Post# 1553790714

28-Mar-2019 10:31 pm


মু'মিন
মসজিদে গিয়ে যখন সে বসে
যেন সে আল্লাহর সামনে এসে বসেছে।

হয়তো হাটুতে মাথা গুজে আছে, কিন্তু আল্লাহর সামনেই বসেছেন।
কখনো দেখে নি। কিন্তু দেখার প্রয়োজন নেই।

তার বিশ্বাস এমন যেন সে নিজের চোখে দেখছে।
এ থেকে শাহাদাহ -- এমন সাক্ষ্য যেন সে দাড়িয়ে দেখে এসেছে।

ঈমান,
এই না যে "উনি" শুধু একটা "ব্যখ্যা", শুধু "বর্ননা"।
বরং এখন বাইরে গিয়ে তাকালে আমার দৃষ্টি তারকা পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায়।
যদি আরো দূরে যেতো তবে এর থেকে দূরে আরশ আমি এখন দেখতে পারতাম।

এর পর "উনি"। সেখানে আছেন। আমার দিকে তাকিয়ে।
আমার দৃষ্টি শেষ হয়ে যায়। কিন্তু "উনি" আছেন তার কিছু পরেই।

আমি দেখি না।

কিন্তু তাতে কি?

মসজিদে গিয়ে হাটু গেড়ে বসলে।
সে যেন উনার সামনেই বসলো। শান্ত হয়ে।

28-Mar-2019 10:31 pm

Published
28-Mar-2019