আমাকে নাক উচু মনে হয়?
কারন হতে পারে দুই জনের মাঝে,
যেহেতু ইসলাম নিয়ে মাঝে মাঝে লিখি এজন্য সব কালচার থেকেই অনেকে ফলোয়ার হয়। এবং কিছু দিন পরে শকড হয় -- সে এরকম কেন?
সেটা না করে যদি একটা টপিক নিয়ে লিখতাম। যেমন Tech, Science, Math, Software, Culture, Art বা অন্য যে কোনো কিছু, তখন এই সমস্যাটা হতো না।
মানুষ একটা পজিটিভ ইচ্ছে নিয়ে আসে। সেটা না পেয়ে আশা হত হয়।
সেটা না করে শুধু ইসলাম নিযে লিখলে সমস্যা কি?
সমস্যা হলো তখন অন্য যারা নেটে দাওয়াতি কাজ করছে তারা আমাকে কম্পিটিটর হিসাবে দেখা আরম্ভ করে। আমার পেছনে দল বেধে লাগে। তাদের মার্কেট নষ্ট করছি বলে। আরো বড় কেওস।