আমাদের তাকফিরি ভাইদের জন্য দোয়া রইলো। আমি আপনাদের অপছন্দ করি না। কিন্তু আপনাদের আক্রমন-তাকফির থেকে নিজে বাচার জন্য আপনাদের সবাইকে ব্লক করে দিচ্ছি।
মনে করেন একটা লোক,
কিন্তু সে দুনিয়ার প্রায় বাকি সকল মুসলিমদের কাফের বলে বিশ্বাস করে। কারন তারা "কুফরি গনতন্ত্রে বিশ্বাসি" "আল আলা-ওয়াল বারায় অমান্যকারি" "তাগুতের দালাল" "ইরজাগ্রস্থ মুরজিয়া"। তাই তার বিশ্বাস, "ওদের সবার রক্ত হালাল।"
কিন্তু ব্যক্তিগত ভাবে সে কখনো এদের কাউকে হত্যা করে নি। বরং ব্যক্তি জীবনে সে আমাদের মতো সাধারন। চাকরি, ব্যবসা, ঘর সংসার করে।
তাকে কি ধরবো? জান্নাতি নাকি জাহান্নামি?
আমি জান্নাতি ধরি। কারন তার বিশ্বাসে হয়তো সমস্যা আছে। কিন্তু আমল ঠিক আছে। এবং তার আমল আমার থেকে অনেক উপরে।
শেষ হিসাব আল্লাহর কাছে। সেখানে আমি জান্নাতি নাকি জাহান্নামি আমি নিজেও জানি না।
তাই আপনাদের প্রতি ক্ষোভ নেই।
কিন্তু আপনাদের আক্রমন থেকে নিজেকে বাচাতে চাই।
জাজাকাল্লাহ।