ে পড়তে হবে।

    31-Mar-2019 6:53 am

    31-Mar-2019 8:11 am


    হিফাজতের দোয়া :

    কমেন্টে একটা ভিডিও যেখানে এক জন বলছেন যে মুফতি তাকি উথমানি সাহেব কখনো বলেছিলেন "আমি দুয়ায়ে আনাস পড়ি।" উনি বলছেন এর বরকতে আল্লাহ তায়ালা তাকি উথমানি সাহেবকে বাচিয়ে দিয়েছেন।

    এই দোয়ার ইতিহাস ফেসবুকে খুজলে পাবেন। আমি সেটা লিখলাম না। শুধু দোয়াটা দিলাম।

    بِسْمِ الله علیٰ نفْسِی و دِینیْ
    بسم الله علیٰ اَهْلی و مالِیْ و وَلَدِیْ
    بسم الله علیٰ ما اَعْطَانِیَ الله
    الله ُرَبِّی لا اُشْرِکُ بِهِ شَيْئاً
    الله ُاکبر الله ُاکبر الله ُاکبر
    و اَعَزُّ و اَجَلُّ و اَعْظَمُ ممِاَّ اَخَافُ و اَحْذَرُ
    عَزَّ جَارُک و جَلَّ ثَنَاؤُک ولا اله غَیْرُک
    اللهم اِنِّی اَعُوْذُبِکَ مِنْ شَرِّ نَفْسِی
    و مِن شَرِّ کُلِّ شَیْطَانِ مَّرِیْدِ
    و مِن شَرِّ کُلِّ جَبَّارِ عَنِیْدِ
    فَاِن تَوَلَّوْا فَقُل حَسْبِی الله لا اله الا هو
    عَلَیهِ تَوَکَّلْتُ وهو ربُّ العَرْشِ العَظِیمْ
    اِنَّ وَلِیَّ ىَ الله الَّذِی نَزَّلَ الْکِتَابَ و هو یَتَولَّ الصَّالحِین

    এই হাদিসটা সহি হবার ব্যপারে সন্দেহ আছে পড়েছিলাম। তাই আগে দোয়াটা শেয়ার করি নি। কিন্তু এর লাভ যদি প্রমানিত হয় তবে এর পর কিছু বলার থাকে না।

    আল্লাহ তায়ালা আমাদের ভুল ত্রুটির জন্য ক্ষমা করুন।

    #HabibDua

    31-Mar-2019 8:11 am

    31-Mar-2019 11:37 am


    দ্বিনি ইখতেলাফি-বিতর্কিত বিষয়ে আমার অবস্থান :

    "অধিকাংশের" মত ঠিক।
    এর পর আর কারো যুক্তি-দলিল দেখি না।

      Comments:
    • ^ Deep.

    31-Mar-2019 11:37 am

    31-Mar-2019 3:11 pm


    আল-ওলাআ ওয়াল বারাআ, আমার অবস্থান :

    অমুসলিমদের মাঝে,
    যে মুসলিমদের ঘৃনা করে তাকে আমি ঘৃনা করি।
    যে করে না, তার সাথে ভালো ব্যবহার করি।

    31-Mar-2019 3:11 pm

    31-Mar-2019 4:36 pm


    Another MIG 27 crashed today in India.
    That brings up the total number of fighters lost by India to 8 within the last 30 days.
      Comments:
    • মাসের শেষে ইতি মানে নতুন চাকরি ঠিক করে এই ব্যক্তি নিজে ইস্তফা দিচ্ছে।
      আর যারা ফায়ার্ড হয় তারা চুপ চাপ চলে যায়, ফেসবুকে ঘোষনা দিয়ে যায় না।

    31-Mar-2019 4:36 pm

    31-Mar-2019 8:37 pm


    আমার অবস্থান [সব একসাথে]

    আল-আলা ওয়াল বারাআ, আমার অবস্থান :

    অমুসলিমদের মাঝে,
    যে মুসলিমদের ঘৃনা করে তাকে আমি ঘৃনা করি।
    যে করে না, তার সাথে ভালো ব্যবহার করি।

