"সেলিব্রিতি"
আমি যখন ছোট ছিলাম তখন সবচেয়ে বড় সেলিব্রিতি ছিলো MJ. সবাই পাগল তার জন্য। কনসার্টে তাকে দেখেই মানুষ আনন্দে কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়। সেগুলোর ভিডিও। কোনো এলবাম ছাড়লে বিটিভির ৮টার খবরে সেটা শিরোনাম হতো।
সব ছিলো তার। নেভারলেন্ড। ডিজনিল্যন্ডের মতো একটা বাসা। অনন্তকাল বেচে থাকার জন্য তার শরির ফ্রোজেন করে ৩০ বছর ঘুম পাড়িয়ে রাখার কাহিনি। খবরটা হয়তো ফেইজ ছিলো কিন্তু কে শুনে কার কথা।
ছিলো কালা মানুষ হয়ে গিয়েছে ধলা। কি পায় নি জীবনে, যা চেয়েছিলো। বিয়ে করেছিলো ঐ সময়ের টপ মেয়েকে।
এর পর তার মৃত্যুর পরে এখন ১০ বছর। তার জীবনের পাপ কষ্ট আর দুঃখের কথা বেরুচ্ছে।
ব্যসিক্যলি তার জীবনে কিছুই ছিলো না। একেবারে ভাঙ্গা চুড়া একটা লোক। যদি শুনেন "তার এই ছিলো না, এটা পায় নি" তবে করুনা করবেন।
- Comments:
- এর জন্যই উস্তাদে বলেছিলো যে কোনো একটা নিয়ে থাকতে। দুই নৌকায় পা না দিতে। হলো না কোনোটাই। :- )