এক জন সাকসেসফুল পারসন। মনে করেন হয় বড় ব্যবসায়ি, বা বড় পদ ধারি, বা বড়লোক, বা বড় ডিগ্রী ধারি, বা স্পোর্টসে বিজয়ী। হয়তো এদের প্রত্যেকের অর্জন সবসময় নিজের যোগ্যতা দিয়ে না। অনেকের ভাগ্য ভালো বলে, বা জন্মের কারনে।
১
এখন আপনি তার সাকসেসকে "অপছন্দ" করতে পারেন। "আমি হলেও পারতাম, যদি আমার এই থাকতো" "আমি এগুলোর পেছনে ঘুরি না, এসবকে ঘৃনা করি"।
এই কথাগুলোকে অন্যরা বলে "ঈর্ষা"। কিন্তু যে করে সে বলে "দুনিয়া বিমুখিতা" "গরিবের প্রতি সহানুভুতি"।
২
অথবা আপনি তার বিজয়ে চিয়ার করতে পারে। উৎসাহ দিতে পারেন। খুশি হতে পারেন। যদিও হয়তো ক্রেডিট সব তার যোগ্যতার জন্য না। এর পরও সে সাকসেসফুল। অন্য যারা চেষ্টা করছে তাদেরও উৎসাহ দিতে পারেন। হাসি মুখে। আন্তরিকভাবে।
উপরের ১ আর ২ নং গুনগুলো অনেকের নেচারেলি আসে। কারো মাঝে ১ বা কারো মাঝে ২ নং টা থাকে। বাকিদের কষ্ট করে শিখে আনতে হয়।
৩
পৃথিবীতে যত সফল লোক আছে তাদের একটা কমন গুন হলো তাদের সবার মন ২ নং এর মতো।
সফলতার চাবি : অন্যের সফলতাকে অপছন্দ না করা।