    দ্বিনি ইখতেলাফি-বিতর্কিত বিষয়ে :

    "অধিকাংশের" মত ঠিক।
    এর পর আর কারো যুক্তি-দলিল দেখি না।

    ইসলামি শাসন ব্যবস্থা কায়েম :

    এটা কায়েমের দায়িত্ব সরকারের। আমার না বা সাধারন জনগনের না। সরকার যদি এই ব্যপারে আমার মত চায় তবে উপদেশ দেবো। কিন্তু সরকারকে বাধ্য করার দায়িত্ব আমার না।

    আশরি-আথারি :

    কোরআন শরিফে যে আয়াতে পড়ি আল্লাহ তায়ালা আরশের উপরে আছেন তখন বিশ্বাস করি উনি আরশের উপর আছেন। আর যখন পড়ি প্রতিটা মানুষের সাথে আছেন তখন বিশ্বাস করি প্রতিটা মানুষের সাথে আছেন।

    জিহাদের ব্যপারে :

    মুসলিমদের সরকার যখন জিহাদের ডাক তখন জিহাদ।
    ডাক না দিলে কোনো জিহাদ নেই।

      Comments:
    • Acknowledged.
    • আর কেউ?

    31-Mar-2019 8:37 pm

    31-Mar-2019 9:41 pm


    আমাদের তাকফিরি ভাইদের জন্য দোয়া রইলো। আমি আপনাদের অপছন্দ করি না। কিন্তু আপনাদের আক্রমন-তাকফির থেকে নিজে বাচার জন্য আপনাদের সবাইকে ব্লক করে দিচ্ছি।

    মনে করেন একটা লোক,

  • প্রচন্ড ভাবে হালাল-হারাম বেছে চলে।
  • খুবই স্ট্রিকট ভাবে শরিয়া অনুসরন করে চলে।
  • নামাজের ব্যপারে খুবই সাবধান।

    কিন্তু সে দুনিয়ার প্রায় বাকি সকল মুসলিমদের কাফের বলে বিশ্বাস করে। কারন তারা "কুফরি গনতন্ত্রে বিশ্বাসি" "আল আলা-ওয়াল বারায় অমান্যকারি" "তাগুতের দালাল" "ইরজাগ্রস্থ মুরজিয়া"। তাই তার বিশ্বাস, "ওদের সবার রক্ত হালাল।"

    কিন্তু ব্যক্তিগত ভাবে সে কখনো এদের কাউকে হত্যা করে নি। বরং ব্যক্তি জীবনে সে আমাদের মতো সাধারন। চাকরি, ব্যবসা, ঘর সংসার করে।

    তাকে কি ধরবো? জান্নাতি নাকি জাহান্নামি?

    আমি জান্নাতি ধরি। কারন তার বিশ্বাসে হয়তো সমস্যা আছে। কিন্তু আমল ঠিক আছে। এবং তার আমল আমার থেকে অনেক উপরে।

    শেষ হিসাব আল্লাহর কাছে। সেখানে আমি জান্নাতি নাকি জাহান্নামি আমি নিজেও জানি না।

    তাই আপনাদের প্রতি ক্ষোভ নেই।
    কিন্তু আপনাদের আক্রমন থেকে নিজেকে বাচাতে চাই।

    জাজাকাল্লাহ।

    31-Mar-2019 9:41 pm

  • 31-Mar-2019 10:26 pm


    Students were asked :

    "Do you support socialism?"
    "Yes, of course. We should spread the wealth. Capitalism sucks."
    "Would you give some of your GPA away, to the bottom students, so that it's spread equally?"
    "Well, NO!"

    31-Mar-2019 10:26 pm

    31-Mar-2019 11:46 pm


    যারা সুরা কামারে "ইয়াখরুজুনা মিনাল আজদাথি কা আন্নাহুম জারাদুম মুনতাশির" পড়েছেন। তাদের জন্য এই ভিডিও। পঙ্গপাল ডিম ফুটার পরে মাটি থেকে বের হচ্ছে। যেভাবে মানুষ মাটি থেকে বের হবে হাশরের দিন।
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    31-Mar-2019 11:46 pm