Post# 1553003142

19-Mar-2019 7:45 pm


হিজবুত তওহিদের সমস্যা কি?

নবুওত দাবি করেছে? - না।
মাহদিয়াত দাবি করেছে? - এট লিষ্ট নামে না।
নামাজ পড়ে না? - তাও না।
নতুন শরিয়াহ এনেছে - না।

বেসিক্যলি :

  • এমন একজনকে নিজেদের ধর্মিয় নেতা বানিয়েছে যাকে বাকি দুনিয়া ভালো কেউ মনে করে না।

    - এবং ঐ নেতা হুকুম দেন উনার অনুসারিরা যেন বাকি দুনিয়ার সকল আলেমদের থেকে মুখ ফিরিয়ে রাখে।

    - আর সমর্থকদের উদ্বিপ্ত রাখার জন্য দলের জন্য কাজকে অতিরিক্ত সোয়াবের বলে প্রচার করছে, যেটা অন্যদের দৃষ্টিতে কোনো সোয়াবের না।

    যতটুকু আমার জ্ঞান।

    আর কোন কোন দলের সাথে উপরে বর্নিত তাদের সমস্যাগুলো মিলে?
    অনেক দলের সাথে। যে কোনো "cult" এর সাথে।

    মিলাতে চাইলে অনেক কিছু।

      Comments:
    • ^ খুব বেশি পার্থক্য নেই। কারন কিবলা এক। ওয়াক্ত, রুকু, সিজদার সংখ্যাও এক। একই কোরআন তিলওয়াত করে। হানাফি মাজহাবের ফরজ সবগুলো আদায় করে, as an example.
    • ^ ঈমান-আক্বীদার মূল বিষয়গুলোতে প্রতিটা দলেরই সমস্যা আছে তার পাশের দলের কাছে। তাই এটা দিয়ে কংক্লুসিভ কিছু বুঝা যাবে বলে মনে করি না। সুক্ষ্ম পার্থক্য বহু বের করা যাবে একেকটা শব্দের তফসির করে।
    • ^ indeed, এটাই লিখতে চাচ্ছিলাম।
    • ^ স্টেটাসে নং ২ এ এটা কভার করেছি। এর পর দেখার বিষয় তাদের "শরিয়া" কি? এবং এটা আমাদের থেকে পার্থক্য কত? "মুতা" কে জায়েজ করেছে? বা এরকম বড় কিছু?

      না হলে এখনো নেই। "এখনো" emphasized.

    • ^ তাই যদি হয় তবে "তারা আমাদের কাফের মনে করে" এটা সবচেয়ে বড় পার্থক্য।
    • সত্যিকারে কোনো কাজ চোখে পড়লো না। "সবাই ভুল" এই কথাটা প্রচার করা ছাড়া। কাজ মূলতঃ এমামুজ্জামানকে মেনে নেয়া। এখানেই শেষ।
    • "কানাডা মুসলিম কংগ্রেস" কিন্তু কোরআনি একটা দল। হাদিস অস্বিকার কারি। শরিয়াহ, ফিকায় অস্বিকার কারি। সেই ৯০ এ তাদের অনেক হাক ডাক দেখেছিলাম। লিডার ছিলো এক বাংগালি যে কিনা কানাডায় যাওয়ার আগে দেশে বসে এই সব প্রচার করতো। তীব্র চেতনাবাদি ছিলো।

      তবে কিছু দিন পর থেকে হিজবুত তওহিদের ভ্রান্তিগুলো বের হওয়া আরম্ভ করবে। আর বাকি সব cult এর মতো।

    19-Mar-2019 7:45 pm

  • Published
    19-Mar-2019