দ্বিন নিয়ে তর্ক এখন একটা comical level এ পৌছে গিয়েছে। The only reason you might want to follow it is for the entertainment value.
১
মনে করেন নতুন ফারেগ আলেম। ইউটুবে কিছু ভিডিও পোষ্ট করতে হবে প্রতিষ্ঠিত আলেমদের আক্রমন করে। রাতা রাতি জনপ্রীয়তা পেয়ে যাবেন। এর পর ওয়াজ-মাহফিল কামাই সেই জনপ্রীয়তার সূত্র ধরে। আগে যা করতে ১০ বছর লাগতো, সেটা এখন ১০ মাস।
২
আলেম না? তবে ইউটুবের বদলে ফেসবুকে আসতে হবে। কিছু "সেলিব্রিতি" টারগেট করে এদের আক্রমন করেন। দুই দিন পরে আপনিও সেলিব্রিতি।
৩
হাজার হাজার লোক এখন উপরের দুই পথের পথিক। এবং এই ভিড় প্রতিদিন গুনিতক হারে বাড়ছে।
তাই দ্বিনের ব্যপারগুলো দূরে থাক। Think positive. অন্য কিছু নিয়ে পড়তে হবে।