Post# 1553855025

29-Mar-2019 4:23 pm


"ফিলটার কতটুকু কাজ করছে কি করে বুঝবো?"

ICDDRB তে নিয়ে গেলে তারা নাকি টেষ্ট করে দেয়। কিন্তু আমি কখনো করি নি। সেখানে যাবার সময়ও নেই।

নিজে করতে চাইলে TDS Meter দিয়ে করতে পারেন। এতে "ক্যমিক্যলের" পরিমান শুধু ধরা পড়বে। ব্যকটেরিয়া ভাইরাস না। কিন্তু ধরে নেয়া যায় ফিলটার করার আগে ময়লার রিডিং যা ছিলো ফিলটারের পরে যদি এর ১০ ভাগের এক ভাগ হয়ে যায় তবে আশা করা যায় ফিলটার কাজ করছে। এবং ভাইরাসও মরেছে।

আপনাকে টেপের পানির মাপ নিতে হবে আর ফিল্টার করার পরের পানির। দুটোরই।

চুনার ফিল্টারে নিচের ধাপে পাথর থাকে যেটা মিনারেল যোগ করে দেয়। এতে TDS চুনা দিয়ে কমার পরে পাথর থেকে কিছু বাড়বে। এগুলো স্বরনে রাখতে হবে।

"TDS Meter কোথায় পাবো?"

Daraz এ সার্চ দিন।

"দাম কত?"

৫০০ টাকার মতো।

29-Mar-2019 4:23 pm

Published
29-Mar-2019