অধিকাংশ মানুষ যারা "পরামর্শ" চায় :
কথা "শুনার" কোনো ইচ্ছে তাদের থাকে না। তারা নিজের কথা "বলতে" চায়।
আমি অপেক্ষা করি তার নিজের কথা শেষ হওয়া পর্যন্ত। কথা আর শেষ হয় না। সে বলতেই থাকে।
১৫ মিনিট এক নাগাড়ে কথা বলে এর পর সে হয়তো থামলো। "কি ঠিক না?" সে পরামর্শ চাচ্ছে যেহেতু।
ধারনা করলাম তার কথা মনে হয় শেষ। এখন "শুনতে" চাচ্ছে। আরম্ভ করলাম। "এটা করতে গেলে আপনার সমস্যা হবে..."
"না না। আগেই বলে নেই। আমি কিন্তু এই করবো। ঐ করবো না।" আমি কি বলতে চাই তার আগেই সে ডিফেন্সিভ। পুরোটা শুনার ইচ্ছেও তার নেই।
তবে পরামর্শের জন্য এসেছিলো কেন?
সে পরামর্শ নিতে আসে নি। তার পরামর্শ আমাকে শুনিয়ে আমার কাছ থেকে একটা স্বিকৃতির সার্টিফিকেট নিতে এসেছে। এর বাইরে সে যেতে রাজি না।
এর পর সমস্যা হলে সে আমাকে ধরবে "আমি তোমার সাথে পরামর্শ করেই তো করেছিলাম। তুমি তো বলেছিলে এইভাবে করতে।"
যদিও যা বলার সেই বলেছিলো, আমি কিছুই বলি নি। কিন্তু দোষটা আমার।
তাই, "আপনার সাথে পরামর্শ করতে চাই" মানে
I am looking for someone to blame.
#habibRant