Post# 1553915222

30-Mar-2019 9:07 am


জিহাদের ব্যপারে আমার অবস্থান :

মুসলিমদের খলিফা যখন জিহাদের ডাক দেয় তখন জিহাদ।

মহল্লার ৫ জন ছোট ভাইকে নিয়ে জিহাদি টিম গঠন করলে জিহাদ হবে না।

যেমন সরকারকে বাদ দিয়ে কোনো "দলে" যোগ দিয়ে জিহাদ করলে জিহাদ হবে না।

যেমন মহল্লার ৫ জনে মিলে এক চোরের হাত কেটে দিলে শরিয়া কায়েম হবে না।

চোরের হাত কাটতে হলেও সরকারি বিচারকের রায় লাগবে।

"যদি সরকার কখনোই ডাক না দেয়?"

তবে জিহাদ নেই। যেমন আমার মাল না থাকলে জাকাত নেই।

    Comments:
  • প্রশ্ন : "এই এই .... ক্ষেত্রে আপনি কি বলবেন?"
    উত্তর : আপনি কি বলবেন?

    "আমি বলবো এই।"
    তবে আমাকে জিজ্ঞাসা করছেন কেন?

30-Mar-2019 9:07 am

Published
30-Mar-2019