Post# 1553190243

21-Mar-2019 11:44 pm


মেদ-ভুড়ি - ৩

বুজুর্গদের কথা :

- সারা রাত জেগে নামাজ পড়ার থেকে আমার কাছে রাতে এক লোকমা কম খাওয়া বেশি পছন্দের।

- নফস! তুমি ক্ষুধার্ত থাকতে ভয় পাচ্ছ? অথচ আল্লাহ তায়ালা উনার সবচেয়ে প্রিয় নবি ﷺ এবং বান্দাদের ক্ষুধা উপহার দিয়েছিলেন।

- হে আল্লাহ! আপনি আমাকে ক্ষুধার্ত রেখেছেন এর সাথে রাতে আপনার নৈকট্য দান করেন। এই নিয়ামত আপনি শুধু আপনার প্রীয়জনকে দিয়ে থাকেন।

//___________
একজন বললো : মানুষের কাছে হাত পাততে হয় না, এতটুকু রিজিক যার আছে সে সবচেয়ে সুখি।
অন্যজন তার জবাবে বললেন : না। বরং যে সবসময় ক্ষুধার্ত থাকে। এর পর আল্লাহর উপর সন্তুষ্ট থাকে সে সবচেয়ে সুখি।
________//

- ক্ষুধা আখিরাতের জন্য সবচেয়ে উপকারি। তৃপ্তির সাথে খাওয়ার সবচেয়ে ক্ষতিকর।

- ক্ষুধার জন্যই আল্লাহ মানুষকে ভালো বাসেন। আর কোনো কারন নেই।

- যে পানির উপর হাটতে পারে, সে ক্ষুধার্ত থেকে এরকম হাটতে পারে।

- মুসা আঃ যে ৪০ দিন আল্লাহর সাথে কথা বলেছিলেন, সেই দিনগুলোতে কিছু খান নি।

[ গাজ্জালির কিমিয়ায়ে সায়াদাত থেকে ] পেইজের স্কেন কমেন্টে।

    Comments:
  • -

    - 737 Max was supposed to save the plane even if the pilot did something obvious wrong.

    Not crash it, even if the pilot didn't do anything obviously wrong.

21-Mar-2019 11:44 pm

Published
21-Mar-2019