সময়ের সাথে সাথে যে টারমিনোলজি-ট্রেন্ড গুলো জনপ্রিয় হয়ে উঠে সেগুলোর সাথে আপটুডেট না থাকলে নেটে বড় ভাইদের ধমক থেকে হয়, "আপনি জানেন কম। না জেনে কথা বলবেন না। উম্মার সবচেয়ে বেশি ক্ষতি করেছে আপনার মতো এই সকল আধা ডাক্তার আর আধা শিক্ষিতরা।"
তথাস্তু!
ইদানিং দেখছি "মিল্লাতে ইব্রাহিম" টার্মটা বেশ জনপ্রীয় হয়ে উঠেছে। কিন্তু এটা দিয়ে কি বুঝাতে চাচ্ছে। কি শিক্ষা দেয়া হচ্ছে। আর এখন কি বুঝতে হবে কোনো আইডিয়া নেই।
- Comments:
- "বড় ভাই" টার্মটা ভার্সিটি কালচার থেকে এসেছে।