Post# 1551884064

6-Mar-2019 8:54 pm


জাহাঙ্গির স্যারের আরো কিছু কথা :

উনাকে জিজ্ঞাসা করা হলো : তবলিগে অনেক বিদায়াত আছে, তাই তবলিগে জামাতকে বাতেল বলা যাবে কিনা কিংবা তবলিগে যাওয়া যাবে কিনা।

উনি জবাব দিলেন : এই ব্যপারে একটা উদাহরন আপনারা অনেক জায়গায় শুনে থাকবেন। এক গামলা পানিতে সামান্য একটু গু মিশিয়ে দিলেন। [বললেন আমি এই খারাপ শব্দটা ব্যবহার না করে "গোবর" বলতে চাচ্ছিলাম কিন্তু গোবর নাপাক কিনা সেটাতে এখতেলাফ আছে।]

এখন ঐ নাপাকি মিশানোর পরে শুধু ঐ অংশের পানি নাপাক হবে নাকি গামলার সব পানি নাপাক হয়ে যাবে?

সবাই বললো : পুরো গামলার পানি।

বললেন : হ্যা। এই উদাহরন দিয়ে সবাই বলে একটু খারাপ হলে পুরোটা খারাপ। এখন আপনি ঐ নাপাক পানি নিয়ে এলাকার পুকুরে ছেড়ে দিলেন। ঐ নাপাক পানির জন্য কি এখন পুরো পুকুরের পানি নাপাক হয়ে যাবে?

উত্তর : না। [শরিয়তেও এই কারনে পুকুরের পানি নাপাক হয় না]

উনি বললেন : এটাই উদাহরন। বিশাল জামাতের মাঝে কিছু খারাপ থাকলে পুরো জামাতটা খারাপ হয়ে যায় না।

6-Mar-2019 8:54 pm

Published
6-Mar-2019