Post# 1551600945

3-Mar-2019 2:15 pm


তবলিগে :


"শানে রিসালাত" সম্মেলনে হাফেজ জোবায়ের সাহেবের যোগদান দুই কারনে হতে পারে।

- হয় উনি নিজের গরজে যোগ দিয়েছেন। তবে এটা বড় পরিবর্তন।

  • নয়তো উলামাদের অনুরোধে। যেহেতু উলামারা উনার সাহায্যে এসেছিলো। Pay back. তবে অন্য রকম।


    ফেসবুকে সারকুলেট হচ্ছে : সৌদি সরকারের চিঠি সা'দ সাহেবের ভ্রান্তিগুলো যেন আলেমরা খুতবায় তুলে ধরেন।

    হতে পারে, সৌদি সরকার আগে থেকে তবলিগের কাজের বিরোধি। এটা সেই ধারার সম্প্রসারন। সেক্ষেত্রে সা'দ সাহেব বিরোধিদেরও উনারা হক বলবেন না।

    চিঠিটা পড়ি নি। তবে সেখানে যদি সা'দ বিরোধি ধারাকে এই ফতোয়া থেকে বাদ দেয়া থাকে, তবে এটা একটা ইনডিকেটর আরবরা কোন দিকে ঝুকছে।

    প্লাস, এতে বুঝা যাচ্ছে মাও: সাদ সাহেব সালাফি ধারাদের সন্তুষ্ট করার জন্য তবলিগে যে পরিবর্তনগুলো করছিলেন সেগুলোতে কাজ হয় নি। বেক ফায়ার করেছে। এখন সালাফি-দেওবন্দি দুই কুল হারাচ্ছেন। Apparently.


    আমার এখনো মনে হচ্ছে এই দ্বন্ধে দুই পক্ষই ক্ষতিগ্রস্থ হয়েছে। কাজটা থমকে গিয়েছে। নতুন কেউ আর তেমন আসছে না। পুরানোদের দিয়ে যতদিন চলে।

    3-Mar-2019 2:15 pm

  • Published
    3-Mar-2019