Post# 1551703776

4-Mar-2019 6:49 pm


"প্রতিবাদ" :

মসজিদে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ করার অনেক কারন আছে। যেগুলো আমরা করি না।

শিতকাল থেকে গরম কাল আসছে। ফেন ছাড়বে কিনা ছাবে না সেটা নিয়ে প্রতিবাদ। হানাফিতে মাগরিবের সুন্নাহ পরিমান কিরাত আছে, কোরআন শরিফের এই জায়গা থেকে পড়তে হবে। ইমাম সেটা না করার কারনে প্রতিবাদ।

ইমাম পাগড়ি ছাড়া নামাজ পড়ার কারনে প্রতিবাদ। লাল রংগের পাগড়ি পড়ে নামাজ পড়লে এর বিরুদ্ধে প্রতিবাদ।

মুসুল্লিদের কেউ সুন্নাহ নামাজ না পড়লে প্রতিবাদ। কেউ সংক্ষিপ্ত সুন্নাহ পড়ে মসজিদ থেকে বেরিয়ে যাবার জন্য অস্থির হয়ে পড়লে এর প্রতিবাদ। কেউ এত লম্বা নামাজ পড়ছে যে আমি বের হতে পারছি না, এর জন্য প্রতিবাদ।

এর সাথে আছে জোরে আমিন, আস্তে আমিন, রাফে ইয়াদাইন করলে বা না করলে এর প্রতিবাদ। রাসুলুল্লাহ ﷺ এর নিয়ম মতো নামাজ না পড়ে আবু হানিফার বলা নিয়ম মতো পড়ছে এর জন্য প্রতিবাদ।

সবগুলোকে সোয়াবের কাজ বলা যায়। কোরআন হাদিস দিয়ে প্রমান করা যায় এ ধরনের প্রতিবাদ করা ওয়াজিব। যারা করছে না তারা কোরআন হাদিস মানছে না।

কিন্তু সত্য হলো আমি মসজিদে গিয়ে শান্তিতে নামাজ পড়তে পারছি এই কারনে যে এই প্রতিবাদগুলো কেউ করছে না তাই। সবাই চুপ আছে।

4-Mar-2019 6:49 pm

Published
4-Mar-2019