Post# 1552320171

11-Mar-2019 10:02 pm


কতটুকু ইলম দরকার :


মাও: আশরাফ আলি থানভির ধারার একটা বই পড়ছিলাম। সেখানে লিখা কতটুকু ইলম থাকলে একজনকে আলেম বলা হবে?

বললো : তিনটা জিনিস থাকতে হবে। যতটুকু আমার মনে পড়ে।

১। প্রয়োজনিয় মাসলা মাসায়েলের ইলম আছে।
২। মিশকাত শরিফ দরস দিতে পারেন।
৩। কোরআন শরিফ ৫ পারা মুখস্ত আছে।

এর নিচে ইলম থাকলে সে আলেম না।

11-Mar-2019 10:02 pm

Published
11-Mar-2019