রুটি বানানো,
আগে :
বাসায় খবর আসতো রেশনের দোকান খুলেছে।
রেশনের কার্ড নিয়ে দৌড়ে লাইনে দাড়িয়ে গম কিনতে হতো।
পরের দিন গম নিয়ে আটার কলে গিয়ে ভাঙ্গানো।
এর পরের দিন পানি দিয়ে মলা।
পিড়ি বেলুন দিয়ে বেলা।
এর পর রুটি।
এখন :
বাসায় রেশনের কার্ডও নেই পিড়ি বেলুনও নেই।
বাজার থেকে 'ঝটপট' বা 'কাজি ফার্মের' ফ্রোজেন পরটার পেকেট কিনে আনি।