এখন যে সময়। যে যেই পথে আছেন সেই পথেই চলেন। উপদেশ দাতা, লেকচার পন্থি, বিরোধিতাকারী এদের ব্লক করে দেন।
তার কথা-পথ আপনার থেকে বেশি সঠিক না।
আপনার কথা-পথ তার থেকে বেশি সঠিক না।
তাই এখন তর্কে লিপ্ত হওয়া ভুল। সময়ের সাথে সাথে অনেক কিছু ক্লিয়ার হবে।
কিছু লোক থাকবেই যারা তর্ক করা ওয়াজিব মনে করে এগিয়ে আসে। তর্ক করার উপর তার জান্নাত, কারন সে "সৎ কাজের আদেশ দিচ্ছে, অসৎ কাজের নিষেধ।" এটা না করলে সে গুনাহগার হয়ে জাহান্নামে যাবে।
তাদেরকে preemptively ব্লক করে দিতে হবে। এখানে নম্রতা দেখানো দুর্বলতা এবং পরবর্তিতে পথভ্রষ্টতার কারন।
ব্লক করার পরে তার আবেগ-অভিযোগ নিয়ে সে আল্লাহর কাছে যেতে পারে।
সত্য হলো,
আমার জবাব আমাকে দিতে হবে।
ঐ সময়ে তার সাহায্য পাওয়া যাবে না।