My AC buyers guide :
"স্প্লিট নাকি উইনডো?"
স্প্লিট। শব্দ কম। পাওয়ার কম খায়।
"কয় টন?"
দোকানদার যদি বলে "২ টন এসি লাগবেই, নয়তো হবে না।" তবে কিনবেন ১ টন। দোকানদার ক্ষেপে ফালাতে থাকবে। এর পরও stick with your decision.
২ টন এসি ১০ মিনিটে রুম ঠান্ডা করে ১০ মিনিট পর পর বার বার অন অফ হতে থাকবে রুম ঠান্ডা রাখার জন্য। কমপ্রেসর প্রতিবার অন হতে বিরাট কারেন্ট টানে। তাই এটা ইন-এফিসিয়েন্ট।
১ টন এসি একই রুম আরো এফিসিয়েন্টলি ঠান্ডা করতে পারবে। ১০ মিনিটের জায়গায় হয়তো ২০ মিনিট লাগবে।
"ইনভারটার নাকি নন-ইনভারটার?"
নন-ইনভারটার। ইনভারটারের জন্য এক্সট্রা ২০ হাজার টাকা খরচ করার মানে নেই। কারন আপনি প্রয়োজনের থেকে ছোট এসি লাগিয়েছেন। প্রয়োজনের থেকে বড় এসি লাগালে ইনভারটার পাওয়ার সেইভ করে। নয়তো দুটো পাওয়ার খরচ সমান।
"এনারজি স্টার?"
এনারজি স্টার না দেখে ব্রেন্ড দেখবেন। ভালো এনারজি স্টারের নন ব্রেনড এসি বেশি পাওয়ার টানবে। অল্প গ্যস চলে গেলেই স্টার রেটিং এর কোনো অর্থ থাকে না।
"ভালো ব্রান্ড কোনটা?"
পেনাসনিক।