Post# 1552665182

15-Mar-2019 9:53 pm


মেদ-ভুড়ি - ১ :

নিচের সবগুলো হাদিসের কথা হিসাবে কিমিয়ায় সা'দাত এ এসেছে।

- তোমরা ক্ষুধা দ্বারা নফসের বিরুদ্ধে জিহাদ করো। তবে কাফরের বিরুদ্ধে জিহাদের সোয়াব পাবে।

- বান্দার ক্ষুধা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়।

- যে পেট ভরে খায়। আসমানের রহস্য তার সামনে খুলে না।

- কেউ জিজ্ঞাসা করলো "কে শ্রেষ্ঠ?" উনি ﷺ জবাব দিলেন : যে অল্প খায়, অল্প হাসে এবং অল্প কাপড়ে সন্তুষ্ট।

- ক্ষুধা সমস্ত আমলের সর্দার।

- অল্প খাও, পুরানো কাপড় পড়ো। এটা নবিদের সুন্নাহ।

- অর্ধেক ইবাদত হলো চিন্তা করা, বাকি অর্ধেক ক্ষুধার্ত থাকা।

- আল্লাহর কাছে সে সবচেয়ে উত্তম যে বেশি চিন্তা করে, অল্প খায়। আর শত্রু সে যে বেশি খায় আর বেশি ঘুমায়।
//_____
কেউ অল্প খেলো।

আল্লাহ তায়ালা সন্তুষ্ট হয়ে ফিরিস্তাদের বলেন : "দেখ তাকে আমি খাওয়ার লোভের মাঝে রেখেছি। কিন্তু সে আমার সন্তুষ্টির জন্য খাওয়া থেকে দূরে আছে। তোমরা সাক্ষি থাকো। যে যত লোকমা কম খাবে, আমি জান্নাতে তাকে তত স্তর বাড়িয়ে দেবো।"
______//

- বেশি খেয়ে নিজের অন্তরকে মেরে ফেলো না।

- অন্তর ক্ষেতের মতো। বেশি বৃষ্টি হলে ক্ষেতের ফসল মরে যায়।

- যত বাসন, পেয়ালা আছে যেগুলো খাবার দিয়ে পূর্ন করা যায়, তার মাঝে পূর্ন করার মতো সবচেয়ে খারাপ বাসন হলো মানুষের নিজের পেট।

- মেরুদন্ড সোজা করার জন্য যে কয়েক লোকমা খাওয়া দরকার সেটাই যথেষ্ট। এতটুকু খাও। এর বেশি খেতে চাইলে তিন ভাগের এক ভাগ খাওয়া, এক ভাগ পানি আর এক ভাগ খালি রাখবে।

- খালি এক ভাগ জিকির দিয়ে ভরে রাখবে।

[ তাহকিক যে যার মতো খুজে নিতে হবে। যেহেতু আমি আলেম না।
পৃষ্টাগুলোর ছবি কমেন্ট। ছাত্রদের জন্য এই পোষ্ট না। ]

    Comments:
  • -

15-Mar-2019 9:53 pm

Published
15-Mar-2019