ফোকাসটা থাকবে নামাজের দিকে। দ্বিনের মাসলা মাসায়েলগুলো জানা আর মানার দিকে।
এখানেই ইসলামি দলগুলোর ক্রেডিট। তাদের সংগে এসে বেনামাজিরা নামাজি হচ্ছে। গাফেল, মানে মুসলিম হয়েও যার ইসলাম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ছিলো না, সে দ্বিন সম্পর্কে জানছে।
এখানে দলগুলোর ডিসক্রেডিট যে প্রতিটা দলের বিশ্বাস - শুধু নামাজি যে হলো সে ধ্বংশ প্রাপ্ত হয়ে গেলো। কারন মুসলিমদের মূল কাজ নামাজ না। বরং তাদের উদ্যেশ্য ভিন্ন কিছু যার জন্য তারা কাজ করছে। দলটা নামাজি বানানোর জন্য কোনো দল না।