Post# 1552559434

14-Mar-2019 4:30 pm


আজকে হিজরি কত তারিখ সেটা বের করার একটা সহজ নিয়ম :

এপ্রক্সিমেট। দুই-এক দিন কম বেশি হতে পারে।

"২১-৩-১৪৪০" হিজরি। এটা এই বছরের আরম্ভ তারিখ। বেইস তারিখ।

ইংরেজি তারিখ থেকে হিজরি বের করতে :
আজকের ইংরেজি দিন যোগ করেন হিজরি দিনের সাথে, মাস মাসের সাথে।
এর পর এক্সট্রা : ইংরেজি মাস আরেকবার যোগ করেন আরবি দিনের সাথে।

আরবি তারিখ ৩০ পার হয়ে গেলে পরের মাসে নিয়ে যান।

যেমন আজকে ইংরেজি : ১৪-৩-২০১৯

২১-৩-১৪৪০ (আরম্ভ)
১৪-৩-২০১৯ (যোগ)

দিন দিনের সাথে মাস মাসের সাথে যোগ করে হয়।
৩৫-৬-১৪৪০

এর পর ইংরেজি মাস আরেকবার যোগ করতে হবে আরবি *দিনের* সাথে।
যোগ করে আরবি তারিখ :
৩৮-৬-১৪৪০

তারিখ ৩০ এর বেশি বলে পরের মাসে নিয়ে গেলাম ৩০ দিন কমিয়ে।

সে হিসাবে : ৮-৭-১৪৪০

আজকে রজবের ৮ তারিখ।
কিন্তু আসলে ৬ তারিখ। ২ দিনের মাঝে একুরেট।

সামনের বছরের জন্য?
উপরের আরম্ভ তারিখ ১১ দিন বাড়িয়ে দিতে হবে, "২-৪-১৪৪১"
প্রতি বছর ১১ দিন করে বাড়বে।

    Comments:
  • গারজিয়ানদের বলে দিবেন "লিখা পড়া করাইতে"। আগে পড়াশুনা। মেয়েকে নিজের পায়ে দাড়াইতে হবে। এখন কোনো বিয়ে না।

14-Mar-2019 4:30 pm

Published
14-Mar-2019