Post# 1553586701

26-Mar-2019 1:51 pm


"দেশের মানুষ না খেয়ে থাকে, আর দেখ এই লোকে কয় এসি?"

প্রথম কথা : দেশে কোনো "ফকির মিসকিন" নেই। এটা আপনি না জানলেও আমরা টিভি এড থেকে জানি। বলেন তো মোবাইল ফোন, ব্লাউজ আর গ্রামে গ্রামে বিউটি পারলার কে দিয়েছে? বলতে পারবেন না। জানতাম। :- )

দ্বিতীয় কথা : যে দেশে মানুষ না খেয়ে থাকে সে দেশে কম্পিউটার লেপটপ ব্যবহার করা নিয়ে আপনার কি মত? ব্যন করে দেয়া উচিৎ না?

বিষয় হলো কম্পিউটার লেপটপ ব্যন করে দিলে আরো বেশি মানুষ না খেয়ে থাকবে। কারন এগুলো অনেকের পুজির উপকরন। যেমন ফ্রি লেন্সার।

"এগুলোতে পার্থক্য আছে। লেপটপ দিয়ে টাকা কামায়। এসি দিয়ে কেউ টাকা কামায় না। এটা না বুঝার কি আছে? ত্যনা পেচান ক্যন? জাইগা থাকইকা যে ঘুমায় তারে জাগানো যায় না।"

Indeed. ফ্রি লেন্সার যে রুমে লেপটপ-কম্পিউটার নিয়ে কাজ করে সে রুমে এসি না লাগাল সে বেশিক্ষন কাজ করতে পারবে না।

"আমি বলছি বাসার এসির কথা। যেগুলা বিলাসিতা করে লাগায়। এইডার দরকার নাই।"

কার চাচাতো ভাইয়ের রুমে এসি লাগবে আর কার মামাতো ভাইয়ের লাগবে না -- এই ডিটেলসগুলো নিয়ে আমি ফেসবুকে আরেকজনের স্টেটাস গরম করি না।

নিজে সবসময় টাকা কামানোর ধান্ধায় থাকি যেহেতু। :- )

    Comments:
  • বলেছে। মুছে দিয়েছি এজ ইউজুয়াল ১০ মিনিটের মাঝে। ধরে নিচ্ছি আরো অব্যক্ত কথা আছে অনেকের। তাই FAQ.

26-Mar-2019 1:51 pm

Published
26-Mar-2019