Post# 1553007644

19-Mar-2019 9:00 pm


"আহলে কোরআন"

- নিজেদের এই নামে পরিচয় দেয় না।

- অন্যরা তাদের ডাকে কোরআনিয়ান নামে।

- ৯০ এর দিকে ইন্টারনেটে তাদের সাথে আমার পরিচয়।

- পরে জেনেছি এদের "ফিকাহ" বের করে মিশরের কিছু জ্ঞানি।

- পাকিস্তানে তাদের একজন লিডার ছিলো। মারা গিয়েছে ৯০ এর দিকেই। কিন্তু বহু অনুসারি আর কিতাব রেখে গিয়েছে।

- বাংলাদেশে একজন চেতনাবাদি ছিলো ৯০ এর দিকে। তাদের ধারক আর বাহক। ৯০ এর দিকেই ইমিগ্রেশন নিয়ে কানাডা চলে যায়। সেখানে প্রতিষ্ঠা করে "মুসলিম কংগ্রেস"।

২০ বছর পরে দেশে এখন কোরআনিদের প্রভাব-প্রচার অনেক বাড়ছে। গ্রামে গঞ্জে।

চোখ রাখেন।

    Comments:
  • //আর কমেন্ট টা অপ্রাসঙ্গিক তাই দুঃখিত//

    অপ্রাসংগিক কমেন্ট যেহেতু বললেন তাই মুছে দিলাম। বেশি কমেন্ট পড়লে আমার "সেলিব্রিতি" হয়ে যাওয়ার আশংকা আছে।

  • ^ need to figure out which one.

19-Mar-2019 9:00 pm

Published
19-Mar-2019