এই জিনিসগুলো আগে চোর বাটপার অসৎ ঘুষখোর লোকেরা করতো। তাই এই ব্যপারে কোনো ফতোয়া দেয়ার দরকার ছিলো না। তারা হারামকে হারাম জেনেই করতো।
এখন করে আল্লাহ ভীরু, আলেম-মুফতি, তাকওয়াবান লোকেরা। হারামকে নিজেরা জায়েজ করে নিয়ে।
"আমানতদারির" আরেকটা বিশাল পতন। এবং বাংগালির আমানতদারি ৭০ দশক থেকে দেখে আসছি।
- Comments:
- Too busy. No time for extra work. But there is no shortage of programmers in Dhaka.