একটা ধারনা হতে পারে "থাকতে দেই। কি দরকার খোচা খুচির? আমি আমারটা নিয়ে থাকবো।"
১
এর পর ইজরাইলের দিকে তাকাই। ফিলিস্তিনিরা যদি আক্রমন করে তবে ফিলিস্তিনিদের উপর পাল্টা আঘাত। আর যখন তারা শান্ত-চুপ থাকে তখন চলে তাদের ঘর বাড়ি ভেঙ্গে দিয়ে তাদের জমি দখল।
ইজরাইল জেরুজালেম বিজয় করেছিলো ৫০ বছর আগে। এখনো কেন ইজরাইল এর পুরো দখল নিয়ে মুসলিমদের বের করে দেয় নি? কারন ছিলো আরবদের এগ্রাসিভনেস।
এখন আরবরা ঠান্ডা। জেরুজালেম দখল নিয়েছে। গোলান দখল নিয়েছে। শুধু বাকি আছে সিনাই। সিসি পকেটে থাকলে তাড়া নেই।
২
আমাদের দেশে এক সময় <...censored...>
এখন সব চুপ-চাপ। ফল, যে শিক্ষা পশ্চিমে ব্যান। সেটা বাংলাদেশে "জেনারেশন ব্রেকথ্রু" নামে চলছে। key word দিয়ে সার্চ করলে পাবেন। আমি কোনো লিংক দিলাম না।
৩
একটা কনফিউশনের সময়। আল্লাহর কাছে সাহায্য চাওয়া।