পানির ফিলটার :
সিদ্ধ করা :
আগে এটাই ছিলো একমাত্র পদ্ধতি।
(+) বেকটেরিয়া ভাইরাস মরবে।
(-) বাজে ময়লা-কেমিক্যল সরবে না।
কেমিক্যল পানিতে আসবে যদি ড্রেনের ময়লা সাপলাইয়ের লাইনের সাথে লিংকড হয়ে যায় ওয়াসার লাইনের কোথাও। যেটা ঢাকায় সবজায়গায় থাকে। ময়লা পানি নিয়ে সিদ্ধ করলে ময়লা সরবে না।
চুনা ফিলটার :
এটা সবচেয়ে কমন ফিলটার। নীল প্লাসটিকের কনটেইনারে সাদা একটা গম্বুজের মতো থাকে নিচে। এটা চুনা।
(+) ময়লা সরবে।
(-) ভাইরাস মরবে না। চুনের ভেতর দিয়ে পাস করে যাবে। খুব ছোট বলে।
(-) কিছু পরে পরে গামলা করে পানি ঢালতে হয় ফিলটারে।
UV ফিলটার :
(+) ভাইরাস মরবে। UV হলো একটা রেডিয়েশন। যেটা ব্যকটেরিয়া ভাইরাস মেরে ফেলে।
(+) লাইনের সাথে লাগানো বলে পানি ঢালতে হয় না।
(-) আলাদা ফিলটার দিয়ে ময়লা সরালেও, ক্যমিক্যল সরবে না। যেমন আরসেনিক।
(-) কারেন্ট লাগবে চলতে।
এখন RO ফিলটার :
(+) সবচেয়ে ভালো। সব কিছু সরিয়ে দেয়। ব্যকটেরিয়া, ভাইরাস, ময়লা, কেমিক্যল, আরসেনিক সব।
(-) ১ লিটার পানি পরিষ্কার করতে আরো ৩-৪ লিটার পানি মেশিনটা ফেলে দেয়। পানির অপচয় বেশি।
"RO Filter কোথায় পাবো?"
Daraz এ সার্চ দিন "RO filter" দিয়ে।
"দাম কতো?"
১২ হাজার টাকার মতো।
"ফিলটার বদলাতে হবে?"
হ্যা। বছরে একবার করে বদলালে ৪ হাজার টাকা পড়বে। সাথে কারেন্ট খরচ। আর পানি যেটা পড়ে যাচ্ছে সেটা খরচ।
- Comments:
- দেখি নি। তবে খারাপ হবার কথা না কোনোটাই।