Post# 1554043072

31-Mar-2019 8:37 pm


আমার অবস্থান [সব একসাথে]

আল-আলা ওয়াল বারাআ, আমার অবস্থান :

অমুসলিমদের মাঝে,
যে মুসলিমদের ঘৃনা করে তাকে আমি ঘৃনা করি।
যে করে না, তার সাথে ভালো ব্যবহার করি।

দ্বিনি ইখতেলাফি-বিতর্কিত বিষয়ে :

"অধিকাংশের" মত ঠিক।
এর পর আর কারো যুক্তি-দলিল দেখি না।

ইসলামি শাসন ব্যবস্থা কায়েম :

এটা কায়েমের দায়িত্ব সরকারের। আমার না বা সাধারন জনগনের না। সরকার যদি এই ব্যপারে আমার মত চায় তবে উপদেশ দেবো। কিন্তু সরকারকে বাধ্য করার দায়িত্ব আমার না।

আশরি-আথারি :

কোরআন শরিফে যে আয়াতে পড়ি আল্লাহ তায়ালা আরশের উপরে আছেন তখন বিশ্বাস করি উনি আরশের উপর আছেন। আর যখন পড়ি প্রতিটা মানুষের সাথে আছেন তখন বিশ্বাস করি প্রতিটা মানুষের সাথে আছেন।

জিহাদের ব্যপারে :

মুসলিমদের সরকার যখন জিহাদের ডাক তখন জিহাদ।
ডাক না দিলে কোনো জিহাদ নেই।

    Comments:
  • Acknowledged.
  • আর কেউ?

31-Mar-2019 8:37 pm

Published
31-Mar-2019