ডঃ জাহাঙ্গির স্যারের কিছু কথা :
একটা লেকচারে উনি বলছিলেন উনাদের এলাকায় [উত্তর বঙ্গ-দক্ষিন বঙ্গ] ৩ লক্ষ লোক শিয়া হয়ে গিয়েছে। দেড় লক্ষ খৃষ্টান।
এলাকায় তবলিগের একটা জামাত এসেছে তাদেরকে দাওয়াহ দেয়ার জন্য। কিন্তু মসজিদে উঠতে দেবে না। একটা আহলে হাদিসদের মসজিদে অন্যটা জামাতে ইসলামিদের।
বাধাদানকারীদের বক্তব্য ছিলো খৃষ্টান হলেও পরে আবার দাওয়াত দিয়ে তাদের মুসলিম করা যাবে, কিন্তু অন্য দলে চলে গেলে আমাদের দলে আর ফিরানো যাবে না।
এর পর সেই জামাত স্যারের কাছে যায় কি করবো সেটা পরামর্শ করতে।
এটা ৫ বছর আগের কথা।