উত্তর কোরিয়ায় ভোট দেয়া বাধ্যতামূলক। না দিলে একে রাষ্ট্রদ্রোহিতা ধরে তাকে এবং তার পরিবারের সবাইকে ধরে রিমান্ডে নিয়ে অত্যাচার শেষে আজীবন জেল।
উত্তর কোরিয়ার ব্যলট পেপারে শুধু মাত্র একজনের নাম থাকে। যে কিনা ক্ষমতাসিন দল থেকে নমিনেশন পাওয়া। সেটায় ভোট দিয়ে বাক্সে ফেলতে হয়। দ্বিতীয় কেউ নেই।
উত্তর কোরিয়াতে ১০০% সবাই ভোট দেয়।
আমাদের দেশে এই আইন করা যায়। ভোট কেন্দ্রগুলো খালি বলে।